দল ভালো করলে বা জিতলে মুখে লেগে থাকে হাসি, লাগাতার দিতে থাকেন করতালি। দল প্রত্যাশা পূরণ করতে না পারলে বা হেরে গেলে মন খারাপ করে বসে থাকেন নীরবে।

আইপিএলের সময়ে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের দিন ভিআইপি গ্যালারিতে কাব্য মারানের এমন দৃশ্য বেশ কয়েকবার টিভি ক্যামেরায় ধরা পড়ে।

ক্রিকেটের প্রতি সানরাইজার্স মালিক কাব্য মারানের এমন আবেগ সবাই ভালো চোখে দেখেন। অনেকে তাঁর রূপ–গুণের প্রশংসা করেন। স্বাভাবিকভাবেই কাব্যর ব্যক্তিগত জীবন নিয়েও অনেকের আগ্রহ আছে।

কাব্য মারানের হাসি। সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে এমন দৃশ্য নিয়মিত দেখা যায়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ