কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পরই আলোচনায় ছিল তাঁর জার্সি নম্বর। ফ্রান্স জাতীয় দলে ১০ এবং পিএসজিতে ৭ নম্বর জার্সি পরে খেলা এমবাপ্পে রিয়ালে কোন জার্সি নম্বর পাবেন, তা নিয়ে কথাও হয়েছে অনেক। শেষ পর্যন্ত এই দুই জার্সি নম্বরের কোনোটিই পাননি এমবাপ্পে।

ক্রিস্টিয়ানো রোনালদোর রেখে যাওয়া আইকনিক ৭ নম্বর জার্সি তখন ভিনিসিয়ুস জুনিয়রের গায়ে আর ১০ নম্বর জার্সি পরা কিংবদন্তি লুকা মদরিচের। ফলে এই দুই জার্সির কোনোটিই না পাওয়ার বিষয়টি একরকম নিশ্চিত ছিল।

এমবাপ্পে নিজেও নাকি এই দুই জার্সির কোনোটি তখন দাবি করেননি। শেষ পর্যন্ত সদ্য শেষ হওয়া মৌসুমে করিম বেনজেমার রেখে যাওয়া ৯ নম্বর জার্সি পরেই খেলেছেন এমবাপ্পে। তবে মৌসুম শেষে এখন আবারও আলোচনায় এমবাপ্পের জার্সি নম্বর।

আরও পড়ুনমেসির ১০ নম্বর জার্সিতে গোল করে যা বললেন দিবালা০৬ সেপ্টেম্বর ২০২৪

বিশেষ করে লুকা মদরিচ ক্লাব ছাড়ার ঘোষণার পর তাঁর রেখে যাওয়া ১০ নম্বর জার্সি কে পাবেন, তা নিয়েই যত আলোচনা। যেখানে নিশ্চিতভাবেই সবার ওপরে আছে এমবাপ্পের নাম। নতুন মৌসুম শুরুর আগে এমবাপ্পেকে ১০ নম্বর বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিনগিতো।

রিয়ালের হয়ে সদ্য শেষ মৌসুমে ৯ নম্বর জার্সি পরে খেলেছেন এমবাপ্পে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এমব প প

এছাড়াও পড়ুন:

অন্য অভিনেত্রীর সঙ্গে অমিতাভের ঘনিষ্ঠতা নিয়ে ঝগড়া, কেঁদে ফেলেছিলেন রেখা

সত্তর-আশির দশকে বলিউডে সবচেয়ে আলোচিত গুজবগুলোর একটি ছিল অমিতাভ বচ্চন ও রেখার প্রেমকাহিনি। যদিও দুজনেই কখনো সেই সম্পর্ক স্বীকার করেননি, তবে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে তাঁদের সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে বহুবার মুখ খুলেছেন। সাংবাদিক ইয়াসির উসমানের লেখা রেখার জীবনীতে এই সম্পর্কের বহু দিক উঠে এসেছে। আর সেই সব ঘটনা থেকে সবচেয়ে আলোচিত ছিল ‘লাওয়ারিস’-এর সেটে ঘটে যাওয়া এক উত্তপ্ত মুহূর্ত।

অভিনেত্রী নেলির জন্য বিবাদ?
‘লাওয়ারিস’-এর শুটিং চলাকালীন নটরাজ স্টুডিওতে অমিতাভ ও রেখার মধ্যে একবার তুমুল তর্ক হয়। পরিচালক প্রকাশ মেহরা ঘটনাটি স্মরণ করে রেখার আত্মজীবনীতে বলেছেন, ‘সেট ছিল আমার, নটরাজ স্টুডিওতে। ওদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। রেখা কাঁদছিল। আমি ওকে ডেকে বলি, শান্ত হও। সব নাটকটাই নেলিকে ঘিরে ছিল।’

জানা যায়, ওই সময় অমিতাভ বচ্চনের সঙ্গে ইরানি অভিনেত্রী নেলির ঘনিষ্ঠতা নিয়েই রেখার অস্বস্তি তৈরি হয়। এ ঘটনা এতটাই তীব্র রূপ নেয় যে রেখা সোজা ‘সিলসিলা’ থেকে সরে দাঁড়ান, এমনকি সাইনিং মানিও ফিরিয়ে দেন।

একটি সিনেমার দৃশ্যে অমিতাভ ও রেখা। ছবি: ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ