শিক্ষাঙ্গনে যখন কোনো সুখবর নেই, তখন প্রথম আলো একটি সুখবর দিয়েছে। চলতি শিক্ষাবর্ষের চেয়ে এ বছর সাড়ে চার কোটি পাঠ্যবই কম ছাপানো হবে। শিক্ষার্থী কমে যাওয়ার কারণে এটি হয়নি; হয়েছে বাড়তি বইয়ের চাহিদা বন্ধ করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পক্ষ থেকে তদারকি বাড়ানোয়।  

বিভিন্ন সময় পাঠ্যবই নিয়ে যে দুর্নীতি–অনিয়ম ও অপচয়ের অভিযোগ উঠে থাকে, বাড়তি বই ছাপা তার অন্যতম। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীর সংখ্যার চেয়ে বেশি বইয়ের চাহিদা দিত। ফলে বাড়তি বই সরবরাহ করতে হতো কর্তৃপক্ষকে। এসব বই বিনা মূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়, এরপর বাজারেও কখনো কখনো অবৈধভাবে বিক্রি করা হতো বা পড়ে থাকত। বাড়তি ছাপানোর মাধ্যমেই সেটি সম্ভব ছিল।

প্রথম আলোর খবর থেকে আরও জানা যায়, পাঠ্যবইয়ের চাহিদা তৈরি করা হয় প্রায় এক বছর আগে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সম্ভাব্য শিক্ষার্থী ধরে চাহিদা দেয়। বেশির ভাগ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রকৃত চাহিদার চেয়ে অনেক বেশি চাহিদা দিলেও এনসিটিবিও খুব একটা যাচাই করত না। বেশি বই ছাপা হওয়ায় খরচও বেশি হতো। এই প্রেক্ষাপটে এবার এনসিটিবি চাহিদা তৈরির কাজে বেশি যাচাই-বাছাই করছে। কর্মকর্তারা নিজেরাও কিছু কিছু এলাকায় গিয়ে খোঁজ নিয়েছেন। 

বিশেষজ্ঞদের মতে, যাচাই–বাছাইয়ের কাজটি ভালোভাবে করতে পারলে পাঠ্যবই নিয়ে অপচয় বন্ধ করা কঠিন নয়। এনসিটিবির সূত্র বলছে, চলতি বছরের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাড়ে ৩৯ কোটির বেশি বই ছাপানো হয়েছে। এর মধ্যে মাধ্যমিকে (মাদ্রাসার ইবতেদায়িসহ) মোট বইয়ের সংখ্যা ৩০ কোটি ৪০ লাখের বেশি। আগামী বছর দশম শ্রেণির পাঠ্যবই ছাপা হবে না। এর বাইরে আগামী বছরের জন্য মাধ্যমিকে ৩ কোটি ৮০ লাখের মতো বইয়ের চাহিদা কম এসেছে। 

এনসিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবীর চৌধুরী প্রথম আলোকে বলেন, বইয়ের চাহিদা আনার ক্ষেত্রে এবার তাঁরা বেশ সতর্ক ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে অনলাইনে মিটিং করেছেন। আবার সতর্ক করে দেওয়া হয়, প্রকৃত চাহিদার চেয়ে অতিরিক্ত চাহিদা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নিতে হবে। শিক্ষা বোর্ডের সঙ্গেও শিক্ষার্থীর সংখ্যাটি মিলিয়ে দেখা হয়েছে। মোট বইয়ের সংখ্যা কমার ক্ষেত্রে এটাই বড় কারণ। এ ছাড়া চারু ও কারুকলা, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়টি ঐচ্ছিক বিষয় হওয়ার কারণেও মোট বই কমেছে।

বিনা মূল্যের পাঠ্যবই নিয়ে বিভিন্ন সময় নানা কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। চব্বিশের গণ–অভ্যুত্থানের পরও পাঠ্যবই ছাপা নিয়ে দুর্নীতি–অনিয়মের অভিযোগ বন্ধ হয়নি। চলতি বছর সময়মতো বই না পাওয়ায় শিক্ষার্থীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। কোনো কোনো শ্রেণির সব বই পেতে মার্চ পর্যন্ত লেগেছে। বই ছাপা নিয়ে দুর্নীতির অভিযোগে এনসিপির একজন নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কিন্তু এনসিটিবি তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে? এবার নিম্নমানের পাঠ্যবইয়ের বিরুদ্ধে উচ্চ আদালতে এনসিটিবি চেয়ারম্যানসহ ১২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট হয়েছে। 

দেরিতে হলেও যদি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ঘুম ভাঙে, আমরা স্বাগত জানাব। তবে এটা দৈবচয়ন ভিত্তিতে করলে হবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীর চেয়ে বেশি বইয়ের চাহিদাপত্র দিলে সংশ্লিষ্টদের শাস্তি দিতে হবে। একই সঙ্গে যঁারা পাঠ্যবই ছাপা নিয়ে নয়ছয় করেছেন, তাঁদের আইনের আওতায় আনা হোক।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বইয় র চ হ দ প ঠ যবই এনস ট ব বই ছ প

এছাড়াও পড়ুন:

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর

জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।

এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।

এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ