বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে নৌ চলাচল বন্ধ থাকায় অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। এই পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজে স্নাতকের (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে দ্বীপটির শিক্ষার্থীদের। আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সন্দ্বীপ থেকে কয়েক শ শিক্ষার্থী এবার চট্টগ্রাম নগরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন স্নাতক (সম্মান) পাঠদানকারী কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে একটি কাঠের নৌযানে ৪০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে চট্টগ্রাম নগরে যাওয়ার চেষ্টা করেন। তাঁদের সঙ্গে বিদেশগামী যাত্রীসহ আরও ১০ জন ছিলেন। তবে দেড় ঘণ্টা সাগরে ভাসলেও প্রবল স্রোত আর উত্তাল ঢেউয়ের মুখে তাঁদের ফিরে সন্দ্বীপে যেতে হয়েছে।

সন্দ্বীপে নৌঘাট পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, বাতাসের তীব্রতা কিছুটা কমলেও নৌ চলাচলের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আগামীকাল সকাল পর্যন্ত নৌ চলাচল শুরু করা যায় কি না, তা এখনো অনিশ্চিত। সুমন মিয়াজী নামের এক শিক্ষার্থী বলেন, এই দুর্যোগময় পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত পরীক্ষা পেছানো।

গতকাল কাঠের নৌকায় চট্টগ্রাম শহরে যাওয়ার চেষ্টা করা শিক্ষার্থীদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরিবারের অমতে তিনি এমন দুর্যোগেও চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন। দেড় ঘণ্টা ধরে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়তে হয়েছে যাত্রীদের। তখন বারবার তাঁর মনে হচ্ছিল, ভর্তি পরীক্ষায় অংশ নিতে গিয়ে জীবন হারাতে যাচ্ছেন তিনি। ওই শিক্ষার্থী বলেন, ‘শনিবারও সাগর শান্ত হওয়ার সম্ভাবনা কম। এখন আমাদের ভাবতে হবে, আমরা কি উচ্চশিক্ষা নেব, নাকি জীবন নিরাপদ রাখব।’

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আবদুর রহমান খান প্রথম আলোকে বলেন, আজ আবহাওয়া পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম। কাল বা আগামী রোববার অবস্থার উন্নতি হতে পারে।

জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম প্রথম আলোকে বলেন, আগামীকাল বেলা ১১টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন তাঁরা। তিনি আরও বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি। দেখা যাক কী করতে পারি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ য় অ শ পর স থ ত

এছাড়াও পড়ুন:

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।

জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।

জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।

সম্পর্কিত নিবন্ধ