Risingbd:
2025-08-01@21:10:16 GMT

সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়

Published: 4th, June 2025 GMT

সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়

পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন ও আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার যাত্রীর ঢল নেমেছে।

বুধবার (৪ জুন) সন্ধ্যায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

এ সময় এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় ভোলাগামী লঞ্চযাত্রী বনি আমিন তাহিনের সঙ্গে। তিনি বলেন, ‘‘লঞ্চে যাতায়াতে সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করি। এছাড়া ভোলায় গাড়ি থেকে লঞ্চে যাতায়াত সহজ।’’

আরো পড়ুন:

জমে উঠেছে রাজধানীর পশুর হাট: ছোট ও মাঝারি গরুর বিক্রি বেশি

কোরবানির পশু সম্পর্কে যে বিষয়গুলো জানতেই হবে

নোয়াখালীর হাতিয়াগামী যাত্রী মেহেদী হাসান বলেন, ‘‘লঞ্চের কেবিনে আরাম করে যাওয়া যায়। একদম বাসা-বাড়ির মতো। আর এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে বাড়তি ভাড়ার ভোগান্তিও নেই। খুব স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছি।’’

তাসরিফ লঞ্চের টিকিট মাস্টার শফিকুল রাহমান বলেন, ‘‘আজ আশানুরূপ যাত্রী পেয়েছি। ঈদের আগের দিন পর্যন্ত যাত্রীর চাপ থাকবে আশা করছি। এবার বাড়তি কোনো ভাড়াও নেওয়া হচ্ছে না। নির্ধারিত সময়ে সব লঞ্চ ছেড়ে যাচ্ছে।’’

সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌ পুলিশ বুথে দায়িত্বরত সদস্যরা জানান, এবার নৌপথে ঈদযাত্রায় এখনো কোনো দুর্ঘটনা ঘটেনি। দেশের সব নিরাপত্তা সংস্থা যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে। এছাড়া, কেউ কোনো অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/রায়হান/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সদরঘ ট

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।

তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ