জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত সন্দ্বীপের শিক্ষার্থীদের
Published: 30th, May 2025 GMT
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে নৌ চলাচল বন্ধ থাকায় অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। এই পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজে স্নাতকের (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে দ্বীপটির শিক্ষার্থীদের। আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সন্দ্বীপ থেকে কয়েক শ শিক্ষার্থী এবার চট্টগ্রাম নগরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন স্নাতক (সম্মান) পাঠদানকারী কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে একটি কাঠের নৌযানে ৪০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে চট্টগ্রাম নগরে যাওয়ার চেষ্টা করেন। তাঁদের সঙ্গে বিদেশগামী যাত্রীসহ আরও ১০ জন ছিলেন। তবে দেড় ঘণ্টা সাগরে ভাসলেও প্রবল স্রোত আর উত্তাল ঢেউয়ের মুখে তাঁদের ফিরে সন্দ্বীপে যেতে হয়েছে।
সন্দ্বীপে নৌঘাট পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, বাতাসের তীব্রতা কিছুটা কমলেও নৌ চলাচলের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আগামীকাল সকাল পর্যন্ত নৌ চলাচল শুরু করা যায় কি না, তা এখনো অনিশ্চিত। সুমন মিয়াজী নামের এক শিক্ষার্থী বলেন, এই দুর্যোগময় পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত পরীক্ষা পেছানো।
গতকাল কাঠের নৌকায় চট্টগ্রাম শহরে যাওয়ার চেষ্টা করা শিক্ষার্থীদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরিবারের অমতে তিনি এমন দুর্যোগেও চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন। দেড় ঘণ্টা ধরে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়তে হয়েছে যাত্রীদের। তখন বারবার তাঁর মনে হচ্ছিল, ভর্তি পরীক্ষায় অংশ নিতে গিয়ে জীবন হারাতে যাচ্ছেন তিনি। ওই শিক্ষার্থী বলেন, ‘শনিবারও সাগর শান্ত হওয়ার সম্ভাবনা কম। এখন আমাদের ভাবতে হবে, আমরা কি উচ্চশিক্ষা নেব, নাকি জীবন নিরাপদ রাখব।’
আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আবদুর রহমান খান প্রথম আলোকে বলেন, আজ আবহাওয়া পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম। কাল বা আগামী রোববার অবস্থার উন্নতি হতে পারে।
জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম প্রথম আলোকে বলেন, আগামীকাল বেলা ১১টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন তাঁরা। তিনি আরও বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি। দেখা যাক কী করতে পারি।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ য় অ শ পর স থ ত
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৪ নভেম্বর ২০২৫)
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ শুরু আজ। চ্যাম্পিয়নস লিগে আছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ ও পিএসজি-বায়ার্ন ম্যাচ।
জাতীয় ক্রিকেট লিগসিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
বিকেল ৪টা, এ স্পোর্টস ও টি স্পোর্টস
নাপোলি-ফ্রাঙ্কফুর্ট
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ১
স্লাভিয়া প্রাগ-আর্সেনাল
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ২
পিএসজি-বায়ার্ন
রাত ২টা, সনি স্পোর্টস ১
লিভারপুল-রিয়াল মাদ্রিদ
রাত ২টা, সনি স্পোর্টস ২
টটেনহাম-কোপেনহেগেন
রাত ২টা, সনি স্পোর্টস ৫
ব্রাজিল-হন্ডুরাস
সন্ধ্যা ৬-৩০ মি., ফিফা প্লাস
জার্মানি-কলম্বিয়া
রাত ৮-৪৫ মি., ফিফা প্লাস
ইংল্যান্ড-ভেনেজুয়েলা
রাত ৯-১৫ মি., ফিফা প্লাস