রায়গঞ্জে অদম্য মেধাবী ও বন্ধু সমাবেশ অনুষ্ঠিত
Published: 9th, June 2025 GMT
‘ভালোর সাথে আলোর পথে’ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে অদম্য মেধাবী ও বন্ধু সমাবেশ। আজ সোমবার সকালে রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া এলাকায় ইউনিভার্স একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। সকালে প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে অনুষ্ঠানস্থলে জড়ো হন প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সদস্য ও অদম্য মেধাবী শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীরা সবাই ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের শিক্ষা বৃত্তিপ্রাপ্ত।
সকাল সাড়ে ৯টার দিকে বন্ধু সমাবেশ ও প্রীতি মিলনমেলা শুরু হয়। সঞ্চালনায় ছিলেন রায়গঞ্জ বন্ধুসভার সদস্য মহুয়া সাহা। সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি মো.
অনুষ্ঠানে ধানগড়া উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মাহমুদুল হক বলেন, ‘রায়গঞ্জ ও তাড়াশের অদম্য মেধাবীদের জন্য প্রথম আলো ট্রাস্ট নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। এর সহায়তায় অনেক শিক্ষার্থী উচ্চমাধ্যমিক ও স্নাতক (সম্মান) পর্যায়ে পড়ার সুযোগ পাচ্ছেন।’
ধানগড়া মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান বলেন, ‘রায়গঞ্জ বন্ধুসভার এমন আয়োজনে অংশ নিয়ে নিজেকে গৌরবান্বিত মনে করছি। এই মেধাবীরা পরিবার ও এলাকার গর্ব হবে।’
রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির প্রভাষক ইশরাত জাহান বলেন, ‘প্রথম আলো আমাকে শুধু পাঠ্যপুস্তকেই নয়, জীবনের নানা বিষয়ে দিকনির্দেশনা দিয়েছে। রায়গঞ্জ বন্ধুসভা আমার পাশে ছিল, অনেক কিছু শিখিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
অনুষ্ঠানে বক্তব্য দেন কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো, শিক্ষক অমিতাভ সাহা, নার্স মারুফা খাতুন, প্রভাষক হাসান ইকবাল সোহাগ, অভিভাবক অরুণ কুমার মাহাতো, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম, শিক্ষক রাকিবুল হাসান, বন্ধুসভার সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর খানসহ অনেকে।
অদম্য মেধাবীদের পক্ষে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রায়হান আজাদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অলোক কুমার মাহাতো, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পুলক কুমার মাহাতো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিথি সাহা ও নাফিছা নাহার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসরাত জাহান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদিয়া ইসলাম, রাজশাহী কলেজের সাদিয়া আলম প্রমুখ।
অনুষ্ঠানে রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত ইশরাত জাহান, সরকারি বিএসসি নার্স হিসেবে নির্বাচিত মারুফা খাতুন, স্নাতক পর্যায়ে ভর্তির সুযোগ পাওয়া অন্তিম কুমার মাহাতো, মমতা খাতুন, মহুয়া সাহাসহ বন্ধুসভার সদস্য সানজিদ রেজা ও আশুতোষ কুমার মাহাতোকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে রায়গঞ্জ বন্ধুসভার সদস্য ও অর্ধশতাধিক অদম্য মেধাবী শিক্ষার্থী অংশ নেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অদম য ম ধ ব প রথম আল অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
চাঁদার দাবিতে পিটিয়ে হত্যা, দুই ভাইয়ের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পাপ্পু (৪০) ও তার ভাই শুক্কুর (৩৭)। তারা উভয় সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।
আরো পড়ুন:
ম্যাস র্যাপিড ট্রানজিটের ভূমি অধিগ্রহণে জালিয়াতি, মামলার অনুমোদন
ফেনীতে ছাত্র হত্যা: শেখ হাসিনাসহ ২২১ জনের বিরুদ্ধে চার্জশিট
কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ‘‘সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের তদারকি করতেন সিরাজুল ইসলাম। সে সময় শুক্কুর ও তার ভাই পাপ্পুসহ কয়েকজন সিরাজুলের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ২০১৫ সালের ২৩ জুলাই তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেছেন।’’
ঢাকা/অনিক/রাজীব