পর্দায় আসছে সুশান্ত সিং-রিয়ার প্রেমকাহিনী, কে হচ্ছেন নায়ক
Published: 18th, June 2025 GMT
মৃত্যুর পাঁচ বছর কেটে গেলেও বলিউড সিনেমাপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল সুশান্ত সিং রাজপুত। এবার রুপালি পর্দায় দেখা যাবে ধোনির বায়োপিকে অভিনয় করে সাড়া ফেলা সুশান্তের বায়োপিক! এমনটাই দাবি করেছেন বলিউডের জনপ্রিয় চিত্রনাট্য রচয়িতা ও পরিচালক রুমি জাফরি।
এরই মধ্যে তিনি সুশান্ত ও তার বান্ধবী রিয়া চক্রবর্তী প্রেমকাহিনীর চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। প্রয়াত অভিনেতার চরিত্রে ‘জিগরা’ ছবির বেদাঙ্গ রায়না আছেন নির্মাতার প্রথম পছন্দের তালিকায়।
২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু হয়। সেই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা ভারত। সেই বছরের আগস্ট মাসে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এই মামলার তদন্তে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেপ্তার করা হয় অনেককে। যাদের মধ্যে ছিলেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার ভাই। সেই থেকেই চর্চায় ছিল রিয়া-সুশান্তের প্রেম। সেই প্রেমকাহিনিই এবার পর্দায় ‘জীবন্ত’ করতে চাইছেন রুমি।
সম্প্রতি এক সম্মেলনে রুমি বলেন, ‘আমার এখনও মনে হয় সুশান্ত বুঝি আমার আশপাশেই রয়েছে। ওর সঙ্গটাই ছিল আনন্দে ভরা ও জীবনরসে পরিপূর্ণ। ও এতটাই ছটফটে ছিল বলার নয়। এক মিনিটও চুপ করে বসতে পারত না! ও সারাক্ষণ কথা বলত। রিয়া ওর পাশে পাশে হাঁটত, ওকে থামানোর চেষ্টা করত। সুশান্ত জীবিত থাকার সময় থেকেই আমার ইচ্ছে করত ওদের প্রেমকাহিনি নিয়ে সিনেমা করি। রিয়ার জন্য সুশান্তের প্রেম সাধারণ কোনও ভালোবাসা নয়। অন্যদিকে রিয়া সুশান্তের জন্য প্রাণও দিতে পারত।’
রুমি জানিয়েছেন, ‘জিগরা’ ছবির বেদাঙ্গ রায়নাকেই তিনি চাইছেন প্রয়াত অভিনেতার ভূমিকায়। শেষপর্যন্ত এই সিনেমা নির্মাণ হলে তা টিনসেল টাউনের নতুন জোয়ার আনবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাঘাইছড়িতে পাহাড়ধসে সড়কে যান চলাচল বন্ধ
টানা বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের একাধিক স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়েছে। ফলে, বাঘাইছড়ি উপজেলার সঙ্গে অন্যান্য জেলা-উপজেলার সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
রবিবার (৩ আগস্ট) সকালে খবর পেয়ে সেনাবাহিনী, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচলের উপযোগী করতে কাজ করছেন।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেছেন, মারিশ্যা-দিঘিনালা সড়কের ৯ ও ১৪ কিলো এলাকায় দুই জায়গায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়েছে। খবর পেয়ে সড়ক বিভাগের সদস্যরা সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচলের উপযোগী করতে কাজ শুরু করেছেন। পানির কারণে মাটি সরানোর ইকুইমেন্টগুলো পৌঁছতে একটু সময় লেগেছে। আশা করছি, দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।
আরো পড়ুন:
ফিরছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা
ভারী বৃষ্টিতে পাহাড়ধস, সাজেকে আটকা চার শতাধিক পর্যটক
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আখতার বলেছেন, মাটি সরানোর কাজে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগ কাজ করছে। দ্রুতই এ সড়কে যান চলাচল শুরু হবে।
ঢাকা/শংকর/রফিক