ঈশ্বরের সঙ্গে যুবরাজের চুক্তি, ‘বিশ্বকাপটা দাও, বিনিময়ে যা খুশি নাও’
Published: 22nd, June 2025 GMT
যুবরাজ সিং। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক। টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মারা প্রথম ব্যাটসম্যান। দুর্দান্ত অলরাউন্ডার এবং লড়াকু এক চরিত্র। শুধু ক্রিকেট মাঠে নয়, যুবরাজ জয়ী হয়েছেন ক্যানসারের সঙ্গে লড়াই করেও। সেই লড়াই আর জয়ী হওয়ার গল্প আছে যুবরাজের আত্মজীবনী দ্য টেস্ট অব মাই লাইফ: ফ্রম ক্রিকেট টু ক্যানসার অ্যান্ড ব্যাক বইয়ে।কী লিখেছেন যুবরাজ
২০১১ সাল। স্বপ্নের এক বছর ছিল আমার জন্য। ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার তৃতীয় বিশ্বকাপ ছিল সেটা। আর কী ভাগ্য, আমরা সেই বিশ্বকাপ জিতে গেলাম! সে এক অসাধারণ অনুভূতি। টুর্নামেন্টটা হয়েছিল উপমহাদেশেই, ফাইনাল আমাদের ঘরের মাঠে। দেশের লাখ লাখ দর্শকের সামনে বিশ্বকাপ জেতা, এর চেয়ে ভালো চিত্রনাট্য আর কী হতে পারে!
টুর্নামেন্ট শুরুর আগে অবশ্য আমাকে নিয়ে অনেকে অনেক বাঁকা কথা বলছিল। আমার ওজন নিয়ে, দলে জায়গা পাওয়া নিয়ে, এমনকি চোট থেকে সেরে ওঠার পর আমার ‘খারাপ ফর্ম’ নিয়েও। কিন্তু এসব আমাকে দমাতে পারেনি।
টুর্নামেন্ট যত এগোচ্ছিল, আমাদের দলটা তত অপ্রতিরোধ্য হয়ে উঠছিল। একটা হার আর একটা ড্র ছাড়া বাকি সব ম্যাচই আমরা জিতেছিলাম। যদি দক্ষিণ আফ্রিকার কাছে না হারতাম, তাহলে অপরাজিত থেকে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার দুর্দান্ত রেকর্ড ছুঁয়ে ফেলতাম।
২০১১ বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন যুবরাজ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প জ য বর জ
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।