Risingbd:
2025-07-31@07:20:28 GMT

২১ দিনের ছুটিতে যাচ্ছে কুবি 

Published: 27th, May 2025 GMT

২১ দিনের ছুটিতে যাচ্ছে কুবি 

পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২১ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

আগামী ১ জুন (রবিবার) থেকে শুরু হওয়া ছুটি শেষ হবে আগামী ২১ জুন (শনিবার)। তবে ছুটি শেষে ১৭ জুন থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। 

মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড.

মো. আনোয়ার হোসেন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

কুবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী আইন বিভাগ

বিদ্যুৎ বিভ্রাটে ‘নাকাল’ কুবির শিক্ষক-শিক্ষার্থীরা

তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ১ জুন (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৯ জুন (বৃহস্পতিবার) ছুটি শেষ হলেও পরের দুই দিন সাপ্তাহিক ছুটি (শুক্রবার, শনিবার) থাকায় ২২ জুন (রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে।”

তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষার্থীরা চাইলে আবাসিক হলগুলোতে অবস্থান করতে পারবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট হলের অফিস কক্ষে শিক্ষার্থীদের নাম লিপিবদ্ধ করতে হবে। 

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির আহ্বায়ক ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিন বলেন, “ক্যাম্পাস যেদিন বন্ধ হবে ওইদিন থেকেই হলও বন্ধ থাকবে। হলের প্রশাসনিক কাজ, ডাইনিংসহ সব ব্যবস্থা বন্ধ থাকবে।”

তিনি বলেন, “কোনো শিক্ষার্থী যদি হলে অবস্থান করতে চায়, তাহলে তাকে পূর্বের মতো হলের রেজিস্ট্রি খাতায় নাম রেজিস্ট্রেশন করতে হবে।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বন ধ থ

এছাড়াও পড়ুন:

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম'র সঞ্চালনায় সভায় হাসপাতালের চিকিৎসক,  সেবিকা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। 

সভা শেষে অত্র হাসপাতালের প্যাথলজি বিভাগে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক, এমটি প্যাথলজি শামীম আল মামুন ও সিনিয়র স্টাফ নার্স মাসুমা প্রমূখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • রাবি উপাচার্যের চেয়ার টেনে পদ্মায় ফেলার আহ্বান ছাত্রদল সভাপতির
  • জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাবি শিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি
  • ২৯ জুলাই-৮ আগস্ট ‘ফ্যাসিবাদী শক্তির’ নৈরাজ্যের আশঙ্কায় এসবির সতর্কতা
  • ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন
  • জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি
  • দেশে ১৫ লাখ পরিবারে হেপাটাইটিস, রয়েছে এই রোগ প্রতিরোধে সচেতনতার ঘাটতি