মে মাসে কৃষি, উৎপাদন ও সেবা খাত ভালো করেছে, নির্মাণে অগ্রগতি নেই
Published: 15th, June 2025 GMT
গত মাসে অর্থনীতিতে কৃষি, উৎপাদন ও সেবা খাত ভালো করেছে। অন্যদিকে নির্মাণ খাতের অগ্রগতি নেই। সার্বিকভাবে গত মে মাসে অর্থনীতি কিছুটা এগিয়েছে।
মে মাসের বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআইতে অর্থনীতির এই চিত্র পাওয়া গেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ প্রতি মাসে এই সূচক প্রকাশ করে থাকে। এই সূচক দিয়ে মূলত অর্থনীতির গতিপ্রকৃতি বিশ্লেষণ করা হয়।
আজ এমসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়।
পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর রিয়াজ বলেন, গত মাসে রপ্তানিনির্ভর উৎপাদন খাতের গতিশীলতা এবং ঈদ উৎসবকে কেন্দ্র করে কৃষি ও এর সরবরাহ ব্যবস্থার অগ্রগতির ফলে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি দ্রুত সম্প্রসারণে রয়েছে। তবে নির্মাণ খাতই একমাত্র খাত, যেখানে সম্প্রসারণে কোনো অগ্রগতি হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মে মাসে বাংলাদেশের সার্বিক পিএমআই স্কোর এপ্রিলের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৫৮ দশমিক ৯–এ উন্নীত হয়েছে। যা অর্থনীতির দ্রুত সম্প্রসারণের ইঙ্গিত দেয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কৃষি খাত টানা অষ্টম মাসে সম্প্রসারণমুখী অবস্থায় আছে। তা দ্রুতগতিতে হয়েছে। উৎপাদন খাত টানা নবম মাসে সম্প্রসারণ করেছে এবং তা আগের চেয়ে দ্রুত। নির্মাণ খাত টানা ষষ্ঠ মাসে সম্প্রসারণে ছিল, তবে গত মাসের তুলনায় কোনো পরিবর্তন হয়নি। নতুন ব্যবসা এবং কর্মসংস্থান সূচক আবার সংকোচনে ফিরে গেছে। সেবা খাত টানা অষ্টম মাসে সম্প্রসারণ দেখিয়েছে এবং তা দ্রুতগতিতে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন