‘এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি’, সাবেক ইসরায়েলি মন্ত্রীর হুমকি
Published: 20th, June 2025 GMT
ইসরায়েলের সাবেক উপ–প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুমকি দিয়েছেন।
আরবি ও উর্দু ভাষায় এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাসরি বলেন, ‘ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি।’
মাসরির মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পাকিস্তানের পক্ষ নিয়ে তাঁর বক্তব্যের নিন্দা জানান।বর্তমানে সরকারি কোনো পদে না থাকলেও ইসরায়েলি রাজনীতি ও কৌশল নির্ধারকদের মধ্যে প্রভাবশালী হিসেবে বিবেচিত হয়ে থাকেন মাসরি, বিশেষত লেবার পার্টির জ্যেষ্ঠ সদস্য হিসেবে।
আরও পড়ুনট্রাম্প কেন এই সময়ে পাকিস্তানি সেনাপ্রধানকে হোয়াইট হাউসে আপ্যায়ন করলেন১১ ঘণ্টা আগেপোস্টে মাসরি আরও লেখেন, ‘পাকিস্তান ইরান থেকে দূরে নয়। এতটুকু বুঝলেই যথেষ্ট।’
মাসরির মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পাকিস্তানের পক্ষ নিয়ে তাঁর বক্তব্যের নিন্দা জানান।
পাকিস্তান ইরান থেকে দূরে নয়। এতটুকু বুঝলেই যথেষ্ট।মেইর মাসরি, ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রীসামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ বলেন, এমন হুমকি পাকিস্তানিদের মনোবল ও জাতীয় সংহতিকেই আরও দৃঢ় করবে। কেউ আবার ইঙ্গিত দেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও অতীতের সংযত কূটনৈতিক আচরণকে ভুলে গেলে চলবে না।
এদিকে আঞ্চলিক উত্তেজনা চলার মধ্যে গত সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুনইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে ট্রাম্প শিবিরেই ঘোর অসন্তোষ-বিভক্তি১৯ ঘণ্টা আগেইসহাক দার বলেন, ‘ইসরায়েলের জন্য আমাদের বার্তা স্পষ্ট, পাকিস্তানের দিকে তাকানোর সাহস কেরো না।’ তিনি আরও বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম।
ইসরায়েলের জন্য আমাদের বার্তা স্পষ্ট, পাকিস্তানের দিকে তাকানোর সাহস কোরো না। পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম।ইসহাক দার, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীইসহাক দার স্মরণ করিয়ে দেন, ‘ভারতের সঙ্গে উত্তেজনার সময় পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ ছিল, সেভাবেই সার্বভৌমত্ব রক্ষায় এখনো সবাই একযোগে প্রস্তুত থাকব।’
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায় যে ইরানে হামলা হলে পাকিস্তান ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাতে পারে। তবে এসব গুজব সরাসরি অস্বীকার করেছে পাকিস্তান সরকার।
আরও পড়ুনইরান কীভাবে বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভাঙতে সক্ষম হচ্ছে১৯ জুন ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসহ ক দ র ইসর য় ল র মন ত র
এছাড়াও পড়ুন:
শারদীয়
শুভ্র কাশের বনে ফুটতে থাকে যদি
তীব্র প্রেমের মতো গুচ্ছথোকা ফুল;
বৃদ্ধ মেঘের সারি উড়তে গিয়ে থামে—
দেখে রিক্ত আকাশ...
শিউলি ফুলের সারি ঝরতে থাকে বনে;
মুগ্ধ পাখির ঝাঁকও উড়তে থাকে—
যেন আসমানি সুখ তারা আনবে আজই ঘরে।
ডুবতে রাজি আমি তুচ্ছ বিলের জলে;
হংসমিথুন যদি সাঁতরে আসে—
তবে দূর লোকালয় থেকে আনব কিনে আমি
উগ্র ঘ্রাণের কিছু ইত্র-পাতি।
স্নিগ্ধ শরৎ দেখি হাসছে গগনজুড়ে—
শুভ্র নীলের মিলে ভাসছে যেন কিছু
দূর পাহাড়ের মতো গুচ্ছ মেঘের শিশু;
বাসছি ভালো এই স্বচ্ছ আকাশ,
আহা স্নিগ্ধ বাতাস যেন বইছে আমার সারা তপ্ত গায়ে...