পাকিস্তান সেনাবাহিনীর বিপুল ক্ষমতার রহস্য কী
Published: 8th, June 2025 GMT
কয়েক সপ্তাহ আগেও পাকিস্তান ও ভারত সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। ভারতের অতিডানপন্থী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তানশাসিত কাশ্মীরে, এমনকি পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরেও বিমান হামলা চালিয়েছিল।
ভারত এ আক্রমণের নাম দিয়েছিল ‘অপারেশন সিঁদুর’। ভারত সরকারের ভাষ্য অনুযায়ী, কাশ্মীরের পেহেলগামে ভারতীয় পর্যটকদের হত্যার জবাবে এ অভিযান চালানো হয়েছে। ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি। নিরপেক্ষ তদন্তের আহ্বানও তারা প্রত্যাখ্যান করেছে। ভারতের এ আক্রমণে পাকিস্তানে কয়েক ডজন মানুষ নিহত হন, যার মধ্যে একটি শিশুও ছিল।
পরের দিনই পাকিস্তান পাল্টা হামলা চালায়। এরপরের কয়েক দিনে দুই পারমাণবিক শক্তিধর দেশ নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি করে এবং একে অপরের আকাশসীমায় ড্রোন হামলা করে। এতে উভয় পক্ষেই বেসামরিক মানুষ নিহত হন, যাঁদের বেশির ভাগই কাশ্মীর অঞ্চলের বাসিন্দা। ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। শুরুতে দুই পক্ষের দিক থেকেই পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে এখন পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর রয়েছে।
পাকিস্তানের বিমানবাহিনী দাবি করে, তারা ভারতের কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে ফ্রান্সে নির্মিত একটি রাফাল যুদ্ধবিমানও ছিল। এটি ভারতীয় বিমানবাহিনীর অন্যতম মূল্যবান সম্পদ। ফ্রান্সের এক গোয়েন্দা কর্মকর্তা পাকিস্তানের এ দাবির সত্যতা নিশ্চিত করেন। তুলনামূলকভাবে ছোট একটি বিমানবাহিনীর হাতে আধুনিক পশ্চিমা যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার প্রতীকী তাৎপর্য অনেক। বিষয়টি সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের নজর এড়ায়নি।
আরও পড়ুনপাকিস্তানে হামলা করে ভারতের সবচেয়ে বড় যে ক্ষতিটা হলো২৯ মে ২০২৫খুব স্বাভাবিকভাবেই পাকিস্তানিদের মনোভাব ছিল বিজয়ের আমেজে ভরা। টেলিভিশন চ্যানেলগুলো বারবার বিমানবাহিনীর বিজয়ের ফুটেজ প্রচার করে, উপস্থাপকেরা সেনাবাহিনীর ‘সাহসিকতা ও দৃঢ়তা’র প্রশংসায় পঞ্চমুখ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে প্রশংসা করে হ্যাশট্যাগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ফলে সরকার টুইটারের (বর্তমানে এক্স) ওপর থেকে কয়েক মাস ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ায় টুইটারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার।
ভারতের সঙ্গে শত্রুতা দিয়ে সংজ্ঞায়িত হওয়ার দীর্ঘ ইতিহাস আছে, এমন একটা দেশের সামনে হঠাৎ করে আসা উত্তেজনা জাতীয় ঐক্যের বিরল সুযোগ এনে দেয়। সেনাবাহিনীর ভাবমূর্তিও নাটকীয়ভাবে পুনরুদ্ধার হয়। এমনকি পাকিস্তানের বামপন্থীদের একটি অংশের মধ্যে দেশপ্রেমমূলক জাতীয়তাবাদের জাগরণ দেখা যায়।
ভিন্ন মতাবলম্বীদের ওপর ব্যাপকভাবে দমন–পীড়ন, অর্থনৈতিক অস্থিরতা এবং ক্রমশও স্পষ্ট হতে থাকা কর্তৃত্ববাদী প্রবণতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সেনাবাহিনীর জনপ্রিয়তা তলানিতে ঠেকেছিল। গত কয়েক সপ্তাহে সেই প্রতিষ্ঠানের সামনে জনসংযোগের অলৌকিক এক সুযোগ এসে গেল।
কিন্তু এই ভাবমূর্তি কেবল বাইরের ছবি। এটা যে বাস্তবতাকে আড়াল করছে, সেটা হলো, পাকিস্তানের সামরিক অভিজাতেরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করল। এখন তারা আরও সহিংসভাবে জাতিগত ও রাজনৈতিক ভিন্নমতকে দমন করবে। তাদের অর্থনৈতিক সাম্রাজ্যকে আরও বিস্তৃত করবে। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সামরিক বাহিনী দায়মুক্তি নিয়ে কাজ করছে।
পাকিস্তানের সেনাবাহিনী এখন দেশজুড়ে জেগে ওঠা জাতীয়তাবাদী জ্বরকে কাজে লাগিয়ে নিজেদের ভেঙে পড়া ভাবমূর্তি পুনর্গঠন করছে। বেসামরিক শাসনব্যবস্থায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করছে।
ডিফেন্স হাউজিং অথরিটি এখন পাকিস্তানের প্রায় প্রতিটি বড় শহরের অভিজাত এলাকার জমির মালিক। ফৌজি ফাউন্ডেশন সার থেকে শুরু করে খাদ্যশস্য—সব ধরনের ব্যবসার সঙ্গে জড়িত। এই প্রতিষ্ঠানগুলো করের আওতামুক্ত। তাঁদের হিসাব-নিকাশে কোনো নিরীক্ষা (অডিট) হয় না। বেসামরিক প্রতিষ্ঠানের কোনো তদারকিও নেই। অবসরপ্রাপ্ত জেনারেলরা এসব প্রতিষ্ঠানের বোর্ডে বসেন। আশপাশের এলাকায় তাদের জমিদারি প্রতিষ্ঠিত হয়েছে।ক্রিকেট যখন জাতীয়তাবাদের আফিমভারত-পাকিস্তান সংঘাতের কারণে কয়েক দিন বন্ধ থাকার পর ১৭ মে আবার চালু হয় পাকিস্তান সুপার লীগ (পিএসএল)। এটা পাকিস্তানের প্রধান ক্রিকেট টুর্নামেন্ট ও জাতীয় সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। কিন্তু সেখানে ক্রিকেট আর কেন্দ্রীয় বিষয় থাকেনি। ইনিংস বিরতির ফাঁকে দর্শকদের ৩০ মিনিটের একটা অদ্ভুতুড়ে কনসার্টের মধ্যে বেঁধে ফেলা হলো। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রতি জমকালো এক শ্রদ্ধা প্রদর্শন।
স্পিকারে উচ্চ স্বরে সামরিক সংগীত বাজছিল। রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামের আকাশে আতশবাজির আলো বিচ্ছুরিত হচ্ছিল। স্টেডিয়াম থেকে সেনাবাহিনীর সদর দপ্তর মাত্র পাথর ছোড়া দূরত্বে। সবুজ পোশাকে আবৃত পারফরমাররা বিশাল আকারের জাতীয় পতাকা ওড়াচ্ছিলেন।
যেকোনো বিবেচনায় এটা ছিল অস্বাভাবিক ঘটনা। কিন্তু এটা ছিল কার্যকর পদক্ষেপ। শ্রমিকশ্রেণির ক্রিকেটপ্রেমীদের তাঁদের বাস্তব জীবনের সংগ্রাম ও বস্তুগত স্বার্থের বিপরীতে জাতীয়তাবাদের মধ্যে বুঁদ করে ফেলা যায়।
আরও পড়ুনশক্তি দেখাতে গিয়ে ভারতের দুর্বলতা বেরিয়ে এল কি?১৩ মে ২০২৫পরের রাতে আরেকটি শ্রদ্ধাঞ্জলি পর্ব খেলার মাঝপথে বিঘ্ন তৈরি করে। ফলে সেদিন খেলা শেষ হতে মাঝরাত পেরিয়ে যায়। এই প্রতীকায়ন নির্ভুল। ক্রিকেট প্রায়ই পাকিস্তানের জাতীয় ঐক্যের বড় এক প্রতীক। সেই ক্রিকেটকে পাকিস্তান সেনাবাহিনীর প্রোপাগান্ডা যন্ত্র বানানো হয়। এই সবকিছু এমন এক সময় ঘটে চলেছে, যখন পাকিস্তানের সবচেয়ে সফল ক্রিকেটারদের একজন ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিঃসঙ্গ কারাগারে বন্দী করে রাখা হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে তাঁর বিরোধের শাস্তি হিসেবেই কারাগারে তাঁকে থাকতে হচ্ছে।
এ ঘটনা আমাদের ৯/১১-এর পরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) কথা মনে করিয়ে দেয়। স্টেডিয়ামের আকাশজুড়ে যখন যুদ্ধবিমান উড়ে যেত, তখন খেলোয়াড়েরা সেনাদের উদ্দেশে স্যালুট জানাতেন। পিএসএলের এই কনসার্টগুলোও স্বতঃস্ফূর্ত দেশপ্রেমের বহিঃপ্রকাশ নয়। এগুলো ছিল সুচিন্তিত ও পরিকল্পিত এক প্রদর্শনী, যার উদ্দেশ্য হলো খেলাকে জাতীয় নিরাপত্তার সঙ্গে একাকার করে তোলা।
এখানে বার্তাটি স্পষ্ট। সেনাবাহিনীই তোমাদের ত্রাণকর্তা। পাকিস্তানের একটি জনপ্রিয় প্রবাদ হলো, ‘তুমি রাতে ঘুমোতে পারো। কারণ হলো একজন সৈনিক তখন জেগে থাকে।’ সেনাবাহিনী ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তারাই তোমাদের খেলার মাঠ রক্ষা করেছে। সুতরাং গুম হওয়া মানুষদের নিয়ে, রাজনৈতিক বন্দীদের নিয়ে, চুরি হয়ে যাওয়া নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা বন্ধ করো।
দায়মুক্তির ইতিহাসপাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর সশস্ত্র বাহিনীর কর্তৃত্ব আকস্মিক কিংবা সাম্প্রতিক কোনো ঘটনা নয়। কয়েক দশক ধরে চলে আসা অভ্যুত্থান, জবরদস্তি ও সাংবিধানিক কারসাজির মাধ্যমে সশস্ত্র বাহিনী নিজেদের এই আধিপত্য প্রতিষ্ঠা করেছে। বেসামরিক শাসনব্যবস্থায় সেনাবাহিনীর ভূমিকা বুঝতে হলে একজনকে ১৯৪৭ সালের দেশভাগ ও পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার সময়টিতে ফিরে যেতে হবে।
স্বাধীনতার সময়ে পাকিস্তান অসামঞ্জস্যপূর্ণভাবে ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীর বড় একটা অংশ নিজেদের ভাগে পেয়েছিল। জনসংখ্যা মাত্র ১৭ শতাংশ হলেও সামরিক বাহিনীর সম্পদের ৩৬ শতাংশ ভাগে পায় নতুন রাষ্ট্র পাকিস্তান। পাকিস্তানে বেসামরিক প্রতিষ্ঠানগুলো ছিল খুবই দুর্বল। আবার দেশ বিভাগের খুব তাড়াতাড়ি কাম্মীর নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধও হয়। নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে খুব দ্রুত সেনাবাহিনী সবচেয়ে সংগঠিত ও প্রভাবশালী প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হলো।
বেসামরিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হওয়ায় এবং কাশ্মীর ইস্যুতে দ্রুত সংঘাত শুরু হওয়ায় নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে সবচেয়ে সংগঠিত ও প্রভাবশালী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে সেনাবাহিনী। শুরুর এই প্রভাববিস্তারী ভূমিকা রাজনীতি, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে সেনাবাহিনীর প্রভাব তৈরির ভিত্তি গড়ে দেয়। ধীরে ধীরে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক শক্তি হয়ে ওঠে সেনাবাহিনী।
বর্তমানে ইমরান খান কারাবন্দী। তাঁর মুক্তির ব্যাপারটি সেনাবাহিনীর সঙ্গে ভবিষ্যতের কোনো সমঝোতার ওপরই নির্ভর করছে।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন ত সবচ য় সরক র র ওপর
এছাড়াও পড়ুন:
সিলেট নগরে প্যাডেলচালিত রিকশা ভাড়া ন্যূনতম ২০, সর্বোচ্চ ১০০ টাকা
সিলেট নগরে প্যাডেলচালিত রিকশার ভাড়া পুনর্নির্ধারণ করে খসড়া তালিকা প্রকাশ করেছে মহানগর পুলিশ। তালিকা অনুযায়ী ন্যূনতম ভাড়া ২০ টাকা ও সর্বোচ্চ ১০০ টাকা ধরা হয়েছে। প্রস্তাবিত নতুন ভাড়া ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে।
আজ সোমবার সকালে মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট শহরের বিভিন্ন পয়েন্ট থেকে যাতায়াতের জন্য নতুন করে প্রস্তাবিত রিকশা ভাড়ার হার নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভাড়ার তালিকা প্রণয়নের সময় নগরের রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, চাকরিজীবী, ছাত্র-ছাত্রী, প্যাডেল রিকশা সমিতি, সাধারণ জনগণের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে।
এর আগে ২০১৫ সালে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ প্যাডেলচালিত রিকশা ভাড়ার তালিকা নির্ধারণ করেছিল। তবে ওই ভাড়া তালিকা শুরু থেকে মেনে নেননি রিকশাচালকেরা। এর ১০ বছর পর পুলিশের পক্ষ থেকে রিকশা ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
পুনর্নির্ধারিত প্রস্তাবিত ভাড়া তালিকায় দেখা গেছে জিন্দাবাজার মোড় (পয়েন্ট) থেকে লামাবাজার, মিরাবাজার, আম্বরখানা, ভাতালিয়া পর্যন্ত ৩০ টাকা। সুবিদবাজার, পাঠানটুলা, ঈদগাহ, শেখঘাট পর্যন্ত ৪০ টাকা। শিবগঞ্জ, ওসমানী মেডিকেল পর্যন্ত ৫০ টাকা। বালুচর, টিলাগড়, বাগবাড়ি, চৌকিদেখি, পাঠানটুলা, মদিনা মার্কেট পর্যন্ত ৬০ টাকা।
কোর্ট পয়েন্ট থেকে টিলাগড় পর্যন্ত ৬০ টাকা। শিবগঞ্জ, নতুন ব্রিজ ৪০ টাকা। মিরাবাজার ও যতরপুর ৩০ টাকা। উপশহর (এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে ব্লক) ৫০ টাকা। নতুন ব্রিজ হয়ে দক্ষিণ সুরমা বাস টার্মিনাল ৭০ টাকা। রেলওয়ে স্টেশন, গোপশহর মকন দোকান, গোয়াবাড়ি, আখালিয়া বিজিবি ক্যাম্প গেট, ভাঙ্গাটিকর, টুলটিকর, মিরাপাড়া পর্যন্ত ৮০ টাকা। ঝেরঝেরিপাড়া, শিবগঞ্জ সোনাপাড়া, ইলেকট্রিক সাপ্লাই, উত্তর কাজীটুলা, গোয়াইটুলা, আম্বরখানা, মাহিমপুর, দর্শন দেউরী, সুবিদবাজার, ভাতালিয়া, ওসমানী মেডিকেল, কুমারপাড়া (ঝরনারপাড়) ৫০ টাকা। দর্জিবন্দ, শাহী ঈদগাহ, লেচুবাগান, হাউজিং এস্টেট, লন্ডনী রোড ও পাঠানটুলা, বাগবাড়ি, বর্ণমালা পয়েন্ট, এতিম স্কুল, নবাব রোড (শেখঘাট পিচের মুখ, কলাপাড়া ডহর), ঘাসিটুলা বেতেরবাজার, আম্বরখানা, কলবাখানী, মেন্দিবাগ, সাদাটিকর ৫০ টাকা। জল্লারপাড়, তোপখানা ২০ টাকা।
এ ছাড়া কোর্ট পয়েন্ট থেকে নতুন ব্রিজ হয়ে কদমতলী, লাউয়াই, বিসিক শিল্পনগরী, বরইকান্দি, চৌকিদেখি, লাক্কাতুরা, শাপলাবাগ ৭০ টাকা। কাজীটুলা, রাজারগলি, শাহজালাল দরগাহ গেট, মিরের ময়দান, শেখঘাট, রিকাবীবাজার, দাড়িয়াপাড়া, মির্জাজাঙ্গাল, পশ্চিম কাজিরবাজার, ছড়ারপার, কুমারপাড়া পয়েন্ট, মিরাবাজার আগপাড়া, সোবহানীঘাট, চালিবন্দর ৩০ টাকা। শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গেট ৯০ টাকা। কুমারগাঁও বাস টার্মিনাল ১০০ টাকা। খোজারখোলা, সরকারি কলেজ ছাত্রাবাস, বালুচর, বাদাম বাগিচা, মদিনা মার্কেট, কানিশাইল খেয়াঘাট, পীর মহল্লা কুশিঘাট ৬০ টাকা।
আম্বরখানা পয়েন্ট থেকে সুবিদবাজার, শাহী ঈদগাহ, কাজীটুলা ২০ টাকা। মদিনা মার্কেট, পাঠানটুলা, চৌকিদেখি ৩০ টাকা। লাক্কাতুরা, মিরাবাজার, নয়াসড়ক ৪০ টাকা। শিবগঞ্জ ৬০ টাকা। টিলাগড়, উপশহর (এবিসি পয়েন্ট), নতুন ব্রিজ ৬০ টাকা।
শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড়, সেনপাড়া, খরাদিপাড়া ২০ টাকা। নতুন ব্রিজ, বালুচর ৩০ টাকা। ঈদগাহ ৫০ টাকা। আম্বরখানা, লামাবাজার, শেখঘাট ৬০ টাকা। পাঠানটুলা, মদিনা মার্কেট, ওসমানী মেডিকেল, হুমায়ুন রশীদ চত্বর, শেখঘাট, সুবিদবাজার ৭০ টাকা এবং কদমতলী বাস টার্মিনাল ৮০ টাকা।
দক্ষিণ সুরমা কিনব্রিজ থেকে রেলগেট ২০ টাকা। হুমায়ুন রশীদ চত্বর, টেকনিক্যাল, পর্যন্ত লাউয়াই ৩০ টাকা। শিববাড়ি ও গোটাটিকর পর্যন্ত ৪০ টাকা। বরইকান্দি ও আলমপুর পর্যন্ত ৫০ টাকা এবং মকন দোকান পর্যন্ত ৭০ টাকা।
বিজ্ঞপ্তিতে নির্ধারিত রুটের বাইরে যাতায়াতের ক্ষেত্রে প্রতি ১০০ গজের জন্য অতিরিক্ত ১০ টাকা ভাড়া প্রযোজ্য হবে। তবে নির্ধারিত রুটে উল্লিখিত নয় এমন নিকটবর্তী গন্তব্যে যাত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ ১০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে বলে উল্লেখ করা হয়েছে।