চট্টগ্রামের পটিয়া উপজেলায় ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের পটিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাত আড়াইটার দিকে ওই তরুণের মৃত্যু হয়।

নিহত তরুণের নাম-পরিচয় পুলিশ নিশ্চিত হতে পারেনি। আহত অবস্থায় রাতে ওই তরুণকে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া রেলওয়ে স্টেশনের মাস্টার রাশেদুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস রাত ১০টার দিকে পটিয়া স্টেশন অতিক্রম করছিল। এ সময় রেললাইনের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানের সামনে দাঁড়িয়ে কেনাকাটা করছিলেন ওই তরুণ। ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। স্টেশন মাস্টার রাশেদুল আলম আরও বলেন, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন নিহত ব্যক্তির বাড়ি কুমিল্লায়। কর্মসূত্রে তিনি পটিয়ায় থাকতেন। তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তৈয়ব বলেন, ট্রেনের ধাক্কায় ওই তরুণের মাথায় ও মুখে আঘাত লেগেছিল। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে রেলওয়ে পুলিশ ও পটিয়া থানা-পুলিশের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিকাশ বড়ুয়া আজ দুপুরে প্রথম আলোকে বলেন, নিহত তরুণের ঠিকানা এবং কোনো অভিভাবকের খোঁজ পাওয়া যায়নি। তাঁর লাশ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলাসহ আইনগত প্রক্রিয়া চলমান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: তর ণ র র লওয়

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৩১ জুলাই ২০২৫)

ওভালে আজ শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজ–নির্ধারণী পঞ্চম টেস্ট। জিম্বাবুয়েতে আজ যুব ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ।

ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
বেলা ১-১৫ মি., ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট

বুলাওয়ে টেস্ট-২য় দিন

জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড
বেলা ২টা, টি স্পোর্টস

ওভাল টেস্ট-১ম দিন

ইংল্যান্ড-ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫

লিজেন্ডস ক্রিকেট: সেমিফাইনাল

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা
রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস ১

টেনিস

কানাডিয়ান ওপেন
রাত ৯-৩০ মি., সনি স্পোর্টস ২

১ম টি-টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
আগামীকাল সকাল ৬টা, টি স্পোর্টস

সম্পর্কিত নিবন্ধ