নতুন ঢঙে গোয়েন্দা গল্প, আসছে মোশাররফ করিমের ‘মির্জা’
Published: 22nd, May 2025 GMT
সাত বোনের এক ভাই মির্জা, বয়স ৫০ হলেও অবিবাহিত। যদিও গোয়েন্দাগিরিতেই মগ্ন। পরিবার তার জন্য পাত্রী খুঁজে হয়রান। খেয়ালি স্বভাবের এই মানুষের বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ। ক্ষুরধার বুদ্ধি ও তীক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা তাকে দুর্দান্ত গোয়েন্দায় পরিণত করেছে।
এই ব্যতিক্রমী চরিত্র নিয়ে আসছে ওয়েব ফিল্ম ‘মির্জা’, যার নাম ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। রহস্য ও হাস্যরসের অপূর্ব মিশেলে নির্মিত এই ফিল্মটি আগামী ২৩ মে, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাবে।
গল্পের শুরুতে লুনা নামে এক তরুণী, মির্জার কাছে যায় তার নিখোঁজ জমজ বোনের সন্ধানে। সহজ মনে হওয়া এই কেসটি ধীরে ধীরে রূপ নেয় ভয়াবহ গোলকধাঁধায়। উঠে আসে এক ভয়ংকর মাফিয়া চক্র, এক সন্দেহপ্রবণ পুলিশ কর্মকর্তা। তাছাড়ও এমন কিছু গোপন সত্য বেরিয়ে আসে, যা বদলে দিতে পারে অনেকের জীবনের গতিপথ।
আরো পড়ুন:
পর্দার মায়েদের নিয়ে ফারিণের মুগ্ধতা
ঈদে তারকারা কে কোথায়?
পরিচালক সুমন আনোয়ার এর আগেও ‘রাতারগুল’, ‘কালাগুল’ ও ‘সদরঘাটের টাইগার’-এর মতো কাজ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। এ পরিচালক বলেন, “মির্জা একটি জটিল গল্পের গোয়েন্দা আখ্যান। আপনি যখনই ভাববেন সব বুঝে গেছেন, ঠিক তখনই মির্জা এমন কিছু দেখাবে যা কখনো আপনার চিন্তায়ও ছিল না।”
মোশাররফ করিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন— পারসা ইভানা, জুনায়েদ বোগদাদী, খালিদ হাসান রুমি, রাসেল, মামুন, অরণ্য, সৌমি, সামিরা, দোয়েল, বর্না, ঐশী এবং শিবলু।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সরে গেলেন পররাষ্ট্র সচিব জসীম, রুটিন দায়িত্বে রুহুল আলম
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের জায়গায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এ বিষয়ে অফিস আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে শুক্রবার থেকেই এ আদেশ কার্যকর হবে।
আদেশে বলা হয়, ‘মো. জসীম উদ্দিন, পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন।’
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের হাওয়ায় এক মাসের মাথায় পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসেন জসীম উদ্দিন।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের এই কর্মকর্তা পররাষ্ট্রসচিব হিসেবে যোগ দেন ৮ সেপ্টেম্বর। ২০২৬ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।
চীন, কাতার ও গ্রিসে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা জসীম উদ্দিনকে আবারও রাষ্ট্রদূত করে দেশের বাইরে পাঠানোর চিন্তাভাবনা চলার কথাও বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
তার জায়গায় রুটিন দায়িত্বে পালনে আসা সচিব রুহুল আলম সিদ্দিকী বিসিএস একাদশ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার এবং পর্তুগালে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বের পাশাপাশি সিঙ্গাপুর, বার্লিন, নয়াদিল্লি এবং করাচি মিশনে বিভিন্ন পদে ছিলেন তিনি।