গাজায় ইসরায়েলের হামলার বিবিসির সংবাদ পক্ষপাতদুষ্ট
Published: 17th, June 2025 GMT
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে প্রতিবেদন করতে গিয়ে পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ব্যাপক হতাহতের পরও তারা ফিলিস্তিনিদের উপেক্ষা করে ইসরায়েলের দাবিকেই প্রাধান্য দিয়েছে।
ইসলাম নিয়ে সংবাদ প্রকাশ করা বিশেষায়িত ব্রিটিশ প্রতিষ্ঠান সেন্টার ফর মিডিয়া মনিটরিংয়ের (সিএফএমএম) নতুন এক গবেষণা প্রতিবেদনে এ চিত্র ফুটে উঠেছে। এতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৪ সালের ৬ অক্টোবর পর্যন্ত  বিবিসির করা ৩৫ হাজারেরও বেশি সংবাদ প্রতিবেদন ও সম্প্রচার বিশ্লেষণ করা হয়েছে।
  
 প্রতিবেদন অনুযায়ী, বিবিসি প্রত্যেক ইসরায়েলি মৃত্যুকে ফিলিস্তিনি মৃত্যুর তুলনায় ৩৩ গুণ বেশি কভারেজ দিয়েছে। অথচ এই সময়ের মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ছিল ১ হাজার ২৪৬ জন, যেখানে গাজায় নিহত হয়েছিলেন অন্তত ৪২ হাজার ১০ জন, অর্থাৎ ৩৪ গুণ বেশি। সেখানে মানবিক বা ভুক্তভোগীদের জীবনগল্প তুলে ধরা হয়েছে ২৭৯ ফিলিস্তিনি ও ২০১ ইসরায়েলির, যা প্রায় সমান সংখ্যাই।
গবেষণায় উঠে আসে, বিবিসি ‘গণহত্যা’ শব্দটি ইসরায়েলি হতাহতের ক্ষেত্রে ১৮ গুণ বেশি প্রয়োগ করেছে এবং ‘হত্যা’ শব্দটি ২২০ বার ইসরায়েলিদের ক্ষেত্রে, অথচ মাত্র একবার ব্যবহার হয়েছে ফিলিস্তিনিদের ক্ষেত্রে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নড়াইলে সাপের কামড়ে ইমামের মৃত্যু
নড়াইলের সদর উপজেলার চাকুলিয়া গ্রামে জমিতে কাজ করার সময় সাপের কামড়ে হাদিয়ার রহমান খাঁন (৬০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে মারা যান তিনি।
হাদিয়ার রহমান খাঁন চাকুলিয়া গ্রামের মৃত সমশের খাঁনের ছেলে। তিনি কৃষি জমি চাষাবাদের পাশাপাশি চাকুলিয়া জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
আরো পড়ুন:
সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে অ্যান্টিভেনম না থাকার অভিযোগ
কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে ৭ সাপ, আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা
স্থানীয় সূত্রে জানা গেছে, হাদিয়ার রহমান খাঁন সোমবার বিকেলে জমিতে মাষকলাই রোপণ করতে যান। মাঠে কাজ করার সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। সন্ধ্যায় বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। তারা তাকে নড়াইল আধুনিক আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক হাদিয়ার রহমান খাঁনকে মৃত ঘোষণা করেন।
নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাকচি বলেন, “হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান।”
ঢাকা/শরিফুল/মাসুদ