ব্যাংকের ভোল্ট ভেঙে টাকা চুরির ঘটনায় আটক ৩
Published: 11th, June 2025 GMT
কেরাণীগঞ্জে আইএফআইসি ব্যাংকের একটি উপশাখার ভোল্ট ভেঙে ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বাসা থেকে চুরি যাওয়া ১৫ লাখ ২০ হাজার টাকা উদ্ধার হয়।
বুধবার (১১ জুন) দুপুরে কেরাণীগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুল হক ডাবলু প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত সোমবার (৯ জুন) রাতে কেরাণীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের বোডিং মোড়ে ইস্পাহানি স্কুল এন্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলার আইএফআইসি ব্যাংকের রুহিতপুর উপশাখায় চুরি হয়।
আরো পড়ুন:
যশোরে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা
ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- ব্যাংকের সিকিউরিটি গার্ড মো.
পুলিশ জানায়, চুরির ঘটনার মূল পরিকল্পনাকারী ব্যাংকের দারোয়ান ও তার দুই সহযোগীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। তারা পুলিশকে জানায়, চুরির পরিকল্পনা করে তারা বিভিন্ন সময় ব্যাংকের ভেতরে ও বাইরে পর্যবেক্ষণ করে। ঘটনার সময় ব্যাংকের পেছনের ওয়াশরুমের ভেন্টিলেটর ভেঙে তারা ব্যাংকে প্রবেশ করে। এরপর ব্যাংকের লকার ভেঙে ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি করে।
ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করে এবং চুরি হওয়া অর্থ উদ্ধার করে। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন জানানো হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/শিপন/মাসুদ
ঢাকা/শিপন/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আইএফআইসি ব্যাংকের ব্যবসায় সম্মেলন
বেসরকারি আইএফআইসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের ১ হাজার ৪১৪টি শাখা–উপশাখার প্রতিনিধিরা যোগ দেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএফআইসি ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিচালক কাজী মো. মাহবুব কাশেম, মো. গোলাম মোস্তফা ও মুহাম্মদ মনজুরুল হক। এ ছাড়া ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা দিলিপ কুমার মন্ডলসহ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও দেশের ১৮৯টি শাখার ব্যবস্থাপকেরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, আইএফআইসি ব্যাংকে সুশাসন নিশ্চিত হওয়ায় গ্রাহকদের মাঝে আস্থা ফিরে এসেছে। ইতিমধ্যে ব্যাংকের আমানতের পরিমাণ বেড়ে ৫১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তফা বলেন, ব্যাংককে টেকসই করে তুলতে স্থায়ী প্রবৃদ্ধি অর্জন ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা প্রথম প্রজন্মের ব্যাংক হিসেবে আইএফআইসির শক্তিশালী ভিত্তিগুলো নিয়ে আলোচনা করেন।