এসএসসি ২০২৬ সালের পরীক্ষার পুনর্বিন্যাসিত সিলেবাস
Published: 3rd, June 2025 GMT
প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন দশম শ্রেণিতে পড়াশোনা করছ। এসএসসি পরীক্ষায় অংশ নেবে আগামী ২০২৬ সালে। এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। নিয়মিত পড়াশোনা করলে পরীক্ষার আগে তোমরা কোনো ধরনের চাপে পড়বে না। ২০২৬ সালের সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার প্রথম শর্ত হলো সিলেবাস সংগ্রহ করা। তারপর সেই সিলেবাস অনুসারে প্রস্তুতি নেওয়া। সে জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত পুনর্বিন্যাসিত সিলেবাসটি দেওয়া হলো। নিচে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাসে বিষয়, বিষয়ের পূর্ণ নম্বর, পরীক্ষায় নির্ধারিত অধ্যায় ইত্যাদি রয়েছে, তা দেওয়া হলো।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এসএসসি পরীক্ষা ২০২৬–এর পুনর্বিন্যাসিত সিলেবাস দেওয়া হলো—
১.
বাংলা প্রথম পত্র—[বিষয় কোড: ১০১, পূর্ণ নম্বর: ১০০]
গদ্য:
১. প্রত্যুপকার—ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
২. সুভা—রবীন্দ্রনাথ ঠাকুর,
৩. বইপড়া—প্রমথ চৌধুরী,
৪. আম আঁটির ভেঁপু—বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়,
৫. মানুষ মুহাম্মদ (সা.)—মোহাম্মদ ওয়াজেদ আলী,
৬. নিমগাছ—বনফুল,
৭. শিক্ষা ও মনুষ্যত্ব—মোতাহের হোসেন চৌধুরী,
৮. প্রবাস বন্ধু—সৈয়দ মুজতবা আলী,
৯. একুশের গল্প—জহির রায়হান।
কবিতা:
১. কপোতাক্ষ নদ—মাইকেল মধুসূদন দত্ত,
২. জীবন বিনিময়—গোলাম মোস্তফা,
৩. উমর ফারুখ—কাজী নজরুল ইসলাম,
৪. সেই দিন এই মাঠ—জীবনানন্দ দাশ,
৫. বৃষ্টি—ফররুখ আহমদ,
৬. আমি কোনো আগন্তুক নই—আহসান হাবীব,
৭. তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা—শামসুর রাহমান,
৮. বোশেখ—আল মাহমুদ।
উপন্যাস:
১৯৭১—হুমায়ূন আহমেদ।
২.
বাংলা দ্বিতীয় পত্র—[বিষয় কোড: ১০২, পূর্ণ নম্বর: ১০০]
ব্যাকরণ অংশ:
পরিচ্ছেদ–৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩।
নির্মিত অংশ:
৪৪. পরিচ্ছেদ–৪৪ (অনুচ্ছেদ ও অনুবাদ),
৪৫. (সারমর্ম ও সারাংশ লিখন),
৪৬. (ভাব সম্প্রসারণ),
৪৭. (চিঠিপত্র),
৪৮. (সংবাদ প্রতিবেদন),
৪৯. (প্রবন্ধ)।
৩.
ইংরেজি প্রথম পত্র—[বিষয় কোড: ১০৭, পূর্ণ নম্বর: ১০০]
Unit-1: Lesson-1, 3.
Unit-2: Lesson-1, 2, 3, 4, 5.
Unit-3: Lesson-1, 2, 3, 4, 5.
Unit-6: Lesson-1, 2, 3, 4, 5.
Unit-10: Lesson-1, 2, 3, 4.
Unit-11: Lesson-1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11.
Unit-13: Lesson-1, 2, 3.
Unseen Passage—
1. Information transfer.
2. Summarizing.
3. Matching.
4. Re-arrange.
Writing Part—
1. Completing a story.
2. Describing graphs and charts.
3. Writing dialogue.
1. Writing letters/e-mail (Formal).
৪.
ইংরেজি দ্বিতীয় পত্র— [বিষয় কোড: ১০৮, পূর্ণ নম্বর: ১০০]
Grammar/Writing Items—
1. Adjective:
Contents: Articles, Determiners, Degree of Comparisons, Quantifiers.
2.Verbs and Tenses:
Contents: Regular and Irregular Verbs, Be Verbs, Finite Verbs, Transitive and Intransitive Verbs, Infinitive, Gerunds, Participle, Modals.
3. Adverb and Adverbials.
4. Prepositions.
5. Sentences:
Contents: Types of Sentences (Affirmative, Negative, Interrogative, Exclamatory, Simple, Complex, Compound), WH Questions, Tag Questions, Sentence Connectors, Punctuation and Capitalization.
Writing Part—
1. Writing Paragraph,
2. Writing CV with cover letter,
3. Writing short Composition,
4. Practice Class.
৫.
গণিত—[বিষয় কোড: ১০৯, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-২, ৩, ৭, ৮, ৯, ১১, ১৬, ১৭।
৬.
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি—[বিষয় কোড: ১৫৪, পূর্ণ নম্বর: ৫০]
অধ্যায়–২, ৪, ৫, ৬।
৭.
পদার্থবিজ্ঞান—[বিষয় কোড: ১৩৬, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১, ২, ৩, ৪, ৭, ৮, ১০।
৮.
রসায়ন—[বিষয় কোড: ১৩৭, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-৩, ৪, ৫, ৬, ৭, ১১।
৯.
জীববিজ্ঞান—[বিষয় কোড: ১৩৮, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১, ২, ৩, ৪, ১১, (আংশিক), ১২, ১৩।
১০.
উচ্চতর গণিত—[বিষয় কোড: ১২৬, পূর্ণ নম্বর : ১০০]
অধ্যায়-২, ৭, ৮ (আংশিক), ৯, ১০, ১১, ১২, ১৪।
১১.
বাংলাদেশের ও বিশ্বপরিচয়—[বিষয় কোড: ১৫০, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-২, ৩, ৬, ১০, ১১, ১৩।
১২.
বিজ্ঞান—[বিষয় কোড: ১২৭, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১, ২, ৩, ৭, ১০, ১১।
১৩.
অর্থনীতি—[বিষয় কোড: ১৪১, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-২, ৩, ৪, ৬, ৭, ১০।
১৪.
পৌরনীতি ও নাগরিকতা—[বিষয় কোড: ১৪০, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১, ৩, ৪, ৬, ৭, ৮।
১৫.
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা—[বিষয় কোড: ১৫৩, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-২, ৪, ৬, ৮, ৯, ১৩।
১৬.
হিসাববিজ্ঞান—[বিষয় কোড: ১৪৬, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-২, ৩, ৪, ৬, ৭, ৯, ১০ (আংশিক)।
১৭.
ব্যবসায় উদ্যোগ—[বিষয় কোড: ১৪৩, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১, ২, ৪, ৬, ৮, ৯, ১১।
১৮.
ফিন্যান্স ও ব্যাংকিং—[বিষয় কোড: ১৫২, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১, ৪, ৫, ৬, ৯, ১০, ১১।
১৯.
ভূগোল ও পরিবেশ—[বিষয় কোড: ১১০, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১, ২, ৩, ৪, ৬, ১০, ১৪।
২০.
কৃষিশিক্ষা—[বিষয় কোড: ১৩৪, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১, ২, ৪ (আংশিক), ৫ (আংশিক)।
২১.
গার্হস্থ্যবিজ্ঞান—[বিষয় কোড: ১৫১, পূর্ণ নম্বর: ১০০]
ক বিভাগ: অধ্যায়-১: পাঠ-১: ১, ২, ৩, ৪, ৫।
অধ্যায়-৫: পাঠ- ১, ২, ৩, ৪, ৫, ৬।
খ বিভাগ: অধ্যায়-৬: পাঠ-১: ১, ২, ৩, ৪, ৫।
অধ্যায়-৭: পাঠ-১, ২, ৩, ৪।
গ বিভাগ: অধ্যায়-১১: পাঠ-১: ১, ২, ৩।
অধ্যায়-১৩: পাঠ-১, ২, ৩, ৪, ৫, ৬।
ঘ বিভাগ: অধ্যায়-১৫: পাঠ-১-৩, ৪-৫।
অধ্যায়-১৬: পাঠ-১, ২-৩।
অধ্যায়-১৭: পাঠ-১-৩, ৪-৫।
২২.
ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা— [বিষয় কোড: ১১১, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১: পাঠ-২, ৬, ৭, ৮, ৯, ১৩, ১৪।
অধ্যায়-২: পাঠ-১, ৫, ৮, ৯, ১০, ১২, ১৫, ১৯, ২১, ২২, ২৩, ২৪।
অধ্যায়-৩: পাঠ-২, ৩, ৪, ৬, ৭, ৮, ১০, ১২, ১৩।
অধ্যায়-৪: পাঠ-২, ৩, ১০, ১৫, ১৮, ২২।
অধ্যায়-৫: পাঠ-১, ৪, ৫, ১০, ১১।
২৩.
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা—[বিষয় কোড: ১১২, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১: প্রথম পরিচ্ছেদ-১, ২, ৩, ৪, ৫, ৬। দ্বিতীয় পরিচ্ছেদ-১, ২, ৩, ৪।
অধ্যায়-৪: পরিচ্ছেদ-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮।
অধ্যায়-৬: পরিচ্ছেদ-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯।
অধ্যায়-৮: পরিচ্ছেদ-১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯।
অধ্যায়-৯: পরিচ্ছেদ-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯।
অধ্যায়-১০: পরিচ্ছেদ-১, ২, ৩, ৬, ৭, ৮, ৯, ১০ ।
২৪.
বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা—[বিষয় কোড: ১১৩, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-৩: পাঠ-১, ২, ৩, ৪, ৫, ৬।
অধ্যায়-৪: পাঠ-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭।
অধ্যায়-৭: পাঠ-১, ২, ৩।
অধ্যায়-৮: পাঠ-১, ২, ৩, ৪, ৫, ৬।
অধ্যায়-৯: পাঠ-১, ২, ৩, ৪।
অধ্যায়-১০: পাঠ-১, ২, ৩, ৪, ৫।
২৫.
খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা—[বিষয় কোড: ১১৪, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১, ৩, ৬, ৭, ৯, ১২, ১৫।
২৬.
চারু ও কারুকলা—[বিষয় কোড: ১৪৮, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১, ৪, ৫, ৬, ৭।
২৭.
ক্যারিয়ার শিক্ষা—[বিষয় কোড: ১৫৬, পূর্ণ নম্বর: ৫০]
অধ্যায়-৪।
২৮.
শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা—[বিষয় কোড: ১৪৭, পূর্ণ নম্বর: ৫০]
অধ্যায়-১, ৬, ৮, ৯, ১০।
২৯.
সঙ্গীত—[বিষয় কোড: ১৪৯, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১ পরিচ্ছেদ-১, ২।
অধ্যায়-২ পরিচ্ছেদ-১, ২, ৪ ।
অধ্যায়-৩, ৪।
৩০.
আরবি—[বিষয় কোড: ১২১, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১: পাঠ-১, ২, ৯, ১৯, ২২।
অধ্যায়-২: পাঠ-১, ৪।
অধ্যায়-৩: আস-সরফ: পাঠ-১, ৩, ৪, ৫, ৬। আস-নাহ: পাঠ-১, ২, ৩, ৬।
৩১.
সংস্কৃত—[বিষয় কোড: ১২৩, পূর্ণ নম্বর: ১০০]
প্রথম ভাগ—গদ্যাংশ: পাঠ-১, ২, ১০, ১৪।
দ্বিতীয় ভাগ—পদ্যাংশ: পাঠ-২, ৪, ৫।
তৃতীয় ভাগ—ব্যাকরণ: পাঠ-১, ২, ৩, ৪, ৫, ৬, ১১, ১২, ১৫।
চতুর্থ ভাগ—অনুবাদ।
৩২.
পালি—[বিষয় কোড: ১২৪, পূর্ণ নম্বর: ১০০]
অধ্যায়-১ (আংশিক), ২ (আংশিক), ৩ (আংশিক), ৪ (আংশিক), ৫ (আংশিক), ৬ (আংশিক), ৮, ৯ (আংশিক), ১০ (আংশিক), ১১, ১৫।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর চ ছ দ ১ ২০২৬ স ল পর ক ষ র প রথম
এছাড়াও পড়ুন:
সরকারি পলিটেকনিকে ভর্তি: ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি উত্তীর্ণদের সুযোগ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাক্রমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের সময়সূচি ঘোষণা করেছে। এ কার্যক্রমের আওতায় সরকারি ডিপ্লোমা ইনস্টিটিউটগুলোতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভস্টক এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষাক্রমে ভর্তিতে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তির জন্য আবেদন করতে পারবেন ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। আবেদনের এ প্রক্রিয়া শুরু হবে আগামীকাল বুধবার (৩০ জুলাই) থেকে। আবেদনপ্রক্রিয়া চলবে ১৪ আগস্ট পর্যন্ত। আবেদনকারী শিক্ষার্থীরা ২১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৪ সেপ্টেম্বরে। একই দিনে শুরু হবে প্রথম পর্যায়ের নিশ্চয়ন কার্যক্রম, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৯ সেপ্টেম্বর প্রথম পর্যায়ের মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে।
১১ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা। তালিকাভুক্ত শিক্ষার্থীদের সরাসরি ভর্তি কার্যক্রম চলবে ১৪ ও ১৫ সেপ্টেম্বরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে।
আরও পড়ুনপ্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়ছে১৫ ঘণ্টা আগেপরবর্তী সময়ে শিক্ষার্থীরা ২২ ও ২৩ সেপ্টেম্বর পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন। শূন্য আসনের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে তৃতীয় পর্যায়ের ফলাফল। তৃতীয় পর্যায়ের ভর্তি নিশ্চিত করতে হবে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে এবং ভর্তি কার্যক্রম সম্পূর্ণরূপে শেষ হবে ২৯ সেপ্টেম্বর।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা পাওয়া যাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, টেকনিক্যাল এডুকেশন অধিদপ্তর এবং বিটিইবির ওয়েবসাইটে
আরও পড়ুনঅষ্টম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা ফিরছে, আছে প্রশ্নও২৮ জুলাই ২০২৫