সরকারি বস্তা বদলে চাল ভরা হচ্ছিল অন্য বস্তায়, উদ্ধার করল পুলিশ
Published: 2nd, June 2025 GMT
জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে জামালপুর থেকে আত্মসাৎ করে রাখা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) আনোয়ার সাত্তারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত সাড়ে ১১টার দিকে এক ব্যক্তি জামালপুরের ইসলামপুর থানার গাওকুড়া এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, ওই এলাকার আসাদ-ঢালী রাইস মিলে বিপুল পরিমাণ সরকারি চাল আত্মসাৎ করে রাখা হয়েছে। বিক্রয়ের জন্য সরকারি বস্তা বদলে অন্য বস্তায় ভরা হচ্ছে। তিনি চাল উদ্ধারের জন্য পুলিশকে অনুরোধ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৯৯৯–এ ফোন পেয়ে কর্তব্যরত পুলিশের সদস্য তাৎক্ষণিকভাবে জামালপুরের ইসলামপুর থানায় বিষয়টি অবহিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ অভিযান শুরু করে। পরে তাদের সঙ্গে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যুক্ত হন। তল্লাশি শেষে আসাদ–ঢালী রাইস মিল থেকে বিক্রয় ও পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা ২০৬টি চালের বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তায় ১০ হাজার ২০০ কেজি চাল ছিল। এ ঘটনায় রাইস মিলের মালিক আরিফ মাহমুদ (৫০) এবং বিক্রেতা মো.
বিজ্ঞপ্তিতে বলা হয়, খবর পেয়ে পুলিশ চালের কারখানায় গিয়ে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তা উদ্ধার করে। আত্মসাৎ করা চাল সরকারি বস্তা বদলে নুরজাহান লেখা সাদা ও লাল রঙের বস্তায় ভরা হচ্ছিল। গ্রেপ্তার আসামিরাও বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি সরকারি চাল আত্মসাতের ঘটনা বেড়েছে। এক মাসের মধ্যে ইসলামপুর থানায় তিনটি চাল আত্মসাতের মামলা হয়েছে। দুই দিন আগেও ৬০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। সর্বশেষ ৯৯৯–এ ফোন পেয়ে ২০৬ বস্তা উদ্ধার করেছি। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
এশিয়া কাপ
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টি-স্পোর্টস।
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
কোপেনহেগেন-লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
টেন ২।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
ক্লাব ব্রুজ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
সনি লিভ।
নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
টেন ২।
ম্যানচেস্টার সিটি-নাপোলি;
সরাসরি, রাত ১টা;
টেন ১।
ফ্রাংকফুর্ট-গালাতাসারেই
সরাসরি, রাত ১টা;
টেন ৫।
ঢাকা/আমিনুল