সংবিধান সংস্কারে সমঝোতা না হলে শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা হবে: রাষ্ট্র সংস্কার আন্দোলন
Published: 13th, June 2025 GMT
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সংবিধান সংস্কার বিষয়ে সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।
আজ শুক্রবার এক বিবৃতিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে, সংবিধান সংস্কার নিয়ে সমঝোতা না হলে তা হবে শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা।
বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে সমঝোতার বিষয়কে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। বিবৃতিতে দলটি বলেছে, অবস্থাদৃষ্টে মনে হয়েছে, মূলত এই সংলাপই ছিল প্রধান উপদেষ্টার লন্ডন সফরের প্রধান উদ্দেশ্য।
সংবিধান সংস্কারের রোডম্যাপকে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন উল্লেখ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে, এ বিষয়ে বিএনপির সঙ্গে অন্য বেশির ভাগ প্রধান রাজনৈতিক দলের সঙ্গে মতপার্থক্য দেখা গেছে। এমন পরিস্থিতিতে সংবিধান সংস্কার নিয়ে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে, প্রশ্ন উঠেছে।
রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে, সংবিধান সংস্কারের পদ্ধতি নিয়ে অনৈক্য কিংবা যথাযথ গুরুত্ব না দিলে বিষয়টি পুরো জাতিকে আগের মতো ফ্যাসিবাদের মধ্যেই ঘুরপাক খাওয়াবে। গণ-অভ্যুত্থানে প্রায় দুই হাজার শহীদের জীবনদানের পর তা হবে চরম হতাশা ও নৈরাশ্যজনক।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সমঝ ত
এছাড়াও পড়ুন:
সুরাইয়া মতিনের মৃত্যুতে ফতুল্লা প্রেসক্লাবের শোক
ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম,এ,সামাদ মতিনের স্ত্রী, ফতুল্লা প্রেসক্লাবের সিনিয়র সদস্য আইনজীবী সুরাইয়া মতিন বুধবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। ফতুল্লা পোস্ট অফিস রোডস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।
মরহুমার নামাজের জানাযা বুধবার জহুরের নামাজের পর ফতুল্লা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ফতুল্লা চৌধুরী বাড়ী পারিবারিক কবস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আইনজীবী সুরাইয়া মতিনের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের সকল সদস্যদের পক্ষে প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম ও সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান।