চট্টগ্রামের পটিয়া উপজেলায় ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের পটিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাত আড়াইটার দিকে ওই তরুণের মৃত্যু হয়।
নিহত তরুণের নাম-পরিচয় পুলিশ নিশ্চিত হতে পারেনি। আহত অবস্থায় রাতে ওই তরুণকে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া রেলওয়ে স্টেশনের মাস্টার রাশেদুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস রাত ১০টার দিকে পটিয়া স্টেশন অতিক্রম করছিল। এ সময় রেললাইনের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানের সামনে দাঁড়িয়ে কেনাকাটা করছিলেন ওই তরুণ। ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। স্টেশন মাস্টার রাশেদুল আলম আরও বলেন, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন নিহত ব্যক্তির বাড়ি কুমিল্লায়। কর্মসূত্রে তিনি পটিয়ায় থাকতেন। তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তৈয়ব বলেন, ট্রেনের ধাক্কায় ওই তরুণের মাথায় ও মুখে আঘাত লেগেছিল। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে রেলওয়ে পুলিশ ও পটিয়া থানা-পুলিশের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিকাশ বড়ুয়া আজ দুপুরে প্রথম আলোকে বলেন, নিহত তরুণের ঠিকানা এবং কোনো অভিভাবকের খোঁজ পাওয়া যায়নি। তাঁর লাশ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলাসহ আইনগত প্রক্রিয়া চলমান।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত