মে মাসে কৃষি, উৎপাদন ও সেবা খাত ভালো করেছে, নির্মাণে অগ্রগতি নেই
Published: 15th, June 2025 GMT
গত মাসে অর্থনীতিতে কৃষি, উৎপাদন ও সেবা খাত ভালো করেছে। অন্যদিকে নির্মাণ খাতের অগ্রগতি নেই। সার্বিকভাবে গত মে মাসে অর্থনীতি কিছুটা এগিয়েছে।
মে মাসের বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআইতে অর্থনীতির এই চিত্র পাওয়া গেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ প্রতি মাসে এই সূচক প্রকাশ করে থাকে। এই সূচক দিয়ে মূলত অর্থনীতির গতিপ্রকৃতি বিশ্লেষণ করা হয়।
আজ এমসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়।
পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর রিয়াজ বলেন, গত মাসে রপ্তানিনির্ভর উৎপাদন খাতের গতিশীলতা এবং ঈদ উৎসবকে কেন্দ্র করে কৃষি ও এর সরবরাহ ব্যবস্থার অগ্রগতির ফলে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি দ্রুত সম্প্রসারণে রয়েছে। তবে নির্মাণ খাতই একমাত্র খাত, যেখানে সম্প্রসারণে কোনো অগ্রগতি হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মে মাসে বাংলাদেশের সার্বিক পিএমআই স্কোর এপ্রিলের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৫৮ দশমিক ৯–এ উন্নীত হয়েছে। যা অর্থনীতির দ্রুত সম্প্রসারণের ইঙ্গিত দেয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কৃষি খাত টানা অষ্টম মাসে সম্প্রসারণমুখী অবস্থায় আছে। তা দ্রুতগতিতে হয়েছে। উৎপাদন খাত টানা নবম মাসে সম্প্রসারণ করেছে এবং তা আগের চেয়ে দ্রুত। নির্মাণ খাত টানা ষষ্ঠ মাসে সম্প্রসারণে ছিল, তবে গত মাসের তুলনায় কোনো পরিবর্তন হয়নি। নতুন ব্যবসা এবং কর্মসংস্থান সূচক আবার সংকোচনে ফিরে গেছে। সেবা খাত টানা অষ্টম মাসে সম্প্রসারণ দেখিয়েছে এবং তা দ্রুতগতিতে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম নেই রিজভীর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করেছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ তালিকায় নাম নেই দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের।
রুহুল কবির রিজভী আহমেদের পৈত্রিক নিবাস কুড়িগ্রাম জেলায়। কুড়িগ্রাম-২ আসনে তিনি বিএনপির মনোনয়ন পেতে পারেন বলে ওই এলাকায় জোর গুঞ্জন চলছিল। ঘোষিত তালিকা অনুযায়ী, কুড়িগ্রাম-২ আসনে মনোনয়ন পেয়েছেন সোহেল হোসনাইন কায়কোবাদ।
আরো পড়ুন:
২৩৭ জনের তালিকায় নেই রুমিন ফারহানা
টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ‘বিপ্লবী ছাত্র ইউনিয়ন’ নামের একটি বামপন্থী ছাত্র সংগঠনের মাধ্যমে রাজীতিতে প্রবেশ করেন রুহুল কবির রিজভী। তিনি ওই সংগঠনের রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর তিনি এতে যোগ দেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন রুহুল কবির রিজভী। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন রুহুল কবির রিজভী।
ঢাকা/রফিক