রায়গঞ্জে অদম্য মেধাবী ও বন্ধু সমাবেশ অনুষ্ঠিত
Published: 9th, June 2025 GMT
‘ভালোর সাথে আলোর পথে’ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে অদম্য মেধাবী ও বন্ধু সমাবেশ। আজ সোমবার সকালে রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া এলাকায় ইউনিভার্স একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। সকালে প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে অনুষ্ঠানস্থলে জড়ো হন প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সদস্য ও অদম্য মেধাবী শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীরা সবাই ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের শিক্ষা বৃত্তিপ্রাপ্ত।
সকাল সাড়ে ৯টার দিকে বন্ধু সমাবেশ ও প্রীতি মিলনমেলা শুরু হয়। সঞ্চালনায় ছিলেন রায়গঞ্জ বন্ধুসভার সদস্য মহুয়া সাহা। সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি মো.
অনুষ্ঠানে ধানগড়া উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মাহমুদুল হক বলেন, ‘রায়গঞ্জ ও তাড়াশের অদম্য মেধাবীদের জন্য প্রথম আলো ট্রাস্ট নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। এর সহায়তায় অনেক শিক্ষার্থী উচ্চমাধ্যমিক ও স্নাতক (সম্মান) পর্যায়ে পড়ার সুযোগ পাচ্ছেন।’
ধানগড়া মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান বলেন, ‘রায়গঞ্জ বন্ধুসভার এমন আয়োজনে অংশ নিয়ে নিজেকে গৌরবান্বিত মনে করছি। এই মেধাবীরা পরিবার ও এলাকার গর্ব হবে।’
রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির প্রভাষক ইশরাত জাহান বলেন, ‘প্রথম আলো আমাকে শুধু পাঠ্যপুস্তকেই নয়, জীবনের নানা বিষয়ে দিকনির্দেশনা দিয়েছে। রায়গঞ্জ বন্ধুসভা আমার পাশে ছিল, অনেক কিছু শিখিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
অনুষ্ঠানে বক্তব্য দেন কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো, শিক্ষক অমিতাভ সাহা, নার্স মারুফা খাতুন, প্রভাষক হাসান ইকবাল সোহাগ, অভিভাবক অরুণ কুমার মাহাতো, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম, শিক্ষক রাকিবুল হাসান, বন্ধুসভার সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর খানসহ অনেকে।
অদম্য মেধাবীদের পক্ষে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রায়হান আজাদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অলোক কুমার মাহাতো, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পুলক কুমার মাহাতো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিথি সাহা ও নাফিছা নাহার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসরাত জাহান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদিয়া ইসলাম, রাজশাহী কলেজের সাদিয়া আলম প্রমুখ।
অনুষ্ঠানে রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত ইশরাত জাহান, সরকারি বিএসসি নার্স হিসেবে নির্বাচিত মারুফা খাতুন, স্নাতক পর্যায়ে ভর্তির সুযোগ পাওয়া অন্তিম কুমার মাহাতো, মমতা খাতুন, মহুয়া সাহাসহ বন্ধুসভার সদস্য সানজিদ রেজা ও আশুতোষ কুমার মাহাতোকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে রায়গঞ্জ বন্ধুসভার সদস্য ও অর্ধশতাধিক অদম্য মেধাবী শিক্ষার্থী অংশ নেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অদম য ম ধ ব প রথম আল অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’