‘তাণ্ডব’ দেখে কেন বারবার চমকে উঠলাম
Published: 8th, June 2025 GMT
রায়হান রাফীর সিনেমা সম্পর্কে বেশ আগে থেকেই ধারণা ছিল। ‘পরাণ’ সিনেমার পর সাম্প্রতিক সময়ে তাঁর সব কাজই প্রশংসিত হচ্ছে। বর্তমানে ঢালিউডের আলোচিত নির্মাতাদের একজন তিনি। অন্যদিকে ‘প্রিয়তমা’ সিনেমার পর সব কটি সফল সিনেমা দিয়ে ক্যারিয়ারের পুনর্জন্ম হয়েছে শাকিব খানের। কদিন আগে নিজেই তিনি জানিয়েছেন এ কথা। এই জুটির দ্বিতীয় সিনেমা ‘তাণ্ডব’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। ‘তুফান’ সিনেমার পর চেনা জুটি রাফী-শাকিব কি পারলেন দর্শক মন জয় করতে?
এটুকু বলা যায়, দিন দিন চেনা রাফীও বদলে যাচ্ছেন। চেনা ছকে তিনি আর গল্প বলবেন না, ‘তাণ্ডব’ দেখে বোঝা গেল। বরাবরের মতো ননলিনিয়ার এই উপস্থাপনা ভালো লেগেছে। এমন নতুনত্বই দরকার। তা না হলে তো আর বাংলাদেশের সিনেমা নিয়ে হঠাৎ কথা হতো না। যে উচ্চবিত্ত দর্শক ঢালিউডের মূলধারার সিনেমা নিয়ে এত দিন নাক সিটকিয়েছে, তারা এখন শোনে, শাকিব-রাফীর সিনেমার টিকিট নেই। তাদের হলমুখী করার অবদান রাফীকেও দিতে হবে। ফেরা যাক সিনেমার সাব–প্লটে।
স্বাধীন ২২ বার ভাইভা দিয়েছেন, কিন্তু চাকরি হচ্ছে না। বিয়ের বাজারে প্রেমিকার পরিবার এমন ছেলের সঙ্গে বিয়ে দেবে না, স্বাভাবিক। পাত্রীর পীড়াপীড়িতে পাত্র অবশেষে শেষ সুযোগ পায়, দুই মাসের মধ্যে চাকরি পেয়ে বিয়ে করবে। চাকরি খুঁজতে গ্রাম থেকে চলে আসতে হয় ঢাকায়। কিন্তু সেই চেনা হাহাকার, কোথাও কোনো চাকরি নেই। ঘটনাক্রমে পুলিশের হাতে ধরা পড়ে দেশের গুম হওয়া ব্যক্তিদের সঙ্গে জায়গা হয় স্বাধীনের। এতটুকু পড়ে কী মনে হচ্ছে? গল্পের শুরুটা আমাদের খুবই চেনা। তাহলে ‘তাণ্ডব’ কেন দেখবেন?
সংবাদ সম্মেলনে জয়া আহসান, শাকিব খান ও সাবিলা নূর। চরকির সৌজন্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহাম ছাড়ার ঘোষণা সনের
টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়েন তিনি। দীর্ঘ এক দশক পর টটেনহাম ছাড়বেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড।
বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক্–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন সন।
আরও পড়ুনধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের১ ঘণ্টা আগেসন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’
টটেনহামের ইতিহাসেই অন্যতম সেরাদের একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তাঁর ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার এবং ফর্মও খুব একটা ভালো ছিল না।