রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণা করা তিন দিনের যুদ্ধবিরতির আগে দেশটিতে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। হামলার লক্ষ্যবস্তুর আওতায় ছিল রাজধানী মস্কোও। আজ মঙ্গলবার এসব হামলা চালানো হয়। এর জেরে দেশটির অনেক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্থগিত করা হয়।

পুতিনের ঘোষণা করা যুদ্ধবিরতি চলবে আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসিদের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নসহ মিত্রপক্ষের জয়ের ৮০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে ওই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এর মধ্যে শুক্রবার (৯ মে) মস্কোর রেড স্কয়ারে রুশ সামরিক বাহিনীর বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হবে।

শুক্রবারের ওই কুচকাওয়াজে প্রায় ২০ দেশের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংও। আগামীকাল বুধবার তাঁর রাশিয়া পৌঁছানোর কথা। এর আগেই রাশিয়াজুড়ে ইউক্রেনের শতাধিক ড্রোন হামলার খবর জানালো মস্কো। কিয়েভও জানিয়েছে, তাদের ওপর ১৩৬টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী।

ইউক্রেনের হামলার পর আজ মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, মস্কো ঘিরে ১৯টি ড্রোন ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলো। ওই ড্রোনের ধ্বংসাবশেষ প্রধান একটি সড়কে গিয়ে পড়ে। তবে কেউ হতাহত হননি। এ ছাড়া রুশ গণমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি সুপারমার্কেটের জানালার কাচ ভাঙা দেখা গেছে। এ ছাড়া আবাসিক একটি ভবনের একাংশ পুড়ে কালো হয়ে যেতেও দেখা যায়।

রাশিয়ার কেন্দ্রীয় বিমান চলাচল সংস্থার বরাতে দেশটির বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, হামলার পর এক ডজনের বেশি বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্থগিত করা হয়। এর মধ্যে মস্কোর চারটি বিমানবন্দর রয়েছে। তবে শহরের প্রধান শেরেমেতিয়েভো বিমানবন্দরে তেমন প্রভাব পড়েনি। হামলায় সেবা বিঘ্নিত হয় ভোলগোগ্রাদ ও নিঝনি নোভোগ্রোদ শহরের বিমানবন্দরেও।

এদিকে রাশিয়ার ভোরোনেঝ ও পেনজার গভর্নরেরা জানিয়েছেন, আজ এই দুই অঞ্চলে যথাক্রমে ১৮ ও ১০টি ইউক্রেনের ড্রোন ধ্বংস করা হয়েছে। এতে কেউ হতাহত হননি। এ ছাড়া কুরস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্দার খিনশতেইন জানিয়েছেন, সেখানে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা হয়েছে। এতে দুই কিশোর আহত হয়েছে।

ইউক্রেনের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আজ দেশটিতে রাশিয়ার হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এর মধ্যে ওদেসা অঞ্চলে একজন এবং ক্রামাতোরস্ক শহরে একজন নিহত হন। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ৯ মে কুচকাওয়াজ ঘিরে একটি আনন্দদায়ক আবহ তৈরি করার জন্য যুদ্ধবিরতি নিয়ে খেলছেন পুতিন।

আরও পড়ুনইউক্রেনে প্রতি বর্গকিলোমিটার দখল করার দাম দাঁড়াচ্ছে ২৭ রুশ সেনার প্রাণ০৬ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র

এছাড়াও পড়ুন:

আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশাল এক পোস্ট দিয়েছেন তিনি।

জেডি ভ্যান্স বলেন, তাঁর যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে, সেটি মূল বক্তব্য থেকে কেটে নেওয়া একটি অংশ। কোন প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন, সেটা দেখানো হয়নি।

গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তরুণদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে এক তরুণীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ভ্যান্স তাঁর স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।

স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।

স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।

জবাব দিতে এক্স পোস্টে ভ্যান্স বলেন, একটি পাবলিক ইভেন্টে তাঁকে তাঁর আন্তধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্ন এড়িয়ে যেত চাননি, উত্তর দিয়েছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রথমেই বলি, প্রশ্নটি আসে আমার বাঁ পাশে থাকা একজনের কাছ থেকে, আমার আন্তধর্মীয় বিয়ে নিয়ে। আমি একজন পাবলিক ফিগার, লোকজন আমার ব্যাপারে জানতে আগ্রহী এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাচ্ছিলাম না।’

এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাবি থেকে ড. জাকির নায়েককে ডক্টরেট দেওয়ার দাবি শিক্ষার্থীদের
  • বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার
  • ‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
  • যদি ঠিক পথে থাকো, সময় তোমার পক্ষে কাজ করবে: এফ আর খান
  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ মামলার আসামি নিহত, গুলিবিদ্ধ ৩
  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স