রপ্তানি অর্থায়ন বৃদ্ধিতে বিজিবিএ ও এয়ার৮-এর মধ্যে সমঝোতা
Published: 28th, May 2025 GMT
বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) ও আন্তর্জাতিক সাপ্লাই চেইন ফাইন্যান্স প্ল্যাটফর্ম এয়ার৮-এর মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এতে দেশের বস্ত্র খাতে রপ্তানি অর্থায়নের সুযোগ বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
গত সোমবার রাজধানীর বিজিবিএ কার্যালয়ে এই চুক্তি সই হয়। অনুষ্ঠানে বিজিবিএর কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তি।
চুক্তির আওতায় বিজিবিএর সদস্যরা এয়ার৮-এর প্রযুক্তিনির্ভর সরবরাহব্যবস্থা অর্থায়ন প্ল্যাটফর্মের সুবিধা নিতে পারবেন। এতে অর্থায়ন যেমন সহজলভ্য হবে, তেমনি চলতি মূলধনব্যবস্থাপনা ও আন্তর্জাতিক বাণিজ্যসংক্রান্ত পরামর্শ পাওয়া যাবে। এই ব্যবস্থা বস্ত্র খাতের সরবরাহব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।
বিজিবিএ সভাপতি মো.
এয়ার৮-এর প্রেসিডেন্ট এলভিন হো বলেন, টেক্সটাইল খাতে এসএমই রপ্তানিকারকদের জন্য প্রযুক্তিনির্ভর অর্থায়নের প্রসারে এই অংশীদারত্ব সহায়ক হবে। ফলে রপ্তানিকারকেরা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে আরও গভীর ধারণা ও কার্যকর মূলধন সহায়তা পাবেন। টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে এটি সহায়ক ভূমিকা পালন করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবিএ স্বনিয়ন্ত্রিত অলাভজনক বাণিজ্যিক সংগঠন হিসেবে তৈরি পোশাক খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধিতে কাজ করছে। অন্যদিকে এয়ার৮-এর উদ্ভাবনী প্রযুক্তি ও অভিজ্ঞতা বিজিবিএ সদস্যদের বৈশ্বিক বাজারে আরও দৃঢ় অবস্থানে যেতে সহায়তা করবে।
চুক্তিটি বাংলাদেশের বস্ত্র খাতকে আরও উদ্ভাবনমূলক ও সহনশীল করে গড়ে তোলার লক্ষ্যে সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস থ
এছাড়াও পড়ুন:
পায়রা বন্দরসহ দুই প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমোদন
পায়রা বন্দরের জন্য সংশ্লিষ্ট পরিসেবাসহ দুটি শিপ টু শোর ক্রেন সরবরাহ এবং নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ প্রকল্পে কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। প্রস্তাব দুটিতে ব্যয় হবে ৪৫০ কোটি ১১ লাখ ১০ হাজার ২৫৪ টাকা।
মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে মন্ত্রি পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা যায়, পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট পরিসেবাসহ দুটি শিপ টু শোর ক্রেন সরবরাহ এবং স্থাপন কাজের জন্য দরপত্র আহ্বান করা হলে ৪টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে (১) এইচপি এবং (২) এনজে, চায়না প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১৬২ কোটি ২ লাখ ১১ হাজার ৫৬৮ টাকা।
নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের প্যাকেজ নম্বর দুইয়ের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এ জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ২টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। দরপত্রের সকল প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে (১) স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স এবং (২) এসএস রহমান ইন্টারন্যানাল লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ২৮৮ কোটি ৮ লাখ ৯৮ হাজার ৬৮৬ টাকা।
ঢাকা/হাসনাত//