নিজেদের মাটিতে আন্তর্জাতিক মৌসুম সামনে রেখে বেশির ভাগ ক্রিকেটারকে আইপিএল থেকে ফিরিয়ে নিয়ে গেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্রিকেট উইন্ডিজের (সিডব্লুআই) অবশ্য ওসব নিয়ে চিন্তা নেই। শীর্ষ সারির ক্রিকেটারদের আইপিএলের শেষ পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে তারা।

আন্তর্জাতিক ক্রিকেটকে গুরুত্বসহকারে নেওয়া ও অবজ্ঞা করার মধ্যে তফাত কদিন আগেই টের পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সারির দল নিয়ে আয়ারল্যান্ড সফরে গিয়ে ওয়ানডে সিরিজ ড্র করেছিল ক্যারিবীয়রা। এবার ইংল্যান্ড সফরের শুরুটাও হলো বেশ বাজে।

বার্মিংহামের এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বেদম পিটিয়ে ৮ উইকেটে ৪০০ রান করে ফেলেছে ইংল্যান্ড। ওয়ানডে ইতিহাসে এটি ২৮তম দলীয় ৪০০ রানের ঘটনা; ইংল্যান্ড এ নিয়ে করল ৬ বার।

তবে ইংলিশরা আজ ৪০০ ছুঁয়ে দুটি অনন্য কীর্তি গড়ে ফেলল। তারাই যে প্রথম দল, যারা সেঞ্চুরি ছাড়াই ওয়ানডে সবচেয়ে বেশি রান করল। দলটির হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন জ্যাকব বেথেল। এর আগের রেকর্ডটা ছিল দক্ষিণ আফ্রিকার। ২০০৭ সালে সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৩৯২ রান করলেও প্রোটিয়াদের কোনো ব্যাটসম্যান তিন অঙ্কের দেখা পাননি।

এ ছাড়া আজ ইংল্যান্ডের প্রথম সাত ব্যাটসম্যানের প্রত্যেকে কমপক্ষে ৩০ রান করেছেন। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছর ও ৪৮৮০ ম্যাচের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল।

বেথেল ছাড়াও ইংল্যান্ডের হয়ে ফিফটির দেখা পেয়েছেন বেন ডাকেট (৬০), হ্যারি ব্রুক (৫৮) ও জো রুট (৫৭)। এ ম্যাচ দিয়েই সাদা বলে ইংল্যান্ডের স্থায়ী অধিনায়ক হিসেবে ব্রুকের যাত্রা শুরু হয়েছে। স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে শুধু রুটই ১০০-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন।

বাংলাদেশ সময় রাত ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত লক্ষ্য তাড়া করতে নেমে ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ন কর

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন নারী বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন
  • বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি
  • গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই