খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মিনজু আক্তার (২৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার তিনটহরী গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় গুচ্ছগ্রামের বাড়ির পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত মিনজু উপজেলার গোদাতলী এলাকার বাসিন্দা আহম্মদ নবীর মেয়ে ও দুই সন্তানের জননী।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিনজু আক্তারের স্বামী মো.

ফরহাদ ও দেবর মো. সোহাগকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় লোকজন জানান, সকালে বাড়ির পাশে আমগাছের নিচে মিনজুর লাশ নিয়ে বিলাপ করছিলেন স্বামী ফরহাদ। বিলাপ শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে স্বামী ফরহাদ জানান, পারিবারিক কলহের জেরে মিনজু পাশে থাকা আমগাছে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে মানিকছড়ি থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তবে নিহত মিনজুর পরিবারের সদস্যদের দাবি, এটি আত্মহত্যা নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মিনজু আক্তারের পরিবারের সদস্যদের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের কারণে ওই নারী আত্মহত্যা করেছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ন কছড়

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ