গরম উপেক্ষা করে ঈদের ছুটিতে পর্যটকে মুখর শেরপুরের গজনী
Published: 9th, June 2025 GMT
গারো পাহাড়ের পাদদেশে অচেনা পাখির কলতান আর সবুজের ছায়ায় মিশেছে মানুষের কোলাহল। পবিত্র ঈদুল আজহার ছুটিতে শেরপুরের গজনী অবকাশকেন্দ্রে ঢল নেমেছে তাঁদের। কেউ পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে ভিড় করেছেন প্রকৃতির সান্নিধ্যে ঈদ উদ্যাপনে। পর্যটকদের এই আনন্দ-উদ্যাপনে বাধা হতে পারেনি ভ্যাপসা গরম, তপ্ত রোদ।
ঈদুল আজহার তৃতীয় দিনে আজ সোমবার ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশকেন্দ্র হয়ে ওঠে ভ্রমণপিপাসুদের মিলনমেলা। ঈদের বিকেল থেকেই দর্শনার্থীর সংখ্যা বাড়ে।
গজনী অবকাশকেন্দ্র সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয় এ পর্যটনকেন্দ্রের যাত্রা। শেরপুর শহর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের প্রায় ৯০ একর পাহাড়ি এলাকাজুড়ে এর অবস্থান।
আজ বিকেলে সরেজমিনে দেখা যায়, অবকাশকেন্দ্রটি জুড়ে লাল মাটির উঁচু-নিচু পাহাড়, টিলা, ঝরনা ও গহিন বন। পাহাড়ি ঝরনা ও লেকের সঙ্গে নানা কৃত্রিম স্থাপনা ও ভাস্কর্যের উপস্থিতি—জলপরি, ডাইনোসর, ড্রাগন টানেল, পদ্ম সিঁড়ি, স্মৃতিসৌধ, গারো মা ভিলেজ ও রংধনু ব্রিজ। শিশুদের জন্য আছে চুকুলুপি পার্ক, এক্সপ্রেস ট্রেন, সুপার চেয়ার ও নাগরদোলার মতো রাইড। পর্যটকদের জন্য ওয়াকওয়ে, কেব্ল কার, জিপ লাইনিংয়ের মতো আধুনিক বিনোদনের সুযোগ রাখা হয়েছে এতে। শেরপুর জেলা ব্র্যান্ডিং কর্নারে তুলে ধরা হয়েছে জেলার ঐতিহ্য ও বিখ্যাত তুলসীমালা চাল। কেন্দ্রটির অন্যতম আকর্ষণ ৮০ বর্গফুট উঁচু টাওয়ার, সেখান থেকে দেখা যায় পুরো গজনীর অপূর্ব দৃশ্য।
অনেকেই ঈদের ছুটিতে শিশুদের নিয়ে ঘুরতে বের হন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, কন্টেন্ট ক্রিয়েটরের কারাদণ্ড
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলরত নারী পর্যটকদের ভিডিও ধারণ করার দায়ে রুবেল (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক। এ সময় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
রুবেল বরগুনা সদর উপজেলার বাসিন্দা। তিনি মুদি দোকানের ব্যবসার পাশাপাশি কনটেন্ট তৈরি করেন।
সৈকতের ফটোগ্রাফার আরিফ মিয়া বলেন, ‘‘রুবেল নারীদের গোসলের ভিডিও করছিলেন। প্রতিবাদ করলে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। বিষয়টি দেখত পেয়ে তাকে আটক করি।’’
অপর ফটোগ্রাফার রাসেল বলেন, “রুবেলের মোবাইল চেক করে দেখি, অনেক ভিডিও। সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশকে খবর দেই। পরে তাদের কাছে সোপর্দ করি।’’
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, “অনুমতি ছাড়া নারী পর্যটকদের ভিডিও ধারণের দায়ে রুবেলকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না।’’
ঢাকা/ইমরান/রাজীব