রাতে বাড়িতে ফেরেননি, সকালে বাড়ির পাশে মিলল ব্যবসায়ীর গলাকাটা লাশ
Published: 12th, June 2025 GMT
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ধনমণ্ডল-মল্লানীপাড়া এলাকার ব্যবসায়ী মকলেছার রহমান (৩৫) গতকাল বুধবার রাতে বাড়িতে পারেননি। রাতভর স্বজনেরা খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান পাননি। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড় ও সুপারিবাগানে তাঁর গলাকাটা লাশ পাওয়া গেছে। তাঁকে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ ও স্বজনেরা।
আজ দুপুরে ঘটনাস্থল ধনমণ্ডল-মল্লানীপাড়া এলাকা থেকে আলামত সংগ্রহসহ লাশটি উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। নিহত মকলেছার রহমান একই এলাকার শাহাব উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় খোঁচাবাড়ি বাজারে একটি কসমেটিকসের (প্রসাধনী) দোকান চালাতেন।
নিহত মকলেছারের পরিবার ও এলাকাবাসীর বরাতে দণ্ডপাল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য গৌরাঙ্গ রায় বলেন, মকলেছার রহমান একসময় ঢাকায় গাড়ি চালাতেন। সম্প্রতি বাড়িতে এসে স্থানীয় খোঁচাবাড়ি বাজারে একটি কসমেটিকসের দোকান দেন। গতকাল রাত ১০টার পরও তাঁকে স্থানীয় লোকজন বাজারে দেখেছেন। রাতে মকলেছার তাঁর এক ভাগনেকে (১৬) দোকানে রেখে মোটরসাইকেলের ‘চাবি দিয়ে আসছি’ বলে বের হয়ে যান। বেশ কিছুক্ষণ পরও তিনি ফিরে না আসায় ওই ভাগনে তাঁকে মুঠোফোনে ফোন দিয়ে বন্ধ পায়। পরে সে বাড়িতে চলে গিয়ে পরিবারের লোকজনকে জানালে তাঁরাও ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মকলেছারের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয় এক নারী ছাগল বাঁধতে বের হলে মকলেছারের বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে খোঁচাবাড়ি-কালীগঞ্জ সড়কের পূর্ব পাশে একটি বাঁশঝাড় ও সুপারিবাগানে তাঁর লাশ দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে মকলেছারের পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজন ছুটে এসে লাশটি মকলেছারের বলে নিশ্চিত হয়। পরে তাঁরা দেবীগঞ্জ থানা-পুলিশকে খবর দেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, লাশটি গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই লাশের প্রাথমিক সুরতহাল ও আলামত সংগ্রহের কাজ চলছে। এতে সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা কাজ করছেন। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পাঠানো হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি