ইরানে ইসরায়েলের হামলার নিন্দা সিপিবির
Published: 17th, June 2025 GMT
ইরানে ইসরায়েলি বাহিনীর অব্যাহত ক্ষেপনাস্ত্র হামলার প্রতিবাদ ও নিন্দার পাশাপাশি অবিলম্বে এই হামলা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একইসঙ্গে এই সংঘাতে সাম্রাজ্যবাদী-জায়নবাদী উস্কানি প্রতিহত করতে বিশ্বজনতার কাছে আহবান জানিয়েছে দলটি।
মঙ্গলবার এক বিবৃতিতে সিপিবি'র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আরও বলেছেন, সম্পূর্ণ বিনা উস্কানিতে ইরানের মাটিতে ইসরাইলি বাহিনীর এই ন্যাক্কারজনক হামলা ইতিহাসে নজিরবিহীন। এতে গোটা পশ্চিম এশিয়াজুড়ে এক ভয়ানক যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।
নেতারা বলেন, মার্কিন মদদে আনবিক শক্তিধর ইসরাইল আজ দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। এই কারণেই ইসরাইল প্যালেস্টাইনে গণহত্যা চালিয়ে ৫৫ হাজার ৪৩২ জন নিরীহ নাগরিক হত্যা করেছে।
বিবৃতিতে বলা হয়, বিশ্ব নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যে এ যুদ্ধ বন্ধে অবিলম্বে জাতিসংঘকে জরুরি ও বিশেষ উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে উচিত, জনগণের ম্যান্ডেটের প্রতি সম্মান দেখিয়ে ইসরাইল-মার্কিন সরকারের অবস্থানের নিন্দা ও প্রতিবাদ জানানো। একইসঙ্গে সেসব দেশের সরকারকে আনুষ্ঠানিকভাবে পত্র দিয়ে তা জাতির সামনে প্রকাশ করাও উচিত।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ভারী বর্ষণের আশঙ্কা
দেশের উপকূলীয় এলাকায় সক্রিয় রয়েছে স্থানীয় মৌসুমী বায়ু। এর প্রভাবে চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুরে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এই দিন থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের। একইসঙ্গে সম্ভাব্য জলাবদ্ধতা ও কৃষিক্ষেত্রে ক্ষতির বিষয়ে নজর রাখতে বলা হয়েছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খুলনায় ৭৫ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/ইভা