Prothomalo:
2025-11-03@08:56:18 GMT

বিশ্ব দুগ্ধ দিবস আজ

Published: 1st, June 2025 GMT

দুধকে বলা হয় ‘সম্পূর্ণ খাবার’। আদর্শ খাবার বা সুষম খাবারও বলা হয়। কারণ, এতে শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে রয়েছে। বিশেষত ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ডি, বি১২, পটাশিয়ামসহ আরও অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের এক চমৎকার উৎস এটি।

শিশুর বেড়ে ওঠা থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের হাড়ের ক্ষয়রোধ পর্যন্ত, দুধের গুরুত্ব অপরিসীম। দুধের উপকারিতা কেবল হাড় মজবুত করার মধ্যেই সীমাবদ্ধ নয়, এতে থাকা প্রোটিন পেশি গঠনে সাহায্য করে এবং শরীরের টিস্যু মেরামত ও পুনর্গঠনে ভূমিকা রাখে। ভিটামিন বি১২ স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতার জন্য অপরিহার্য। আর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। খাবার হিসেবেই শুধু নয়, অর্থনৈতিক গুরুত্বের দিক থেকেও এটি তাৎপর্যপূর্ণ। দুধ বা দুগ্ধজাত পণ্য গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ হাতিয়ার।

১ জুন বিশ্ব দুগ্ধ দিবস। দুধের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুগ্ধশিল্পের প্রচার ও উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর পালিত হয় দিবসটি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২০০১ সাল থেকে এই দিবস পালনের উদ্যোগ গ্রহণ করে। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এই দিবস পালনের আগে থেকেই কিছু দেশ ১ জুন বা এর আশপাশের বিভিন্ন তারিখে দুধ দিবস পালন করত। ফলে একটি আন্তর্জাতিক দিবসের জন্য বিশ্ব দুধ দিবস হিসেবে তারিখটিকে নির্বাচন করাই ছিল সমীচীন।

দুধের পুষ্টিগুণ ও এর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি উৎপাদনকারী থেকে শুরু করে দুগ্ধশিল্পের সঙ্গে জড়িত সব ধরনের মানুষের প্রতি সম্মান জানানোর জন্য দিবসটি পালিত হয়। মানবসভ্যতায় দুগ্ধ খাতের বিশাল অবদানের প্রতি স্বীকৃতি জানানোর অনন্য এক আন্তর্জাতিক উদ্যোগ এই দিবস। 

সূত্র: ওয়ার্ল্ড মিল্কডে ডটও আরজি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ