খালেদা জিয়া ও তারেক রহমানকে আসামি করার অভিযোগে দুদকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
Published: 25th, May 2025 GMT
জালিয়াতির আশ্রয় নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জিয়াদুর রহমান মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী জহির উদ্দিন।
মামলার অপর তিন আসামি হলেন সাবেক কমিশনার হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেস উর রহমান।
আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জালিয়াতির আশ্রয় নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে ১৮ মে মামলার আবেদন করেন হারুন অর রশীদ নামের এক ব্যক্তি। আদালত সেদিন বাদীর জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে মামলা গ্রহণসংক্রান্ত বিষয়ে আদেশের জন্য আজকের দিন ঠিক করেছিলেন। আজ আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
মামলায় হারুন অর রশিদ দাবি করেছেন, জালিয়াতির আশ্রয় নিয়ে দুদকের তৎকালীন সচিব মোখলেস উর রহমানসহ অন্যরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা করেছিলেন। এই তথ্য তিনি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানাতে পারেন।
বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান প্রথম আলোকে বলেন, জালজালিয়াতির আশ্রয় নিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানকে ফাঁসানো হয়েছিল। উচ্চ আদালত থেকে তাঁরা এ মামলায় খালাসও পেয়েছেন। জালিয়াতির আশ্রয় নিয়ে মিথ্যা সাক্ষ্য প্রস্তুতকরণ, মিথ্যা সাক্ষ্য দেওয়াসহ বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে এ মামলায়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ত র ক রহম ন ব এনপ র চ র রহম ন
এছাড়াও পড়ুন:
আদালতে জামিননামা দাখিল করলেন অপু বিশ্বাস
রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই জামিননামা দাখিল করেন। এর আগে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন তিনি।
আজ দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন অপু বিশ্বাস। এরপর হাইকোর্টের আদেশ মোতাবেক ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন। সিএমএম আদালতের জুডিশিয়াল পেশকার (জেপি) ওমর ফারুক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, ‘‘ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। তাই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক অপু বিশ্বাস সিএমএম কোর্ট সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। খুব শিগগির অপু বিশ্বাস আত্মসমর্পণ করে বিচারিক আদালতে জামিন চাইবেন।’’
এর আগে এ মামলায় গত ১৮ মে গ্রেপ্তার হন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গ্রেপ্তারের পর সারা দেশে আলোচনা-সমালোচনা দেখা যায়। পরে ২০ মে এ মামলায় আদালত তাকে জামিন দেন।
এদিকে মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়। হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয়— অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ তারকাকে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ওই মামলার আসামি। মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ঢাকা/রাহাত//