রাত পোহালেই ঈদ। আর এই ঈদে দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দিতে পৃক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছয়টি সিনেমা। ঈদের সিনেমাগুলো ৫টিতেই থাকছে গীতিকার রবিউল ইসলাম জীবনের লেখা গান।  সমান সংখ্যক গান আছে নাটকেও। 

ঈদের ছবিগুলোর মধ্যে রায়হান রাফীর 'তাণ্ডব'-এ লিখেছেন 'খবর দে'; নিজের সুর-সংগীতে এটি গেয়েছেন আরাফাত মহসীন নিধি। সঞ্জয় সমদ্দারের 'ইনসাফ'-এর টাইটেল গানটি লিখেছেন জীবন; নাভেদ পারভেজের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন 'বাংলাদেশি আইডল' আরিফ রহমান জয়। আলোক হাসানের 'টগর'-এ রয়েছে 'ও সুন্দরী'। সুর-সংগীতে ইমরান, গেয়েছেন ইমরান ও আতিয়া আনিসা। সানী সানোয়ারের 'এশা মার্ডার' ছবিতেও আছে জীবনের গান। 'তোমাকে চাই' শিরোনামের গানটি গেয়েছেন ইমরান ও কোনাল; সুর-সংগীতে ইমরান। এছাড়া মিঠু খানের 'নীলচক্র'তে লিখেছেন 'ধোকা'। এটি নিজের সুর-সংগীতে গেয়েছেন বালাম। 

ঈদের ৫টি নাটকেও রয়েছে জীবনের লেখা গান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ক্ষতিপূরণ’ (আরফিন রুমির সুরে স্বর্ণা), রাফাত মজুমদার রিংকুর ‘বাতাসে প্রেমের ঘ্রাণ’ (মার্সেলের সুরে সজীব দাশ ও আতিয়া আনিসা) ও ‘এ সিক্রেট অব শিউলি’ (শোভন রায়ের সুরে মাশা ইসলাম), সেতু আরিফের ‘অভিমান’ (রবিন ইসলামের সুরে কবিতা) এবং হাসিব হোসেন রাখির ‘মন মঞ্জিলে’ (জাহিদ নিরবের সুরে মাশা ইসলাম) নাটকে এসেছে তার লেখা গান। এছাড়া এবারের ঈদে আরও একটি বিশেষ আয়োজনে লিখেছেন তিনি, তা হলো 'পাঁচফোড়ন'। যাতে কণ্ঠ দিয়েছেন কিশোর লিজা। জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেতের এই ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হয় এটিএন বাংলায়।

এমন জমজমাট ঈদ নিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘গান তো সব সময়ই লিখি। তবে ঈদের মতো উৎসবে যখন গান আসে, তখন অনেক বেশি আনন্দ অনুভব করি। কারণ মানুষের আনন্দের পালে আমার গানগুলোও কিছুটা হাওয়া দেয়। একজন সৃষ্টিশীল মানুষের কাছে এটাই বড় পাওয়া। চেষ্টা করেছি প্রতিটি ছবি ও গানের গল্প অনুযায়ী রুচিশীল গান লিখতে। আশা করি, প্রত্যেকটি গানই শ্রোতাদের ভিন্ন অনুভব দেবে, ভালো লাগবে।'

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঈদ র স ন ম জ বন র ইসল ম ইমর ন

এছাড়াও পড়ুন:

বিএনপির আস্থায় দুই বেয়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।

গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ