তারহীন মিথানল সেন্সর উদ্ভাবন, বাঁচাবে প্রাণ
Published: 12th, June 2025 GMT
অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এমন মিথানল শ্বাসপরীক্ষক (ব্রেথালাইজার) উদ্ভাবন করেছেন, যা প্রতিবছর হাজারো বিষক্রিয়া প্রতিরোধ করতে পারে। তাঁদের তৈরি এ পরীক্ষামূলক ব্রেথালাইজার অ্যালকোহলযুক্ত পানীয় বা কারও শ্বাসে ক্ষুদ্র মাত্রার বিষাক্ত মিথানল শনাক্ত করতে সক্ষম। বর্তমানে মিথানল শনাক্তের যেসব পদ্ধতি রয়েছে, সেগুলো অধিকাংশ ক্ষেত্রে সেই অঞ্চলে সহজলভ্য নয়, যেখানে মিথানল বিষক্রিয়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটে।
আন্তর্জাতিক চিকিৎসা-মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের তথ্য অনুযায়ী, মিথানল বিষক্রিয়া একটি বড় সমস্যা, যা প্রতিবছর হাজার হাজার মানুষকে প্রভাবিত করে এবং মৃত্যুর হার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত পৌঁছায়।
মিথানল একটি শিল্পক্ষেত্রে ব্যবহৃত অ্যালকোহল, যা দেখতে এবং গন্ধে সাধারণ বিয়ার, ওয়াইন ও স্পিরিটসের মতো। কিন্তু অবৈধ মদ তৈরির সময় মিথানল যদি অ্যালকোহলযুক্ত পানীয়ে পাওয়া যায় তাহলে তা প্রাণঘাতী হতে পারে।
অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি তারহীন মিথানল সেন্সর তৈরি করেছেন, যা প্রায় এক বর্গসেন্টিমিটার আকারের। এটি অ্যালকোহলযুক্ত পানীয়ের বাষ্পে বা কারও শ্বাস থেকে খুব সহজেই বিষক্রিয়ার মাত্রার নিচে মিথানল শনাক্ত করতে সক্ষম।
গবেষণা–সংক্রান্ত নিবন্ধ আমেরিকান কেমিক্যাল সোসাইটি জার্নাল ‘সেন্সরস’–এ প্রকাশিত হয়েছে। এ সেন্সর তৈরিতে ব্যবহার করা হয়েছে অত্যন্ত সংবেদনশীল এবং পরিবাহী পদার্থ গ্রাফিন।
অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক দুসান লোসিক বলেন, ‘আমাদের সেন্সর দেখাবে যে খুবই কম মাত্রায় মিথানল সহজেই শনাক্ত করা যায়।’ তিনি আরও বলেন, তাঁদের উদ্ভাবিত যন্ত্রটি বর্তমানে পরীক্ষামূলক বা একটি প্রোটোটাইপ আকারে রয়েছে। এটি এখনো বাণিজ্যিকভাবে উন্মুক্ত নয়। তবে এতে ব্যবহৃত উপকরণগুলো কম দামে পাওয়া যায় এবং তা সহজে অনেক তৈরি করা সম্ভব।
গবেষণা নিবন্ধে গবেষকেরা লিখেছেন, ‘শ্বাসনমুনা ও অ্যালকোহলজাত পণ্যে মিথানলের উপস্থিতি দ্রুত শনাক্ত করতে সক্ষম, সাশ্রয়ী ও বহনযোগ্য ডিভাইসের তীব্র চাহিদা রয়েছে, যা স্বাস্থ্যসেবা প্রদানকারী কিংবা সাধারণ মানুষের ব্যবহারের জন্য উপযোগী।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।
নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।
স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।