বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) ও আন্তর্জাতিক সাপ্লাই চেইন ফাইন্যান্স প্ল্যাটফর্ম এয়ার৮-এর মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এতে দেশের বস্ত্র খাতে রপ্তানি অর্থায়নের সুযোগ বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

গত সোমবার রাজধানীর বিজিবিএ কার্যালয়ে এই চুক্তি সই হয়। অনুষ্ঠানে বিজিবিএর কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তি।

চুক্তির আওতায় বিজিবিএর সদস্যরা এয়ার৮-এর প্রযুক্তিনির্ভর সরবরাহব্যবস্থা অর্থায়ন প্ল্যাটফর্মের সুবিধা নিতে পারবেন। এতে অর্থায়ন যেমন সহজলভ্য হবে, তেমনি চলতি মূলধনব্যবস্থাপনা ও আন্তর্জাতিক বাণিজ্যসংক্রান্ত পরামর্শ পাওয়া যাবে। এই ব্যবস্থা বস্ত্র খাতের সরবরাহব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।

বিজিবিএ সভাপতি মো.

মোফাজ্জল হোসেন বলেন, ‘এয়ার৮-এর সঙ্গে অংশীদারত্বে যেতে পেরে আমরা আনন্দিত। এই সহযোগিতার মাধ্যমে সদস্যরা উদ্ভাবনী আর্থিক সেবা ও মূল্য সংযোজন সুবিধা পাবেন। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার এই সময়ে নির্ভরযোগ্য অর্থায়ন ও শিল্প-সম্পর্কিত পরামর্শ প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এয়ার৮-এর প্রেসিডেন্ট এলভিন হো বলেন, টেক্সটাইল খাতে এসএমই রপ্তানিকারকদের জন্য প্রযুক্তিনির্ভর অর্থায়নের প্রসারে এই অংশীদারত্ব সহায়ক হবে। ফলে রপ্তানিকারকেরা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে আরও গভীর ধারণা ও কার্যকর মূলধন সহায়তা পাবেন। টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে এটি সহায়ক ভূমিকা পালন করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবিএ স্বনিয়ন্ত্রিত অলাভজনক বাণিজ্যিক সংগঠন হিসেবে তৈরি পোশাক খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধিতে কাজ করছে। অন্যদিকে এয়ার৮-এর উদ্ভাবনী প্রযুক্তি ও অভিজ্ঞতা বিজিবিএ সদস্যদের বৈশ্বিক বাজারে আরও দৃঢ় অবস্থানে যেতে সহায়তা করবে।

চুক্তিটি বাংলাদেশের বস্ত্র খাতকে আরও উদ্ভাবনমূলক ও সহনশীল করে গড়ে তোলার লক্ষ্যে সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস থ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় কাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় আগামীকাল বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা নারায়ণগঞ্জের ভুইগড় উত্তরপাড়া, দেলপাড়া, নুরবাগ, শাহী মহল্লা, চিতাশাল, বউবাজার, পাগলা এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সম্পর্কিত নিবন্ধ

  • সাগর উত্তাল, চট্টগ্রামের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
  • পানি সংকটে হবিগঞ্জ পৌরবাসী
  • সংশ্লিষ্টদের কেন জবাবদিহি করা হবে না
  • পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন চলছেই, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নের শঙ্কা
  • নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় কাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
  • এপ্রিল মাসে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আইফোন রপ্তানি বেড়েছে ৭৬%
  • মীনা বাজারে পাওয়া যাবে রিমার্কের পণ্য
  • সাভার-নবীনগরের কয়েকটি এলাকায় আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না
  • শিল্প খাত বাড়তি ১৫ কোটি ঘনফুট গ্যাস পাবে আজ থেকে