কর্মস্থলে যোগ দিলেন পদত্যাগে বাধ্য করানো সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
Published: 29th, May 2025 GMT
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজি তোবারাক আলী চৌধুরী (টিএসি) উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে জোরপূর্বক পদচ্যুত কান্তি লাল আচার্য একই প্রতিষ্ঠানে আবার যোগ দিয়েছেন। পদত্যাগের ৪২ দিন পর গতকাল বুধবার তিনি সেখানে জ্যেষ্ঠ শিক্ষক পদে যোগদান করলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদ।
এর আগে ১৬ এপ্রিল একদল লোক অনিয়মের অভিযোগ তুলে মিছিল নিয়ে বিদ্যালয়ে ঢুকে কান্তি লাল আচার্যকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ ছাড়তে বাধ্য করেন। এ সময় তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে তিনি অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন।
মহিউদ্দিন আহমেদ বলেন, ১৬ এপ্রিল বিএনপির নেতা-কর্মীরা কান্তি লাল আচার্যকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করেন। খবরটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ড এ বিষয়ে তদন্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন। এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক না থাকায় জ্যেষ্ঠতার ভিত্তিতে বর্তমানে মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়।
মোহাম্মদ আলীকে দায়িত্ব দেওয়ায় জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে কি না, জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বলেন, কান্তি লাল আচার্য আর দায়িত্ব নিতে চান না। জ্যেষ্ঠতার ভিত্তিতে দ্বিতীয় শিক্ষকও দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন। ফলে তৃতীয় জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে মোহাম্মদ আলীকে বাধ্য হয়ে দায়িত্ব দিতে হয়েছে।
কান্তি লাল আচার্য বলেন, জোরপূর্বক পদত্যাগ করানোর পর তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা আরও কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু বিদ্যালয়ের প্রতি ভালোবাসার কারণে তিনি আবার যোগদান করেছেন। এখন আর কোনো দায়িত্ব নিতে চান না। বাকি প্রায় দুই বছরের চাকরি জীবনটুকু সুস্থভাবে শেষ করতে চান। ওই শিক্ষক আরও বলেন, ১৬ এপ্রিল হামলাকারীদের বেশির ভাগই তাঁর নিজের ছাত্র ছিল। এ জন্য তিনি কারও ওপর অভিমান রাখতে চান না, সবাইকে ক্ষমা করে দিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস মোস্তফা আলম সরকার প্রথম আলোকে বলেন, তিনি সীতাকুণ্ডে যোগদানের পর থেকেই হাজী টিএসি উচ্চবিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে। বেশ কয়েকবার বিদ্যালয় পরিচালনা কমিটিকে দিয়েও কাজ হয়নি।
ইউএনও ফখরুল ইসলাম বলেন, কান্তি লাল আচার্যকে জোর করে পদত্যাগ করানোর ঘটনাটি তদন্তে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তাঁকে চিঠি দিয়ে তদন্ত করতে বলেছিলেন। তদন্ত চলাকালে আরেকটি চিঠিতে ঘটনাটি তদন্ত করার জন্য জেলা প্রশাসনকে দায়িত্ব দিয়েছে শিক্ষা বোর্ড। এ বিষয়ে তিনি আর তেমন কিছু জানেন না।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলে সেনাবাহিনীর সাবেক প্রসিকিউটর গ্রেপ্তার
ইসরায়েলি পুলিশ দেশটির সেনাবাহিনীর সাবেক একজন প্রসিকিউটরকে গ্রেপ্তার করেছে। একজন ফিলিস্তিনি বন্দীর ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার পর ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
মেজর জেনারেল পদমর্যাদার ওই সাবেক প্রসিকিউটরের নাম ইয়াফাত তোমের-ইয়েরুশালমি। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী।
জানা যায়, অনলাইনে ওই ভিডিওটি ফাঁস হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। তখন তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করেন। এরপর নিখোঁজ ছিলেন।
ওই ভিডিওতে দেখা গেছে, সৈন্যরা এক বন্দীকে আলাদা স্থানে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাঁদের সঙ্গে একটি কুকুর রয়েছে। তাঁরা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে নিজেদের কার্যকলাপ এমনভাবে আড়াল করে রেখেছেন, যাতে কেউ দেখতে না পারে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও ফাঁসের ঘটনাকে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ‘জনসংযোগের ওপর সবচেয়ে তীব্র আক্রমণ’ বলে মন্তব্য করেছেন।
আরও পড়ুনফিলিস্তিনি বন্দীর ওপর নির্যাতনের ভিডিও ফাঁস ঘিরে ইসরায়েলের শীর্ষ আইনি কর্মকর্তার পদত্যাগ০১ নভেম্বর ২০২৫অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল-জাজিরার নউর ওদেহ বলেন, ওই নারী প্রসিকিউটরের আটকের ঘটনা ইসরায়েলে ‘রাজনৈতিক ও আইনি ঝড়’ তৈরি করেছে। তবে আটক হওয়া ব্যক্তির ওপর বাড়তি মনোযোগ মূল ঘটনা থেকে নজর সরিয়ে দিচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কারাগারগুলোয় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন‘স্বপ্ন ছিল বুকে জড়িয়ে ধরার, এখন আশা দাফনটা যদি অন্তত করতে পারি’২ ঘণ্টা আগে