চট্টগ্রামের পটিয়া উপজেলায় ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের পটিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাত আড়াইটার দিকে ওই তরুণের মৃত্যু হয়।

নিহত তরুণের নাম-পরিচয় পুলিশ নিশ্চিত হতে পারেনি। আহত অবস্থায় রাতে ওই তরুণকে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া রেলওয়ে স্টেশনের মাস্টার রাশেদুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস রাত ১০টার দিকে পটিয়া স্টেশন অতিক্রম করছিল। এ সময় রেললাইনের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানের সামনে দাঁড়িয়ে কেনাকাটা করছিলেন ওই তরুণ। ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। স্টেশন মাস্টার রাশেদুল আলম আরও বলেন, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন নিহত ব্যক্তির বাড়ি কুমিল্লায়। কর্মসূত্রে তিনি পটিয়ায় থাকতেন। তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তৈয়ব বলেন, ট্রেনের ধাক্কায় ওই তরুণের মাথায় ও মুখে আঘাত লেগেছিল। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে রেলওয়ে পুলিশ ও পটিয়া থানা-পুলিশের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিকাশ বড়ুয়া আজ দুপুরে প্রথম আলোকে বলেন, নিহত তরুণের ঠিকানা এবং কোনো অভিভাবকের খোঁজ পাওয়া যায়নি। তাঁর লাশ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলাসহ আইনগত প্রক্রিয়া চলমান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: তর ণ র র লওয়

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।

মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ