কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে পাঠানো ১২ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভূরুঙ্গামারী থানা চত্বর থেকে তাঁদের পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়।

এর আগে গত শুক্রবার গভীর রাতে ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে বিএসএফ ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত এলাকা থেকে ভূরুঙ্গামারী সদরের দিকে আসার সময় গতকাল সকালে কামাত আঙ্গারিয়া ভাসানীর মোড় থেকে তাঁদের আটক করে বিজিবি। পরে তাঁদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং রাতে তাঁদের হস্তান্তর করা হয়।

আটক ওই ১২ জন ৩টি পরিবারের সদস্য। তাঁদের মধ্যে ৩ জন শিশু–কিশোর, ৪ জন পুরুষ ও ৫ জন নারী আছেন। তাঁরা দীর্ঘদিন ধরে ভারতে ছিলেন এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সেখানে বিভিন্ন কাজ করতেন।

আটক ব্যক্তিরা জানান, তাঁরা অনেক দিন আগে কাজের সন্ধানে ভারতে যান। কয়েক দিন আগে বিএসএফের সদস্যরা তাঁদের আটক করেন। শুক্রবার গভীর রাতে ভূরুঙ্গামারীর সীমান্ত দিয়ে বিএসএফ তাঁদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত থেকে ভূরুঙ্গামারী সদরের দিকে আসার সময় কামাত আঙ্গারিয়া ভাসানীর মোড় থেকে তাঁদের আটক করে বিজিবি।

আরও পড়ুনকাজের সন্ধানে ভারতে গিয়ে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত এনেছে বিজিবি১৯ ঘণ্টা আগে

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। গতকাল রাতেই তাঁদের পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা সবাই জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র পর ব র র ব এসএফ ১২ জন

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ভারত অংশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (২৮) ও আজাদ হোসেন (২৬)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। তবে তারা কেনো সীমান্ত পার হয়েছিল- তা স্পষ্ট করে জানা যায়নি। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে দুইজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিজিবির ৬০ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেনো তারা ভারত অংশে গিয়েছিল- সেটি এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত
  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
  • নেতানিয়াহুর কাছে জিম্মিদের স্বজনদের প্রশ্ন, ‘আপনি ঘুমাতে পারছেন কীভাবে’
  • রাউজানে শোয়ার ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ
  • পঞ্চগড় সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে পাঠানো ২১ জনকে স্বজনদের কাছে হস্তান্তর
  • লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে হামলা
  • লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯
  • লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি-মরদেহে হামলা, নারীসহ আহত ৯