পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ১৩ বছর পর এক আসামি গ্রেপ্তার
Published: 27th, May 2025 GMT
কক্সবাজারের মহেশখালীতে ১৩ বছর আগে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম নাসির উদ্দিন (৪৮)। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কাঁঠালতলির নিজ বাড়ি থেকে দেশীয় একটি আগ্নেয়াস্ত্রসহ তাঁকে আটক করে পুলিশ। নাসির ওই এলাকার গোলাম কুদ্দুসের ছেলে।
২০১২ সালের ১৮ জানুয়ারি উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া এলাকায় গুলি করে হত্যা করা হয় অভিযানে থাকা তৎকালীন মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) পরেশ কারবারিকে। এ ঘটনায় এক পুলিশ সদস্য বাদী হয়ে ৩৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার অভিযোগপত্রে নাসির উদ্দিনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, এসআই পরেশ কারবারির হত্যাকাণ্ডের পর থেকে নাসির পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা ও একটি অস্ত্রসহ পাঁচটি মামলা হয়েছে। রাতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা করেছে পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে বাড়িতে অবস্থানের খবর পেয়ে নাসিরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাঁর বাড়ি থেকে দেশীয় একটি এলজিও উদ্ধার হয়। ওসি আরও বলেন, পুলিশ কর্মকর্তা পরেশ কারবারি হত্যা মামলার আসামিদের মধ্যে এখন পর্যন্ত চারজন পলাতক রয়েছেন। তাঁদের ধরতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত
এছাড়াও পড়ুন:
জাল টাকা বহন: ২ জনের ১৪ বছর কারাদণ্ড
ঝালকাঠিতে জাল টাকা বহনের দায়ে নুপুর বেগম ও জসিম খলিফা নামে দুইজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম এ রায় দেন।
আরো পড়ুন:
মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার
খুলনায় নবজাতক চুরি: নারী গ্রেপ্তার
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আক্কাস সিকদার রায়ের তথ্য জানিয়েছেন। দুই আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত নুপুর বেগম (৩৫) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী এবং জসিম খলিফা (৩৬) ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার ওয়াজেদ খলিফার ছেলে।
ঝালকাঠি জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন জানান, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) সূবর্ণ চন্দ্র দের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১৯৬টি জালনোট, ৫০০ টাকার ২০০টি জালনোট ও ২০০ টাকার ৫টি জালনোট জব্দ করা হয়।
এসআই সুবর্ণ চন্দ্র দে বাদী হয়ে দুইজনকে আসামি করে ঝালকাঠি থানায় মামলা করেন।
রায় ঘোষণার সময় আসামি নুপুর বেগম আদালতে উপস্থিত ছিলেন। জসিম খলিফা জামিনে বের হয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আরো মামলা রয়েছে।
ঢাকা/অলোক/বকুল