ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
Published: 24th, May 2025 GMT
গাজায় ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। বোমা ও বন্দুকধারীদের সন্ধানে ভবন এবং সুড়ঙ্গে পাঠানো হচ্ছে ফিলিস্তিনিদের। বেশ কয়েকজন ফিলিস্তিনি ও ইসরায়েলি সেনা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) কে এ তথ্য জানিয়েছে।
১৯ মাসের যুদ্ধে ফিলিস্তিনিদের মানব ঢার হিসেবে ব্যবহারের এই অনুশীলন সর্বব্যাপী হয়ে উঠেছে বলে ইসরায়েলি সেনারা জানিয়েছে।
এপি সাতজন ফিলিস্তিনির সাথে কথা বলেছে যারা গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে বর্ণনা করেছে। এছাড়া বার্তা সংস্থাটি ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্যের সাথে কথা বলেছে যারা জানিয়েছে, তারা আন্তর্জাতিক আইন নিষিদ্ধ এই অনুশীলনে জড়িত।
অধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, ইসরায়েল কয়েক দশক ধরে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঢাল হিসাবে ব্যবহার করে আসছে। ২০০৫ সালে সুপ্রিম কোর্ট এই অনুশীলনকে নিষিদ্ধ ঘোষণা করলে ইসরায়েলি সেনারা এর চর্চা অব্যাহত রেখেছে।
এই অভিযোগের জবাবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বেসামরিক লোকদের ঢাল হিসেবে ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করে। তবে এই অনুশীলনটি তারা দীর্ঘদিন ধরে গাজায় হামাসকে ব্যবহার করার জন্য অভিযুক্ত করে আসছে।
সেনাবাহিনী জানিয়েছে, তারা মিশনে ফিলিস্তিনিদের জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকটি ঘটনা তদন্ত করছে, কিন্তু এপিকে বিস্তারিত তথ্য দেবে না।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবহ র কর ইসর য
এছাড়াও পড়ুন:
বাসচাপায় প্রাণ গেল দাদি-নাতির
বগুড়ার মহাস্থানে যাত্রীবাহী বাসচাপায় দাদি ও নাতি নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মছিরন বিবি ও নুর আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নাতি নুর আলমকে সঙ্গে নিয়ে নাতনির বাড়িতে যাচ্ছিলেন মছিরন বিবি।
মহাস্থান মাহীওয়ার ডিগ্রি কলেজ এলাকায় মহাসড়ক পারাপারের সময় বগুড়া থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এ সময় নুর আলমের মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন মছিরন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে এবং বাসটি শনাক্ত করতে কাজ চলছে।