সংস্কার ও বিচারের নামে নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আজকে বাংলাদেশে তারুণ্যের সুনামি হচ্ছে। এই সমাবেশ গণতন্ত্রের বার্তা দিচ্ছে। গণতন্ত্রের বার্তা হচ্ছে নির্বাচন। গণতন্ত্রের পথ হলো নির্বাচন। নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর সুযোগ নেই। বিচারের কথা বলে রোডম্যাপ পেছানোর সুযোগ নেই।

আজ বুধবার নয়াপল্টনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে এসব কথা বলেন তিনি। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এ সমাবেশ আয়োজন করে।

আমীর খসরু বলেন, সংস্কার নিয়ে বিএনপির আগে কেউ কথা বলেনি। সাত বছর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ এর মাধ্যমে জাতির কাছে সংস্কার প্রস্তাব তুলে ধরেছেন। দুই বছর আগে ২৭ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেছেন তারেক রহমান। তারপর যারা মিলে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি তারা ৩১ দফা ঘোষণা করেছি। এখন কেউ কেউ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐক্যমত্য হয়নি বলে বক্তব্য দিচ্ছেন। কান পেতে শুনুন সেই সংস্কার করবে দেশের জনগণ। যতই গুরুত্বপূর্ণ হোক সেই সংস্কার ব্যালট-ভোটের মাধ্যমে হবে। আপনাদের মাধ্যমে হবে। আপনারা কে?

তিনি বলেন, বিচারের কথা বলছে। আমাদের মতো, বিএনপির মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? গুম-খুন, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছেন বেগম খালেদা জিয়া। জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনার পতনের জন্য দেশকে ঐক্যবদ্ধ করেছেন, সেনাপতির ভূমিকায় তারেক রহমান কাজ করেছেন। কারও বিচার করতে হলে সেটা বিএনপি করবে। বিচার অসম্পূর্ণ থাকলে সেটা বিএনপি করবে। কারণ আমাদের মতো এত ত্যাগ স্বীকার কেউ করেনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পতন না হলে এই লোকগুলো কোথায় থাকত? কেউ বিদেশে, কেউ যে চাকরি করছে সেখানে থাকত। আমরা থাকতাম জেলে না হয় ফাঁসির মঞ্চে। তোমাদের ওপর ভরসা নেই। বিচার বিএনপি করবে। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে হবে। সেই নির্বাচন বিলম্বিত করা হলে তরুণরা জবাব দেবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ

এছাড়াও পড়ুন:

গণতন্ত্রের স্বার্থে নির্বাচন চাওয়া কোনো অপরাধ নয়: শহীদ উদ্দীন চৌধুরী

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিভিন্ন মহলে বলাবলি হচ্ছে, একটি দল নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছে। এই প্রেক্ষাপটে তিনি বলতে চান, মানুষের ভোগান্তি লাঘবে বিএনপি দ্রুত সময়ে নির্বাচন চায়। গণতন্ত্রের স্বার্থে নির্বাচন চাওয়া কোনো অপরাধ নয়।

আজ বৃহস্পতিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের খোঁজখবর নিতে গিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ কথাগুলো বলেন।

রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে গত রোববার জুলাই গণ-অভ্যুত্থানে আহত চারজন উন্নত চিকিৎসার দাবিতে বিষ পান করেন। পরে তাঁদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের চিকিৎসাসহ সার্বিক খোঁজখবর নিতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান শহীদ উদ্দীন চৌধুরী।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দল দ্রুত সময়ে নির্বাচনের কথা বলছে বলে উল্লেখ করেন ‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠনের উপদেষ্টা শহীদ উদ্দীন চৌধুরী। তিনি বলেন, নির্বাচন চাওয়া দোষের কিছু নয়। নির্বাচনের মাধ্যমেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন শহীদ উদ্দীন চৌধুরী। তিনি বলেন, ‘সরকার দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। আমরা দেখেছি, তাঁরা (আহত ব্যক্তিরা) অবহেলার শিকার হয়েছে। রোগীরা অবহেলার কথা আমাদের জানিয়েছেন।’

শেখ হাসিনার আমলে যাঁরা গুম-খুন-নির্যাতনের হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদেরও অন্তর্বর্তী সরকার অবহেলা করছে বলে অভিযোগ করেন শহীদ উদ্দীন চৌধুরী। বিএনপির এই নেতা বলেন, নির্বাচিত সরকার থাকলে জুলাই গণ-অভ্যুত্থান আহত ব্যক্তিরা, যাঁরা হাত-পা-চোখ হারিয়েছেন, যাঁরা গুমের শিকার হয়েছিলেন, তাঁরা অবহেলিত থাকতেন না। তিনি এসব বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন।

শহীদ উদ্দীন চৌধুরী ‘আমার বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে বিষ পান করা চারজনের চিকিৎসা সহায়তাসহ আর্থিক সহযোগিতা দিয়ে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান বলেন, সরকারের উচিত ছিল, আহত ব্যক্তিদের সঠিক তদারকি করা, কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা। তাহলে আহত এই ব্যক্তিরা বিষপানের মতো কাজ করতেন না। বিষপানের সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখামাত্রই তাঁদের এখানে পাঠিয়েছেন। তাঁরা এই ব্যক্তিদের পুনর্বাসন ও চিকিৎসায় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের গৃহভূমি হতে চলেছে: মেজর (অব.) হাফিজ
  • নির্বাচনের ডেট দিন, না হলে আমরাই দিয়ে দেব: দুদু
  • ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব: তারেক রহমান
  • গণতন্ত্র পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে : খালেদা জিয়া
  • গণতন্ত্র আজো বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া
  • গণতন্ত্র আজও বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া
  • গণতন্ত্রের বিকাশে এনসিসি যেভাবে কাজ করবে
  • গণতন্ত্রের স্বার্থে নির্বাচন চাওয়া কোনো অপরাধ নয়: শহীদ উদ্দীন চৌধুরী
  • থামতে না জানা জাতির ভবিষ্যৎ কী