কুমিল্লার মুরাদনগরে মাদকসেবনরত অবস্থায় ৭০টি ইয়াবা বড়িসহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে শেখ জুয়েল (৪৫) নামে বিএনপির এক কর্মী পুলিশের হেফাজতে থাকতে মারা যান। স্বজনদের দাবি, পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে পুলিশ বলছে, থানাহাজতে অবস্থানকালে বুকে ব্যথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে পরিবারকে জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান মুরাদনগর থানার পুলিশ কনস্টেবল মহসিনকে নিয়ে শেখ জুয়েলের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ পুলিশ শেখ জুয়েলের মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই দাবি করলেও সুরতহাল প্রতিবেদনে কয়েকটি আঘাতের চিহ্ন ও আঁচড় দেখতে পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে গুরুতর কোনো আঘাতের কথা সুরতহালে উল্লেখ ছিল না।

বৃহস্পতিবার বিকেলে বাঙ্গরা বাজার এলাকায় একটি ইটভাটার পাশে হেলালের বাড়ি থেকে জুয়েলসহ পাঁচজনকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা-পুলিশ। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সন্ধ্যায় ওই বিএনপি কর্মী অসুস্থ হয়ে পড়েন। রাত ৮টা ৫০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শেখ জুয়েল উপজেলার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা গ্রামের শেখবাড়ির প্রয়াত শেখ গোলাম সারোয়ারের ছেলে। তিনি স্থানীয় এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট–সংযোগ সরবরাহের ব্যবসা করতেন। পুলিশ হেফাজতে বিএনপির কর্মীর মৃত্যুর খবরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাঙ্গরা বাজার থানার সামনে বৃহস্পতিবার রাতে হট্টগোল ও বিক্ষোভ মিছিল করেন।

শেখ জুয়েলের মরদেহের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মরদেহে ডান গালের চোয়ালের দিকে সামান্য ফোলা ও হালকা আঘাতের চিহ্ন আছে। নাভি কালচে এবং বুকের ডান দিক থেকে বাঁ স্থান পর্যন্ত হালকা কালচে দাগ। ডান হাতের কবজির ওপরের দিকে আধা ইঞ্চি পরিমাণ আঁচড়ের দাগ আছে। পিঠের ডান দিকে দেড় ইঞ্চি পরিমাণ আঘাতের চিহ্ন। কোমরের বাঁ পাশে তিন ইঞ্চি পরিমাণ আঁচড়ের চিহ্ন। বাঁ পায়ের মাঝবরাবর নতুন হালকা আঘাত ও আঁচড়ের চিহ্ন আছে।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান প্রথম আলোকে বলেন, ‘আমরা সুরতহাল প্রতিবেদন তৈরির সময় ভালোভাবে যা যা দেখেছি, সেটাই উল্লেখ করেছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে শেখ জুয়েল নামের ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। তাই কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, মন্তব্য করা যাচ্ছে না। তবে মরদেহে আমরা উল্লেখ করার মতো কোনো আঘাতের চিহ্ন দেখতে পাইনি।’

এদিকে শুক্রবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শেখ জুয়েলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেখ জুয়েলের ছোট ভাই ও বাঙ্গরা পূর্ব ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শেখ শাহ পরান প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইকে নির্যাতন করে মারা হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই। শিগগিরই এ নিয়ে আমরা আইনগত পদক্ষেপ নেব। পুলিশ আমার ভাইয়ের বিরুদ্ধে মাদকের ভিত্তিহীন অভিযোগ করেছে। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন না।’

শেখ জুয়েলের মৃত্যুর পর তাঁর দলীয় পরিচয় নিয়ে ফেসবুকে বিএনপি ও আওয়ামী লীগের একধরনের ‘টানাহেঁচড়া’ শুরু হয়। বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ‘বিএনপির কর্মী’ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ‘যুবলীগের নেতা’ বলে প্রচার করেন। এ বিষয়ে শেখ শাহ পরান বলেন, ‘আমার ভাই বিএনপির কর্মী ছিলেন। তবে দলীয় কোনো পদে ছিলেন না। মৃত্যুর পর অনেকে আমার ভাইয়ের দলীয় পরিচয় নিয়ে অপপ্রচার করছে। তিনি আওয়ামী লীগ বা যুবলীগের রাজনীতিতে জড়িত ছিলেন না।’

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শেখ জুয়েল বিএনপির একজন নিবেদিত কর্মী। আমরা তার মৃত্যুর বিষয়টি ভালোভাবে তদন্ত করে দেখার জন্য আহ্বান জানাচ্ছি।’

জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, শেখ জুয়েলসহ পাঁচজনকে মাদকসেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এলাকার সব মানুষ জানেন, জুয়েল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। বৃহস্পতিবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করে আনা থেকে রাতে জুয়েলকে হাসপাতালে নেওয়া পর্যন্ত সব দৃশ্য থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে রয়েছে। শেখ জুয়েলকে নির্যাতন তো দূরের কথা, একটি থাপ্পড়ও দেওয়া হয়নি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক, উপস্থিত লোকজন সবাই দেখেছে তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। যেসব সামান্য কালো দাগ ও আঁচড়ের কথা বলা হয়েছে সুরতহাল প্রতিবেদনে, সেগুলো গ্রেপ্তার হওয়ার আগে হতে পারে। এ ছাড়া তাঁকে হাসপাতালে নেওয়াসহ ওঠানো-নামানোর সময় হাতের চাপেও এমনটা হতে পারে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি, তাঁর ওপর কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি।’

এ কে এম কামরুজ্জামান আরও বলেন, শেখ জুয়েলের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশের বিরুদ্ধে তাঁরা ভিত্তিহীন অভিযোগ করছেন।

জেলা পুলিশের বিজ্ঞপ্তি

পুলিশের হেফাজতে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের বক্তব্য স্পষ্ট করেছে জেলা পুলিশ। শুক্রবার বিকেলে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে বাঙ্গরা বাজার থানার উত্তরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার পাঁচজনের মধ্যে আসামি শেখ জুয়েল বৃহস্পতিবার রাত আনুমানিক আটটায় থানাহাজতে অবস্থানকালে বুকে ব্যথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাঁর পরিবারকে জানিয়ে থানা-পুলিশের সহযোগিতায় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আটটা ৫০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার উল্লেখ করেন, ‘শেখ জুয়েলের দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা ছিল বলে পারিবারিকভাবে জানা যায় এবং ইতিপূর্বে তিনি স্ট্রোক করেছিলেন বলেও জানা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদপত্রে পুলিশি নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে মর্মে সংবাদ প্রচার করা হচ্ছে, যা একেবারেই ভিত্তিহীন এবং বানোয়াট। ইতিমধ্যে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ প্রকৃত সত্য না জেনে এবং ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ ঘটনা সম্পর্কে কোনো ধরনের অপপ্রচার না করার জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুনইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি কর্মীর পুলিশ হেফাজতে মৃত্যু, নির্যাতনে হত্যার অভিযোগ পরিবারের১১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব স থ য কমপ ল ক স শ খ জ য় ল র মরদ হ ন প রথম আল ক ময়ন তদন ত ম র দনগর আম র ভ ই পর ব র র চ ক ৎসক ব এনপ র অবস থ য় কর ম র আ চড় র উপজ ল

এছাড়াও পড়ুন:

নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে বৃদ্ধ নিহত

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে সদর উপজেলার মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. ইদন মিয়া (৬০)। তিনি মুরাদনগর এলাকার বাসিন্দা। গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তিদের মধ্যে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে মোস্তাকিম (৩০) ও আবুল হোসেন (৬০) নামের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ, স্থানীয় কয়েকজন বাসিন্দা ও হতাহত ব্যক্তিদের স্বজনদের সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে গেলে সেখানে বিএনপির দুটি পক্ষকে সক্রিয় হতে দেখা যায়। একটি পক্ষে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং আরেক পক্ষে সদ্য বহিষ্কৃত সদস্যসচিব আবদুল কাইয়ুম মিয়া নেতৃত্ব দেন। মেঘনা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলাসহ নানা অভিযোগে সম্প্রতি দলীয় পদ থেকে বহিষ্কৃত হন আবদুল কাইয়ুম। স্থানীয় বিএনপির রাজনীতিতে তাঁর সক্রিয় থাকার বিষয়টি মানতে পারছিল না শাহ আলম পক্ষ।

অভিযোগ আছে, আবদুল কাইয়ুমকে ঠেকাতে শাহ আলম চৌধুরীর ইন্ধন ও হস্তক্ষেপে আওয়ামী নেতা-কর্মীদের আবার এলাকায় ফেরানোর পরিকল্পনা করা হয়। এর অংশ হিসেবে আজ ভোর পাঁচটার দিকে ইঞ্জিনচালিত নৌকায় করে এলাকায় ফিরতে শুরু করে আত্মগোপনে থাকা স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী। এ খবর পেয়ে আবদুল কাইয়ুমের সমর্থকেরা বাধা দেয়। এ সময় উভয় পক্ষ টেঁটা, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইদন মিয়াসহ অন্তত ছয়জন গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে ইদন মিয়াকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদা গুলশানারা কবীর। তিনি জানান, ইদন মিয়াকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় আনায় হয়। ওই সময় তিনি মৃত ছিলেন। মরদেহ এই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে শাহ আলম চৌধুরী ও আবদুল কাইয়ুম মিয়ার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ

  • নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে বৃদ্ধ নিহত