গাজায় ইসরায়েলের হামলার বিবিসির সংবাদ পক্ষপাতদুষ্ট
Published: 17th, June 2025 GMT
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে প্রতিবেদন করতে গিয়ে পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ব্যাপক হতাহতের পরও তারা ফিলিস্তিনিদের উপেক্ষা করে ইসরায়েলের দাবিকেই প্রাধান্য দিয়েছে।
ইসলাম নিয়ে সংবাদ প্রকাশ করা বিশেষায়িত ব্রিটিশ প্রতিষ্ঠান সেন্টার ফর মিডিয়া মনিটরিংয়ের (সিএফএমএম) নতুন এক গবেষণা প্রতিবেদনে এ চিত্র ফুটে উঠেছে। এতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৪ সালের ৬ অক্টোবর পর্যন্ত বিবিসির করা ৩৫ হাজারেরও বেশি সংবাদ প্রতিবেদন ও সম্প্রচার বিশ্লেষণ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিবিসি প্রত্যেক ইসরায়েলি মৃত্যুকে ফিলিস্তিনি মৃত্যুর তুলনায় ৩৩ গুণ বেশি কভারেজ দিয়েছে। অথচ এই সময়ের মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ছিল ১ হাজার ২৪৬ জন, যেখানে গাজায় নিহত হয়েছিলেন অন্তত ৪২ হাজার ১০ জন, অর্থাৎ ৩৪ গুণ বেশি। সেখানে মানবিক বা ভুক্তভোগীদের জীবনগল্প তুলে ধরা হয়েছে ২৭৯ ফিলিস্তিনি ও ২০১ ইসরায়েলির, যা প্রায় সমান সংখ্যাই।
গবেষণায় উঠে আসে, বিবিসি ‘গণহত্যা’ শব্দটি ইসরায়েলি হতাহতের ক্ষেত্রে ১৮ গুণ বেশি প্রয়োগ করেছে এবং ‘হত্যা’ শব্দটি ২২০ বার ইসরায়েলিদের ক্ষেত্রে, অথচ মাত্র একবার ব্যবহার হয়েছে ফিলিস্তিনিদের ক্ষেত্রে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।