ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়কে গাছের গুঁড়ি ফেলে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে আনন্দপুর-তিলপাড়া সড়কে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদল লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে যায়। এমনকি মরদেহেও আঘাত করা হয়।

ভুক্তভোগীরা জানান, উপজেলার মুকবুলপুর গ্রামের সবদর আলী (৭০) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যান। রাতেই ঢাকা থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছিলেন স্বজনেরা।

আরো পড়ুন:

পিকনিকের ট্রলারডুবি, নিখোঁজ চালকের লাশ উদ্ধার

বিশ্ববিদ্যালয়ে পড়া হলো না, পোড়া দেহ পড়েছিল পুকুরে

পথিমধ্যে আনন্দপুর-তিলপাড়া সড়কে পৌঁছালে সশস্ত্র ডাকাতদল সড়কে গাছের গুঁড়ি ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে ভাঙচুর চালায়। পরে লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে যায়। এসময় মরদেহেও আঘাত করে তারা।

সবদর আলীর ছেলে আলমগীর মিয়া বলেন, ‘‘ডাকাতদল টাকা-পয়সা নিয়ে গেছে দুঃখ নেই। কিন্তু, বাবার লাশের ওপর আঘাত মেনে নিতে পারছি না।’’

নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো.

খাইরুল ইসলাম বলেন, ‘‘অ্যাম্বুলেন্সে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু, পুলিশ পৌঁছানোর আগেই ডাকাতদল পালিয়ে যায়। সড়কে ডাকাতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’’

ঢাকা/পলাশ/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড ক তদল মরদ হ

এছাড়াও পড়ুন:

কলকাতায় এলেই মনে হয় মায়ের বাড়ি এলাম: কাজল

আগামী ২৭ জুন মুক্তি পেতে চলেছে কাজল অভিনত বলিউড সিনেমা ‘মা’। এখন সিনেমার প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার কলকাতায় গিয়ে হাজির হলেন এবং দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজা দিলেন কাজল। এসময় অভিনেত্রীকে একঝলক দেখতে ভিড় জমায় ভক্তরা।

পূজা দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী। বলেন, ‘কলকাতায় আসা তার কাছে মায়ের কাছেই আসা। যখনই কলকাতায় আসি মনে হয় মা-বাবার বাড়ি এলাম। ছবির প্রচার শুরু করার আগে আমার মনে হয়, যাই মায়ের আশীর্বাদ নিয়ে আসি। তাই আমি মায়ের আশীর্বাদ নিতে এসেছি। মায়ের থেকে আশীর্বাদের ফুল পেয়েছি। আমি খুবই খুশি।’

এসময় ‘মা’ সিনেমা নিয়েও কথা বলেন কাজ। তার ভাষ্য, ‘এই সিনেমায় আমি যে চরিত্রে অভিনয় করেছি, এটা আমার জীবনে অভিনয় করা সবচেয়ে শক্তিশালী একটা চরিত্রে মধ্যে একটি হয়ে থাকবে। এটা একটা মাইথোলজিক্যাল হরর সিনেমা। আমি নিশ্চিত যে এটা সকলকে চমকে দেবে।’

বিশাল ফুরিয়ার পরিচালনায় ‘মা’ সিনেমার প্রধান নারী চরিত্রে রয়েছেন কাজল। অজয় দেবগণ ও জ্যোতি দেশপান্ডের প্রযোজনায় আসছে সিনেমাটি। ভালো এবং মন্দের মধ্যে চিরন্তন যুদ্ধকে অন্বেষণ করে এই সিনেমা। রয়েছে সাসপেন্স, অ্যাকশন।

কাজাল ছাড়া এতে আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত, রনিত রায়, জিতিন গুলাটি, গোলাপ সিংসহ অনেকে।

সম্পর্কিত নিবন্ধ

  • ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাত দলের হামলা, আহত ৯
  • লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯
  • লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি-মরদেহে হামলা, নারীসহ আহত ৯
  • হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ে স্থবির জনজীবন
  • কলকাতায় এলেই মনে হয় মায়ের বাড়ি এলাম: কাজল
  • শিক্ষার মানোন্নয়নে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিল ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • প্রতারিত ফারুকের নিঃসঙ্গ জীবন, ঘরে পড়ে ছিল মৃতদেহ
  • প্রকৃতির ডাকে সাড়া দিতে নেমে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত
  • ছুটিতে দেশে ফিরবেন, স্বজনদের জন্য কেনাকাটা করতে গিয়ে গাড়ি উল্টে সৌদিপ্রবাসীর মৃত্যু