ঢালিউড সিনেমার মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন বাংলা নাটকের জনপ্রিয় নায়িকা সাবিলা নূর।  রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’ -এ অভিনয় করে টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছেন সাবিলা। এই সিনেমায় অভিনয় করতে গিয়ে দশ দিনের মতো শাকিব খানকে একেবারে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন সাবিলা। কেমন কেটেছে এই দশদিন? এই বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন সাবিলা নূর। 

সাবিলা নূর বলেন, ‘‘তাণ্ডবের শুটিং সেটে শাকিব খানের সঙ্গে আমার ১০ দিনের মতো শুটিং হয়েছে।শাকিব খানের সঙ্গে অভিনয় করতে গিয়ে শুরুতে নার্ভাসনেস ছিলাম। সিনেমার অনেক কিছুইতো অন্যরকম। আমি যেহেতু অনেক বছর ধরে নাটকে কাজ করেছি, সুতরাং আমি নাটকের কাজের প্রসেসটা জানি। সেক্ষেত্রে ভয় ছিল। সেক্ষেত্রে প্রথম দিনেই, প্রথম সিনেই মেগাস্টার শাকিব খানের সঙ্গেই সিকোয়েন্স। যে নারভাসনেসটা ছিল সেটা আসলে শাকিব খানের কারণেই দূর হযে গেছে। ’’

সেটে থাকার সময় নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন সাবিলা। শাকিব খানও নাকি তার মতোই। 

আরো পড়ুন:

শাকিব-সাবিলার লিচুর বাগানে ‘তাণ্ডব’ চলছে

শাকিবের নায়িকা ইধিকার ‘বহুরূপ’

সাবিলা নূর বলেন, ‘‘উনি (শাকিব খান) সেটে সব সময় নিজের মতো করে থাকেন। সিন কী হবে? এটা নিয়ে চিন্তা করেন।’’

সাবিলা নূর আরও বলেন, ‘‘যখন পরিচালক অ্যাকশন বলেছেন, তখন আর উনাকে শাকিব খান মনে হয়নি। তখন আমার যে ক্যারেকটার নিশাতের ক্যারেকটারের সঙ্গে আমি আসলে উনাকে স্বাধীন হিসেবে ভেবে নিয়েছিলাম। সেটে উনি যতক্ষণ থাকেন, উনি যে এতো বড় মেগাস্টার- এটা কাউকে বুঝতে দেন না। উনি গল্প নিয়ে অনেক-অনেক ভাবেন। আমার কাছে মনে হয়েছে, উনি ফিউচারে আরও ভালো করতে চান এই ব্যাপারটা উনার মধ্যে সব সময় থাকে।  আমি চাই যে এই জিনিসটা যেন আমিও করতে পারি।’ ’

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন

সম্পর্কিত নিবন্ধ