তেহরানে যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্বকারী দূতকে তলব করেছে ইরান
Published: 13th, June 2025 GMT
ইসরায়েলের হামলার প্রতিবাদে তেহরানে যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রতিনিধিত্বকারী দেশ সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসলামি প্রজাতন্ত্র ইরান এই আগ্রাসনের ঘটনায় গভীর ক্ষোভ ও কঠোর প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়েও কঠোর আপত্তি জানিয়েছে।
শুক্রবার ভোররাতে ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, আইআরজিসির বিমানবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহসহ অন্তত ২০ জন কমান্ডার নিহত হয়েছেন। মোট নিহত হয়েছেন অন্তত ৭৮ জন আর আহত হয়েছেন তিন শতাধিক ব্যক্তি।
ইসরায়েল জানিয়েছে, ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের বিভিন্ন শহরের শতাধিক নিশানায় হামলা চালানো হয়েছে।
হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ১০০টির মতো ড্রোন ছোড়ে। ধারণা করা হচ্ছে, প্রায় সব ড্রোনই নিশানায় আঘাত হানার আগে ধ্বংস করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহত প্রত্যেক নাগরিকের রক্তের প্রতিশোধ নেওয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসর য় ল
এছাড়াও পড়ুন:
বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে মো. সাইফুদ্দিন সিএফএ আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে তিনি অফিসে যোগদান করেন।
এ দিন বিএসইসি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার (২৯ জুলাই) জারিকৃত প্রজ্ঞাপনে তাকে কমিশনার হিসেবে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেয়।
আরো পড়ুন:
সালভো কেমিক্যাল কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
সূচকের বড় উত্থান, হাজার কোটি ছাড়াল লেনদেন
এ দিন বিএসইসির কমিশন সভা কক্ষে কমিশনের চেয়ারম্যান, অন্যান্য কমিশনার এবং শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে নবনিযুক্ত কমিশনার মো. সাইফুদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় দেয়া স্বাগত বক্তব্যে চেয়ারম্যান নবাগত কমিশনারের পুঁজিবাজার সংশ্লিষ্ট অভিজ্ঞতা ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং বিএসইসি ও পুঁজিবাজারে তার ইতিবাচক অবদানের প্রত্যাশা ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, কমিশনার মো. সাইফুদ্দিন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি পুঁজিবাজার ও বাজার কাঠামোতে গঠনমূলক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন এবং সকল অংশীজনকে নিয়ে পেশাদারিত্বের সঙ্গে যৌথভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।পাশাপাশি, বিএসইসির কার্যক্রমকে বিনিয়োগকারীসহ অন্যান্য অংশীজনের কাছে ইতিবাচকভাবে উপস্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে পরিচিতিপর্ব শেষে উপস্থিত সবাই নবাগত কমিশনারকে স্বাগত জানান।
সাইফুদ্দিন দেশের অন্যতম শীর্ষ ব্রোকার হিসেবে পরিচিত। ২০০১ সালে তিনি আইডিএলসি ফাইন্যান্সে কর্মজীবন শুরু করেন এবং ২০০৯ সাল থেকে আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি একজন চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) এবং সিএফএ সোসাইটি বাংলাদেশের সদস্য।
ঢাকা/এনটি/বকুল