গাজায় ত্রাণ সংগ্রহকারীদের ওপর ইসরায়েলি হামলায় নিহত ৩১
Published: 11th, June 2025 GMT
অবরুদ্ধ গাজার মধ্যাঞ্চলে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের হামলায় ৩১ জন নিহত হয়েছে। বুধবার এ ঘটনা ঘটেছে বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে।
দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, স্থানীয় সময় সকালে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় প্রায় ২০০ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, ‘ইসরায়েলি ট্যাঙ্ক ও ড্রোনের গুলিতে’ এই হতাহতের ঘটনা ঘটেছে।
গত মাসের শেষের দিকে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর প্রতিবাদ সত্ত্বেও গাজায় ইসরায়েলি মদদপুষ্ট মার্কিন ত্রাণগোষ্ঠী জিএএফ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। তবে গাজার বাসিন্দারা ত্রাণ সংগ্রহ করতে গেলেই আশেপাশে অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনী গুলি ছুড়ছে। ইসরায়েলি বাহিনীর এই নৃশংস হামলায় এখনো পর্যন্ত দুই শতাধিক ত্রাণ সংগ্রহকারী নিহত হয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫