এবারের আইপিএলে শুধু খেলোয়াড়দের বেতন বাবদই ১০০ কোটি রুপির বেশি খরচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতকাল রাতে দলটি ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রাইজমানি হিসেবে পেয়েছে ২০ কোটি রুপি। খেলোয়াড়দের বেতনে প্রায় একই খরচ করা পাঞ্জাব কিংস রানার্সআপ হিসেবে পেয়েছে ১৩ কোটি রুপি।

আর ফাইনালে কে জিতবে—এই বাজি ধরেই ১১ কোটি রুপির বেশি পেয়ে গেছেন ড্রেক। কানাডার এই র‍্যাপার ও সংগীতশিল্পী আইপিএল ফাইনালে বেঙ্গালুরুর পক্ষে বাজি ধরেছিলেন।

বিভিন্ন আলোচিত ঘটনায় ড্রেকের বাজি ধরা নতুন কিছু নয়। মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনাল শুরুর কয়েক ঘণ্টা আগে ড্রেক ইনস্টাগ্রাম পোস্টে জানান, কারা চ্যাম্পিয়ন হবে, তা নিয়ে বাজি ধরেছেন তিনি।

বেঙ্গালুরুর দলীয় স্লোগান ‘এ সালা কাপ নামদে (এই বছর কাপ আমাদের) শিরোনামের পোস্টে দেখা যায়, ক্রিপ্টো-বেটিং প্ল্যাটফর্ম স্টেক-এ বেঙ্গালুরুর পক্ষে সাড়ে সাত লাখ মার্কিন ডলার বাজি ধরেছেন ড্রেক, যা ভারতীয় মুদ্রায় ৬ কোটি ৪১ রুপির মতো। বাজিতে বেঙ্গালুরুর পক্ষে অড ছিল ১.

৭৫।

ফাইনালে বেঙ্গালুরু ৬ রানে জিতে চ্যাম্পিয়ন হওয়ায় ড্রেক বাজিতে জিতেছেন ১৩ লাখ মার্কিন ডলার বা ১১ কোটি রুপির বেশি।

আইপিএলের ট্রফি নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে উল্লাস বেঙ্গালুরুর খেলোয়াড়দের।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ইন ল

এছাড়াও পড়ুন:

৬০ হাজার ৮০২ টন গম নিয়ে দেশে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ 

যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে এমভি স্পার এরিস নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

সোমবার (২ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের সরকারে মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে জি টু জি ভিত্তিতে এ আমদানি প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) চুক্তিটি সই করে। এর আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ২৫ অক্টোবর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম বাংলাদেশে পৌঁছায়। 

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ