নিকোর সঙ্গে চুক্তির বিষয়ে বার্সার সমঝোতা
Published: 17th, June 2025 GMT
এস্পানিওল থেকে তরুণ স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে কিনেছে বার্সেলোনা। তার দাম পড়েছে ২৫ মিলিয়ন ইউরো। যদিও কাতালানরা এখনো তাকে নিবন্ধন করাতে পারেনি। এর মধ্যে সংবাদ মাধ্যম ফুটমার্কেতো জানিয়েছে, তরুণ স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামসের সঙ্গে চুক্তির বিষয়ে সমঝোতা হয়ে গেছে বার্সার।
আগামী মৌসুমের জন্য বার্সা একজন লেফট উইঙ্গার খুঁজছে। গত মৌসুমে থেকেই বার্সায় যোগ দেওয়ার আলোচনায় ছিলেন নিকো। মৌসুম শেষে পুনরায় ওই আলোচনা শুরু হয়। তাকে দলে নেওয়ার লড়াইয়ে ছিল চেলসি, বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল।
তবে বার্সা শেষ পর্যন্ত নিকোকে দলে নেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছে গেছে। ছয় বছরের চুক্তি হতে যাচ্ছে দুই পক্ষের মধ্যে। যার অর্থ ২০৩১ সাল পর্যন্ত কাতালান শিবিরে থাকবেন তিনি। চুক্তির অর্থের বিষয়ে অ্যাথলেটিকো বিলবাও অবশ্য আগেই পরিষ্কার বার্তা দিয়ে রেখেছে।
নিকোর রিলিজ ক্লজ ৫৮ মিলিয়ন ইউরো। এর এক পয়সা কমে তরুণ এই উইঙ্গারকে ছাড়বে না তারা। বার্সা ওই রিলিজ ক্লজ দিয়েই স্প্যানিশ তরুণকে দলে নিচ্ছে। চুক্তি যদি ঠিকঠাক সম্পন্ন হয় বার্সা থেকে মৌসুমে ১২ মিলিয়ন ইউরোর মতো বেতন পাবেন নিকো।
বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামালের ভালো বন্ধু নিকো। তাকে ক্যাম্প ন্যুতে ভেড়াতে লামিনে বড় ভূমিকা রেখেছেন বলে সংবাদ মাধ্যম দাবি করেছে। তবে নিকোর সঙ্গে চুক্তি সম্পন্ন করে নিবন্ধন করাতে হলে বার্সার কয়েকজনকে বিক্রি করে বা ধারে অন্য ক্লাবে পাঠিয়ে আর্থিক কাঠামো অর্জন করতে হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল দলবদল
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন