করমুক্ত আয়ের সীমা পুনর্বিবেচনা চায় এফবিসিসিআই
Published: 4th, June 2025 GMT
করমুক্ত আয়ের সীমা পুনর্বিবেচনা চায় ব্যবসায়ী–শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এ ছাড়া সংগঠনটি সরকারের বাজেট–ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংকব্যবস্থার পরিবর্তে বৈদেশিক উৎস থেকে ঋণ গ্রহণ, অপ্রয়োজনীয় ও অনুৎপাদনশীল ব্যয় হ্রাস করাসহ বিভিন্ন সুপারিশ করেছে।
আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের ওপর আজ বুধবার এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছে এফবিসিসিআই। অর্থ উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে সংগঠনটি বলেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন প্রেক্ষাপটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও খাদ্যনিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নে জোর প্রচেষ্টা চালিয়েছে।
গত সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন। এ বাজেট আকারে চলতি ২০২৪–২৫ অর্থবছরের বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। নতুন বাজেট বাস্তবায়নে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহি ও তদারকির মান ক্রমাগতভাবে উন্নয়নের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা ও পরিকল্পনা করা জরুরি বলে মনে করে এফবিসিসিআই।
অর্থ উপদেষ্টা প্রস্তাবিত বাজেটে আগামী ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকায় নির্ধারণ করেছেন। বাজেটের আগে এফবিসিসিআই করমুক্ত আয়ের সীমা সাড়ে চার লাখ টাকা করার প্রস্তাব দিয়েছিল। বাজেট–পরবর্তী প্রতিক্রিয়ায় এফবিসিসিআই করমুক্ত আয়ের সীমা পুনর্বিবেচনা চেয়েছে। সংগঠনটি বলেছে, নতুন করদাতাদের ন্যূনতম কর এক হাজার টাকা নির্ধারণ করায় তাঁরা উৎসাহিত হবেন।
প্রস্তাবিত বাজেটে ঘাটতির লক্ষ্য ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশ। এ ঘাটতি মেটাতে সরকারকে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা নিতে হবে। এফবিসিসিআই বলেছে, ব্যাংক থেকে অধিক মাত্রায় সরকারের ঋণ গ্রহণ বেসরকারি খাতের ঋণপ্রবাহে বাধা সৃষ্টি করবে। তাতে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে। তাই বাজেট–ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংকব্যবস্থার পরিবর্তে যথাসম্ভব সুলভ সুদে ও সতর্কতার সঙ্গে বৈদেশিক উৎস থেকে অর্থায়ন নেওয়ার দিকে নজর দেওয়া যেতে পারে।
ই-কমার্স খাতে ভ্যাট বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে এফবিসিসিআই। সংগঠনটি বলেছে, অনলাইনে পণ্য বিক্রির কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করায় ক্ষুদ্র উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন।
প্রস্তাবিত বাজেটে ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি, ২৫ হাজার উদ্যোক্তাকে দক্ষতামূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করাসহ নারী উদ্যোক্তা ও প্রান্তিক পর্যায়ে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের ১০ হাজার উদ্যোক্তার মধ্যে ১ হাজার কোটি টাকা ঋণ বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই। সংগঠনটি বলছে, নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিবেশ উন্নত করার লক্ষ্যে ১২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে তরুণ-যুবাদের অর্থনৈতিক উন্নয়নে গভীরভাবে সম্পৃক্ত করতে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা ইতিবাচক উদ্যোগ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ত ব স গঠনট র জন য সরক র ব যবস
এছাড়াও পড়ুন:
‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে কার্যকর পদক্ষেপসহ ৫ সুপারিশ
‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ দ্রুত জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ৫ দফা সুপারিশ করেছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদানের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন।
আরো পড়ুন:
ফেব্রুয়ারিতেই মহোৎসবে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা
বেড়ায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা
অ্যাসোসিয়েশনের সুপারিশগুলো হলো
১. নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী দ্রুততম সময়ে ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচন পরিচালনা।
২. প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন, নতুন পদসৃজন, আপগ্রেডেশন এবং প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিশ্চিতকরণ।
৩. জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর।
৪. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সব কর্মকর্তাদের অংশগ্রহণে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ আয়োজন।
৫. নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ আয়োজনে প্রস্তুতিমূলক বিভিন্ন কমিটি গঠন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এসব সুপারিশ বাস্তবায়ন হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে।
ঢাকা/আসাদ/সাইফ