ঈদের মতো বড় উৎসবে দেশের কয়েকটি টিভি চ্যানেল তার দর্শকদের বাড়তি আনন্দ দিতে ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করে থাকে। ঈদের এই আয়োজনগুলো হয়ে থাকে আনন্দে ঠাসা। আনন্দ উদযাপনের মাধ্যমে অনুষ্ঠানগুলো নানা অসংগতিও তুলে ধরে থাকে। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না। ঈদের বিশেষ সেই ম্যাগাজিন অনুষ্ঠান নিয়ে এই আয়োজন। 

চমক নিয়ে বিটিভিতে আনন্দমেলা

এবারের বিটিভির ‘আনন্দমেলা’য় থাকছে চমৎকার পর্ব। যেখানে ঢালিউড সুপারস্টার শাকিব খানসহ অন্যান্য তারকার মেলা বসবে। সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদের প্রযোজনায় এবারের ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তিশা। তাঁর সঙ্গে থাকছেন অভিনেতা ইন্তেখাব দিনার। এ আয়োজনে শাকিব খান ছাড়াও থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট অনবদ্য তিনটি চরিত্র ‘নুরজাহান’, ‘লায়লী’ ও ‘চাঁদসুলতানা’কে নিয়ে জনপ্রিয় তিন তারকার তিন নৃত্য পরিবেশনা। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ গানটি। সেই সঙ্গে থাকছে ব্যান্ড দল ওয়ারফেজের পরিবেশনা। এ ছাড়া থাকছে সিনেমার গান ও ফোক গানের সঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী ও দীঘির কোলাজ নৃত্য। 

পাঁচফোড়নে জমজমাট পরিবেশনা

ঈদের বিশেষ পাঁচফোড়ন নির্মাণ করেছে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায় ঈদের পর দিন রাত ৮টা ৫০ মিনিটে। ঈদ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ের সঙ্গে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন আলাপন নিয়ে ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় সাজানো হয়েছে ঈদের আয়োজন। তাদের বিভিন্ন আলাপনের ফাঁকে ফাঁকে আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব রিপোর্টিং। এবারের পাঁচফোড়নে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তারকা অভিনেতা ইরফান সাজ্জাদ ও সারিকা সাবরিন এবং তাদের গৃহ সহকারীর ভূমিকায় ছিলেন অভিনেত্রী শিউলী শিলা। এবারের পাঁচফোড়নে গান থাকছে ৩টি। দুটি মিষ্টি প্রেমের গান এবং একটি ফোক গান। একটি গান গেয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সাব্বির জামান ও সিঁথি সাহা। আরেকটি গেয়েছেন কণ্ঠশিল্পী কিশোর দাস ও লিজা। অসংখ্য জনপ্রিয় লোকগানের গায়ক কিরণ চন্দ্র রায় গেয়েছেন একটি ফোক গান। 

জিন্দা পার্কে কৃষকের ঈদ আনন্দ

এবারও বরেণ্য টিভি ব্যক্তিত্ব শাইখ সিরাজ নির্মাণ করেছেন ‘কৃষকের ঈদ আনন্দ’। তাঁর এই আয়োজনের পুরোটায় রয়েছে মাটির গন্ধ আর নানা পদের খেলা। তবে এবার জায়গাটা ছিল একটু আলাদা, একটু বেশি প্রাণবন্ত জিন্দা পার্ক। আয়োজনে খেলাগুলোর মধ্যে থাকছে বৃক্ষমানবের দৌড়, তুলার খাঁচায় চাবি খোঁজা, শিশুদের প্রতিযোগিতামূলক বল খোঁজা, লুঙ্গিবাইচ, লেকের পাড়ে বউ সাজানো, তৈলাক্ত কলাগাছ ঝুলে লেক পার হওয়া। খেলা শুরু হয় ‘বৃক্ষমানবের দৌড়’ দিয়ে। অনুষ্ঠানটি ঈদের পরদিন বেলা ৪টা ৩০ মিনিটে প্রচার হবে চ্যানেল আইতে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঈদ ম ক ত অন ষ ঠ ন আনন দ

এছাড়াও পড়ুন:

জায়েদ ভাই মেয়েদের ফেভারিট: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামার, মেধা আর মজার মিশ্রণ। দুই বাংলায় সমানতালে কাজের পাশাপাশি গানেও বাজিমাত করেছেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিন্ন কারণে। চিত্রনায়ক জায়েদ খানের টক শোতে অতিথি হয়েছেন এই অভিনেত্রী। 

সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন ফারিয়া। গালা নাইটে নিজের ঝলমলে পারফরম্যান্সে মাতিয়ে তোলেন সবাইকে। সেই সফরের মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের গোপন তথ্য ফাঁস করেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

গ্রেপ্তারের পর প্রথম মুখ খুললেন নুসরাত ফারিয়া

বিয়ে ভাঙার পর হতাশা কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া

ফারিয়া বলেন, “জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন! এত ওয়ার্কআউট করছেন যে, এখন বাংলাদেশের অর্ধেক মেয়েরই ফেভারিট উনি!” 

জায়েদ খানের প্রশংসা করে ফারিয়া বলেন, “আগে তো ছিলেনই, এখন অনেক ফিট হয়ে গেছেন। ওনার সাথে কাজ করা মানে সারাক্ষণ হাসিখুশি থাকা। কারো মন খারাপ থাকলেও উনার সাথে কথা বললেই ভালো হয়ে যায়।” 

কানাডা সফরের আরেক টুকরো গল্পও জানান ফারিয়া। তার ভাষায়, “একদিন উনি বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।’ আমি ভাবলাম মজা করছেন, কিন্তু উনি সত্যিই শুট শুরু করলেন। ওই ফান পার্টগুলো কিন্তু আপনাদের দেখানো হয়নি, এডিটেই কেটে দিয়েছে!”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ