গরম উপেক্ষা করে ঈদের ছুটিতে পর্যটকে মুখর শেরপুরের গজনী
Published: 9th, June 2025 GMT
গারো পাহাড়ের পাদদেশে অচেনা পাখির কলতান আর সবুজের ছায়ায় মিশেছে মানুষের কোলাহল। পবিত্র ঈদুল আজহার ছুটিতে শেরপুরের গজনী অবকাশকেন্দ্রে ঢল নেমেছে তাঁদের। কেউ পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে ভিড় করেছেন প্রকৃতির সান্নিধ্যে ঈদ উদ্যাপনে। পর্যটকদের এই আনন্দ-উদ্যাপনে বাধা হতে পারেনি ভ্যাপসা গরম, তপ্ত রোদ।
ঈদুল আজহার তৃতীয় দিনে আজ সোমবার ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশকেন্দ্র হয়ে ওঠে ভ্রমণপিপাসুদের মিলনমেলা। ঈদের বিকেল থেকেই দর্শনার্থীর সংখ্যা বাড়ে।
গজনী অবকাশকেন্দ্র সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয় এ পর্যটনকেন্দ্রের যাত্রা। শেরপুর শহর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের প্রায় ৯০ একর পাহাড়ি এলাকাজুড়ে এর অবস্থান।
আজ বিকেলে সরেজমিনে দেখা যায়, অবকাশকেন্দ্রটি জুড়ে লাল মাটির উঁচু-নিচু পাহাড়, টিলা, ঝরনা ও গহিন বন। পাহাড়ি ঝরনা ও লেকের সঙ্গে নানা কৃত্রিম স্থাপনা ও ভাস্কর্যের উপস্থিতি—জলপরি, ডাইনোসর, ড্রাগন টানেল, পদ্ম সিঁড়ি, স্মৃতিসৌধ, গারো মা ভিলেজ ও রংধনু ব্রিজ। শিশুদের জন্য আছে চুকুলুপি পার্ক, এক্সপ্রেস ট্রেন, সুপার চেয়ার ও নাগরদোলার মতো রাইড। পর্যটকদের জন্য ওয়াকওয়ে, কেব্ল কার, জিপ লাইনিংয়ের মতো আধুনিক বিনোদনের সুযোগ রাখা হয়েছে এতে। শেরপুর জেলা ব্র্যান্ডিং কর্নারে তুলে ধরা হয়েছে জেলার ঐতিহ্য ও বিখ্যাত তুলসীমালা চাল। কেন্দ্রটির অন্যতম আকর্ষণ ৮০ বর্গফুট উঁচু টাওয়ার, সেখান থেকে দেখা যায় পুরো গজনীর অপূর্ব দৃশ্য।
অনেকেই ঈদের ছুটিতে শিশুদের নিয়ে ঘুরতে বের হন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ জন পেহেলগামের হামলাকারী: পার্লামেন্টে অমিত শাহ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত তিন বন্দুকধারী ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। গতকাল সোমবার অভিযানটি চালানো হয়।
আজ মঙ্গলবার ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া বক্তব্যে অমিত শাহ এসব কথা বলেন।
তিন মাসেরও বেশি আগে গত ২২ এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামের বৈসরানে পর্যটকদের ওপর বন্দুকধারীরা হামলা চালান। ওই ঘটনায় ২৬ জন নিহত হন।
অমিত শাহ বলেন, ‘আমি পার্লামেন্টে জানাতে চাই, বৈসরানে যে তিন সন্ত্রাসী হামলা চালিয়েছিলেন, তাঁদের সবাইকে হত্যা করা হয়েছে।’ তাঁর দাবি, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য। জাতিসংঘ এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
অমিত শাহ আরও বলেন, ‘হামলায় তাঁদের জড়িত থাকার ব্যাপারে আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে বিস্তারিত প্রমাণ আছে।’
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীরের দাচিগাম এলাকার পাহাড়ে গতকাল ওই অভিযান চালানো হয়েছে। শ্রীনগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দাচিগামের অবস্থান।
এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা বন্দুকধারীরা হঠাৎ বেরিয়ে এসে পর্যটকদের ওপর গুলি চালান। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের প্রায় সবাই ভারতীয়। একজন নেপালি ছিলেন।
আরও পড়ুনকাশ্মীরে পর্যটকদের গুলি করার আগে কী হয়েছিল, জানালেন প্রত্যক্ষদর্শীরা২৫ এপ্রিল ২০২৫ভারতের অভিযোগ, এ হামলার পেছনে পাকিস্তানের মদদ আছে। তবে ইসলামাবাদ তা অস্বীকার করেছে। পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে গত মে মাসে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে চার দিন ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে দুই পক্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চলটি ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়ে আছে। উভয় দেশ পুরো কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে। কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তারা দুটি যুদ্ধসহ বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে।
আরও পড়ুনপেহেলগামে হামলায় জড়িত সবাইকে এবার পাকিস্তানি নাগরিক বলে দাবি ভারতের২৪ জুন ২০২৫