জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা ভেবেছিলাম ৫ আগস্ট আমাদের লড়াই-সংগ্রাম শেষ হয়েছে। কিন্তু একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, ষড়যন্ত্র করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছোট ছোট মতপার্থক্য দূরে রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আজ রোববার সকাল ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় দলের এক পথসভায় হাসনাত আবদুল্লাহ এ কথাগুলো বলেন। জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলা এই পথসভার আয়োজন করে।

পথসভায় হাসনাত বলেন, ‘সরকারকে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম ও নির্বাচনী রোডম্যাপ সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে। আমরা মুজিববাদী সংবিধান চাই না। এটি সংস্কার করে অবিলম্বে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়, এমন সংবিধান বাস্তবায়ন চাই। সাম্য ও ন্যায্যতার বাংলাদেশ চাই, যেখানে নাগরিকের কাছে রাষ্ট্রের দায়বদ্ধতা থাকবে।’

অসাম্প্রদায়িক নাম দিয়ে ধর্মহীনতার বাংলাদেশ পরিচালনার চেষ্টা করা হয়েছে বলে পথসভায় মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমরা চাই পরিবর্তিত বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আর এখানে সবাই বসবাস করব।’

বাংলাদেশের প্রত্যেক প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে চান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘পুলিশ বাহিনীর ওপর অনেকে বিরক্ত, কিন্তু পুলিশকে কারা ব্যবহার করেছে, সেটা নিয়ে কেউ কথা বলে না। পুলিশের প্রমোশন নিয়ে কেউ কথা বলে না, পুলিশের সংস্কার নিয়ে কেউ কথা বলে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়ব, যেখানে পুলিশকে কেউ ব্যবহার করতে পারবে না। প্রশাসনকে জনতার কাতারে নেমে এসে আগামীর বাংলাদেশ গড়তে হবে।’

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম, মো.

আতাউল্লাহ; সংগঠক আরমান হোসেন, আজিজুর রহমান ও কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম প্রমুখ। পথসভা শেষে মইজ্জারটেক এলাকায় প্রচারপত্র বিতরণ করা হয়।

দুপুর ১২টার দিকে হাসনাত আবদুল্লাহ আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। তিনি এ সময় বলেন, নতুন বাংলাদেশে একসঙ্গে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। কেউ একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে পারবেন না।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পথসভ য়

এছাড়াও পড়ুন:

চাঁদাবাজি সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হোন: নাহিদ ইসলাম

চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, লড়াই এখনো শেষ হয়নি। দেশের মৌলিক সংস্থার ও জুলাই সনদ নিয়ে লড়াই এখনো চলছে। একটি মহল নানা তালবাহানা করছে। আমরা আপনাদের বলতে চাই, এ ব্যাপারে সোচ্চার হোন। আপনার এলাকায় চলমান চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে সরব হোন।

আজ বৃহস্পতিবার বিকেলে মাগুরায় পদযাত্রায় অংশ নিয়ে শহরের ভায়না মোড়ে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

এনসিপির প্রধান এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মাগুরায় যারা শহীদ হয়েছেন; সেই রক্তের মর্যাদা দিতে হবে। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের লড়াই জারি রাখতে হবে।

নাহিদ ইসলাম বলেন, আমাদের দেশে যে সংকটগুলো চলমান, গণঅভ্যুত্থানের পরেও আমরা নতুন সংবিধানের অভাবে সেই সমস্যার সমাধান করতে পারছি না। ফলে আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে করতে হলে ফ্যাসিজমের সঙ্গে যারা জড়িত ছিল; তাদের বিচার এবং মৌলিক সংস্কার প্রয়োজন। পাশাপাশি ভিনদেশী আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী একটি রাজনীতি দাঁড় করাতে হবে।

এ সময় পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নাগরিক কমিটির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেতা ডা. তাসনিম জারা, নুসরাত তাবাসসুমসহ প্রমুখ।

পথসভার আগে পদযাত্রাটি শহরের ভায়না মোড় থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড়, ঢাকা রোড হয়ে আবার ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘সংস্কার, বিচার ও নতুন সংবিধানের জন্য আবারও মাঠে নামতে হবে’
  • বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র চলছে : টিপু 
  • ‘আমাদের কোটি মানুষ দেখাবেন না, ওসব আমরা দেখেছি’
  • আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে: নাহিদ 
  • চাঁদাবাজি সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হোন: নাহিদ ইসলাম
  • সীমান্ত হত্যা বন্ধে দাঁড়াতে হবে বিএসএফের বিরুদ্ধে: নাহিদ ইসলাম
  • ঝিনাইদহে এনসিপির পথসভায় নেতারা বললেন, হাসিনার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়
  • নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জনগণ মানবে না: রিজভী
  • এনসিপির জুলাই যাত্রা খুলনায় যাবে শুক্রবার, দুটি স্থানে হবে পথসভা
  • ভাত-কাপড়ের নিশ্চয়তা থাকবে, এমন রাষ্ট্রব্যবস্থা গড়তে হবে: আখতার হোসেন