ইরানের ওপর ইসরায়েলের বোমাবর্ষণ স্পষ্টত ব্যর্থ হচ্ছে। রাশিয়ান মিডিয়া জানিয়েছে: ১. ইসরায়েলের রাফায়েল অস্ত্র কমপ্লেক্স ধ্বংস হয়ে গেছে; ২. হাইফা তেল শোধনাগারে আগুন লেগেছে; ৩. আয়রন ডোমেকে ফাঁকি দেওয়া সম্ভব হয়েছে এবং ৪. ইসরায়েলের আকাশ-আধিপত্য কাল্পনিক এক গল্প মাত্র।

মঙ্গলবার ইরান প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আরেকটি ঢেউ আছড়ে পড়ে দক্ষিণ ইসরায়েলের নেভাটিম বিমানঘাঁটির ওপর, যেখানে স্টিলথ ফাইটার জেট, পরিবহন বিমান, ট্যাঙ্কার বিমান এবং ইলেকট্রনিক অনুসন্ধান/নজরদারির জন্য মেশিন ইত্যাদি স্থাপন করা আছে।

এ পরিস্থিতিতে ইসরায়েলি অভিজাতদের যুক্তিবাদী অংশ উদ্বিগ্ন। মোসাদের সাবেক প্রধান ড্যানি ইয়াতোমকে উদ্ধৃত করে খবর বেরিয়েছে– ‘ইরানিরা হাঁটু গেড়ে বসবে না; তারা আত্মসমর্পণের পতাকা তুলবে না এবং আত্মসমর্পণ করবে না!’ মার্কিন সম্প্রচার টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি জানিয়েছে, ইসরায়েল পশ্চিমা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে প্রতিশোধমূলক আক্রমণ বন্ধ করে পারমাণবিক আলোচনায় ফিরে যেতে বলেছে। এটি সম্ভবত রোববার ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টের– ইসরায়েল ও ইরান তার মধ্যস্থতার মাধ্যমে ‘একটি চুক্তি’ করে তাদের সহিংস সংঘাতের অবসান ঘটাবে; ব্যাখ্যা হতে পারে। ট্রাম্প লিখেছেন, ‘শিগগিরই আমরা ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি ফিরে পাব। এ নিয়ে অনেক আহ্বান ও বৈঠক হচ্ছে।’ এমনকি তিনি সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তাঁর সাফল্যের উপমাও তুলে ধরেছেন।

ট্রাম্পকে আসলেই একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে কীভাবে সামনের আগ্রাসী যুদ্ধ থেকে ইসরায়েলকে উদ্ধার করা যায়। ট্রাম্প ইসরায়েল লবির তিনটি অংশেরই কথা শুনতে বাধ্য– ইহুদিবাদী, গোঁড়া খ্রিষ্টান ও ধনী ইহুদি অভিজাত গোষ্ঠী, যারা মার্কিন রাজনীতিতে রাজত্ব করছে।

ট্রাম্প কতটা অস্থিরতায় ভুগছেন, দেখুন। ১৬ জুন সোমবার কানাডায় জি৭ শীর্ষ সম্মেলনে তিনি বিরক্তিকর মেজাজে ছিলেন এবং সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন। এ নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ কেবল মন্তব্য করেছিলেন, ট্রাম্প যুদ্ধবিরতির ব্যবস্থা করতে তাড়াহুড়ো করে ফিরে গেছেন। ট্রাম্প ক্ষুব্ধ হয়ে লিখেছেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ভুল করে বলেছেন যে আমি কানাডায় জি৭ শীর্ষ সম্মেলন ছেড়ে ইসরায়েল ও ইরানের মধ্যে ‘যুদ্ধবিরতি’ নিয়ে কাজ করার জন্য (ওয়াশিংটন) ডিসিতে ফিরে যেতে চাইছি। ভুল! তিনি জানেন না– কেন আমি এখন ওয়াশিংটনে যাচ্ছি। তবে যুদ্ধবিরতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।… ইচ্ছায় বা অনিচ্ছায় হোক, ইমানুয়েল সর্বদা ভুল করেন। সতর্ক থাকুন!’
চার ঘণ্টা পর তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি কোনোভাবেই, কোনো আকারে বা প্রকারে ‘শান্তি আলোচনা’র জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করিনি।… যদি তারা কথা বলতে চায়, তারা জানে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। তাদের টেবিলে থাকা চুক্তিটি গ্রহণ করা উচিত ছিল– অনেক জীবন বাঁচানো যেত!!!’ সাত ঘণ্টা পর ট্রাম্প দাবি করেন, ‘এখন ইরানের আকাশের ওপর আমাদের সম্পূর্ণ এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।’

কিন্তু কয়েক মিনিট পর ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হুমকি দিয়ে বলেন: “আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ এক লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ আছেন– আমরা তাঁকে বের (হত্যা!) করতে যাচ্ছি না, অন্তত আপাতত নয়।’ সাত মিনিট পর আরও একটি বাজে পোস্ট বড় অক্ষরে লেখা হয়েছিল: ‘নিঃশর্ত আত্মসমর্পণ!’
সম্ভবত ট্রাম্প মঙ্গলবার দিনটা শেষ করেছেন ইরানকে হাঁটু গেড়ে বসতে নির্দেশ দিয়ে। কিন্তু তা কার্যকর হওয়ার সম্ভাবনা শূন্য। বাস্তবে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি মঙ্গলবার বলেছেন, এখন পর্যন্ত পরিচালিত অভিযানগুলো নিছক প্রতিরোধমূলক সতর্কতা; প্রকৃত ‘শাস্তিমূলক অভিযান’ শিগগিরই শুরু হতে চলেছে। জেনারেল তেল আবিব এবং হাইফার বাসিন্দাদের ‘তাদের জীবন বাঁচাতে এই অঞ্চলগুলো ছেড়ে যেতে’ বলেছিলেন।

ট্রাম্পের জন্য সবচেয়ে বড় সংকট হলো, এর কোনো দ্রুত সমাধান চোখে পড়ছে না। মার্কিন হস্তক্ষেপ এমন এক মহাদেশীয় যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে, যা ট্রাম্পের রাষ্ট্রপতিত্ব শেষ হওয়ার পরও চলবে। ২০০৩ সালে বুশের ইরাক আক্রমণ তাঁকে ধ্বংস করেছিল। উপরন্তু ট্রাম্পকে তখন আমেরিকা ফার্স্ট, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন– ম্যাগা অভিযান, ইউক্রেন, তাইওয়ান, শুল্ক যুদ্ধ, অভিবাসন, মুদ্রাস্ফীতি, চীন ইত্যাদি ভুলে যেতে হবে।

এমনকি ইউরোপীয় মিত্ররাও ট্রাম্পের পাশে দাঁড়াবে না। ট্রাম্পের বিদায়ের পর জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মাখোঁ সাংবাদিকদের বলেন, ‘আজকে সবচেয়ে বড় ভুল হবে সামরিক উপায়ে ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা। কারণ এতে বিশৃঙ্খলা দেখা দেবে।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও বিবৃতি দিয়ে ট্রাম্পকে ইরানে কোনো সামরিক হস্তক্ষেপ না চালাতে পরামর্শ দিয়েছেন। ভুলে যাবেন না, এই সংশয়বাদীদের মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও আছেন, যার বিদেশি হস্তক্ষেপের সাফল্য নিয়ে সন্দেহের সূত্রপাত হয়েছিল ইরাকে তিনি মার্কিন মেরিন সেনা হিসেবে দায়িত্ব পালনকালে। তখনই তিনি আমেরিকার হস্তক্ষেপবাদী শাসন পরিবর্তন প্রকল্প এবং এ অঞ্চলে দুর্ভাগ্যজনক ‘চিরকালের যুদ্ধ’ নিয়ে হতাশ হয়ে পড়েন।

এদিকে বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি মিডিয়া ইভেন্টে পুতিন বলেছেন, এ বছরের জানুয়ারিতে স্বাক্ষরিত রাশিয়া-ইরান ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে ইরানই পারস্পরিক প্রতিরক্ষা ধারা অন্তর্ভুক্ত করতে চায়নি (যেমন রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে করেছে); তদুপরি মার্কিন-ইসরায়েলি দানবের সঙ্গে লড়াই চালাতে গিয়ে তেহরান এখন পর্যন্ত মস্কোর কোনো সাহায্য চায়নি!
ট্রাম্প এখান থেকে একটি শিক্ষা নিতে পারেন। সেটা হলো, ইরান একটি অত্যন্ত স্বাধীনচেতা দেশ। নিঃসন্দেহে সে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি উৎপাদনশীল সম্পর্ক রাখতে আগ্রহী; অবশ্যই তা আমেরিকার মতো নয়। ইরানি নেতার শিরশ্ছেদ করলেও ট্রাম্পকে আগামী কয়েক দশক মার্কিন-ইরান সম্পর্ক স্বাভাবিক করার কথা ভুলে যেতে হবে। এমনও হতে পারে, ট্রাম্পের রাষ্ট্রপতিত্বের মধ্যেই পশ্চিম এশীয় অঞ্চলে মার্কিন অবশিষ্ট প্রভাবও চলে যাবে। পুতিনও বুধবার যা বলেছেন, তার সারমর্ম– ওয়াশিংটনের সন্তুষ্টির জন্য ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন কেবল একটি স্বপ্নই থেকে যাবে।

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রতিরক্ষা শিল্পের কথা উল্লেখ করে পুতিন বলেন, ‘আমি কেবল চারপাশ থেকে যা জানি এবং শুনেছি তার পুনরাবৃত্তি করব। এই ভূগর্ভস্থ কারখানাগুলো এখনও বিদ্যমান, তাদের কিছুই হয়নি এবং এ প্রসঙ্গে আমার মনে হয়, আমাদের সবার জন্য একসঙ্গে শত্রুতা শেষ করার উপায় অনুসন্ধান করা সঠিক হবে.

.. এটি একটি সূক্ষ্ম প্রশ্ন এবং অবশ্যই আপনাকে এখানে খুব সতর্ক থাকতে হবে। তবে আমার মতে, সাধারণভাবে এই জাতীয় সমাধান খুঁজে পাওয়া যেতে পারে।’
পুতিন বলেছেন, মস্কো ‘আমাদের ইরানি বন্ধুদের কিছু নির্দিষ্ট সংকেত দিয়েছে যে সাধারণভাবে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ক্ষেত্রে ইরানের স্বার্থ সুরক্ষিত করা সম্ভব এবং একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ দূর করাও সম্ভব।

আমরা আবারও আমাদের সব অংশীদারের কাছে সেগুলোর রূপরেখা তুলে ধরেছি: যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এমনকি ইরানের কাছেও। আমরা কারও ওপর কিছু চাপিয়ে দিচ্ছি না। কেবল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সম্ভাব্য উপায় কী দেখছি; তা নিয়ে কথা বলছি। তবে সমাধান অবশ্যই এসব দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে লুকিয়ে আছে, সর্বোপরি ইরান ও ইসরায়েলের কাছে।’
সত্যি বলতে, ইরান আলোচনার টেবিলে সহজ দেশ নয়। বিশেষত জাতীয় স্বার্থ ও কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষার প্রশ্নে দেশটি খচ্চরের মতো একগুঁয়ে হতে পারে। প্রায় ৭০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে একটি সভ্যতা রাষ্ট্র বলে পরিচিত জাতির যৌথ চেতনার কথা বিবেচনায় নিতে হবে। পুতিন বলেছেন, ‘রাশিয়া একবার ইরানের জন্য যৌথভাবে একটি সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির প্রস্তাব দিয়েছিল। কিন্তু (ইরানি) অংশীদাররা খুব বেশি আগ্রহ দেখায়নি এবং এটিই সত্য।’ 

পুতিন সম্ভবত বুঝতে পারছেন যে ইরানে মার্কিন হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে। অবশ্যই তিনি এ নিয়ে চিন্তিত। নেতানিয়াহু এবং ট্রাম্প উভয়ের প্রতি পুতিনের আপাত সরল তবে বাস্তবে জটিল পরামর্শ: ‘কোনো কিছু শুরু করার সময় তা আদৌ অর্জনযোগ্য কিনা– খেয়াল রাখা উচিত।’

এম কে ভদ্রকুমার: ভারতীয় সাবেক কূটনীতিক, ভূরাজনীতি বিশ্লেষক; ইন্ডিয়ান পাঞ্চলাইন থেকে ভাষান্তর করেছেন
সাইফুর রহমান তপন

উৎস: Samakal

কীওয়ার্ড: প ত ন বল ব যবস থ র জন য আম র ক আম দ র বল ছ ন ইসর য

এছাড়াও পড়ুন:

কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস 

বিংশ শতাব্দীর আগে পৃথিবীর মানচিত্রে কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান নামের এই পাঁচটি দেশ ছিলো না।  মূলত ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই রাষ্ট্রগুলো আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে। পরে চীনের সহায়তায় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলগুলো বাণিজ্যিক কেন্দ্রস্থল হিসেবে পুনরুত্থান হয়েছে। এখন প্রশ্ন  করা যেতে পারে, চীন কেন আবারও  এই অঞ্চলগুলোকে শক্তিশালী করে তুলছে?

ঐতিহাসিকভাবে মধ্য এশিয়া অঞ্চল সিল্করোডের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলো। যা চীনকে মধ্যপ্রাচ্য এবং রোমান সভ্যতার সাথে যুক্ত করেছিলো।  বীজ গণিতের জনক আল খারিজমি, আবু সিনার মতো বিজ্ঞানীদের জন্ম হয়েছে এখানে। যাদের লেখা বই ইউরোপে শত শত বছর ধরে চিকিৎসা ও নিরাময়ের জন্য ব্যবহার করা হচ্ছে। চেঙ্গিস খানও এই অঞ্চলে তার সম্রাজ্যের নিদর্শন রেখে গেছেন। পাশাপাশি ঘোড়ার পিঠে আদিম যাযাবর জীবনের ঐতিহ্যও টিকে আছে এখানে। 

আরো পড়ুন:

রাশিয়ার ‍বিরুদ্ধে এবার রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ

রাশিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা 

রাজনৈতিক প্রভাব ও সামরিক হস্তক্ষেপের মাধ্যমে মধ্য এশিয়ায় আধিপত্য বিস্তার করেছিলো রুশরা। উপনিবেশিক শাসন এমনভাবে চালু করেছিলো, যা অনেকটা ব্রিটিশ বা ফরাসি সম্রাজ্যের মতো দেখতে। 
রাজ্যগুলোকে শিল্পায়ন ও আধুনিকায়নের ফলে বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। এমনকি যাযাবর জাতিকে যুদ্ধ যেতে বাধ্য করা হয়েছিলো। আর যাযাবর জাতিকে বসতি স্থাপনে বাধ্য করা হয়েছিলো। এরপর ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। ফলে কাজাখ জনগোষ্ঠীর চল্লিশ শতাংশ অর্থাৎ ২৫ শতাংশ মানুষ অনাহারে মারা যায়। এবং যাযাবর জনগোষ্ঠীর যে অর্থনীতি, তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। কারণ সোভিয়েত আমলে কাজাখ যাযাবররা যে পশুপালন করতো তার নব্বই শতাংশই মারা যায়। ফলে বাধ্য হয়ে কাজাখদের যাযাবর জীবনযাত্রা ছেড়ে দিতে হয়। বলতে গেলে সোভিয়েত আমলে কাজাখ সভ্যতা ও সংস্কৃতির বেদনাদায়ক পুনর্গঠনের মধ্যে দিয়ে যেতে হয়। 

১৯৯১ সালে সোভিয়েন ইউনিয়নের পতন হয়, সৃষ্টি হয় এই পাঁচটি স্বাধীন দেশের। এই দেশগুলো স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু সোভিয়েত ইউনিয়ন পরবর্তী বিশ্বে খাপ খাইয়ে নিতে তাদের ব্যাপক সংগ্রাম করতে হয়। তবে বিগত কয়েক দশক ধরে মধ্য এশিয়ার যাযাবর জাতিগুলো নিজস্ব সীমানার মধ্যে এক অনন্য পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছে। যদিও তাদের ওপর বাইরের প্রভাবও রয়েছে। তুরস্ক এই অঞ্চলে নিজেদের উপস্থিতি আরও বেশি জানান দিচ্ছে। সাংস্কৃতিক, ঐতিহাসিক, ধর্মীয় এবং ভাষাগত মিল আছে। এমনকি শিক্ষাগত কাঠামোতেও মিল রয়েছে। তুরস্ক মধ্য এশিয়ায় রাশিয়ার পণ্য রফতানির একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবেও বিবেচিত। 

জিনজিয়াং প্রদেশে প্রায় এক কোটি উইঘুর বাস করেন। যাদের বেশিরভাগই মুসলিম। এদের নিয়ে চীনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ রয়েছে। এ ছাড়া উইঘুর পরিচয় মুছে ফেলতে তাদের পুনঃশিক্ষা শিবিরে আটকে রাখার অভিযোগও আছে। যদিও চীন এসব অভিযোগ অস্বীকার করে আসছে। 

বৈশ্বিক অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর চীন মধ্য এশিয়ায় ব্যাপক অবকাঠামো উন্নয়ন করছে। এই অঞ্চলটিকে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে চাইছে, যা অনেকটা সিল্করুটের মতোই। 

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ উদ্যোগের মাধ্যমে মধ্য এশিয়ায় প্রাচীন সিল্ক রোড পুনরুজ্জীবিত করার একটি সম্ভবনা দেখা দিয়েছে। এই রোড পুনরুজ্জীবিত হলে রাশিয়া আর চীনের প্রভাব বলয়ে থাকা এই অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্ব কতটা বাড়বে-সেটাও সময় বলে দেবে।  

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • ইসলামি নীতিশাস্ত্রে সুখের ধারণা
  • ঝগড়া থেকে দেয়ালে মাথা ঠোকা, সালমান-ঐশ্বরিয়ার সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে আনলেন প্রতিবেশী
  • কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরদের কাজ কি শুধু ভাইভা নেওয়া
  • কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস