শেরপুরের ঝিনাইগাতীতে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গতকাল রবিবার (২২ জুন) রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। মামলা হলে সোমবার (২৩ জুন) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবুল মিয়া (৫২)। তিনি উপজেলার নলকুড়া ইউনিয়নের বাসিন্দা। 

ভুক্তভোগী শিশুর মা বলেন, “বাবুল মিয়ার চারিত্রিক অনেক সমস্যা রয়েছে। আগেও তিনি এমন ঘটনা আরো ঘটিয়েছেন। গত ১৭ জুন (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে নিজের গোয়াল ঘরে ডেকে নিয়ে তিনি আমার মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। বিষয়টি আমরা জানার পর মানসম্মানের ভয়ে চুপ ছিলাম।” 

আরো পড়ুন:

সিরাজগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

জামিনে মুক্তি পেলেন বেরোবির শিক্ষক মাহমুদুল হক

তিনি আরো বলেন, “রবিবার (২২ জুন) রাত ৯টার দিকে মেয়ে ঘরের বাইরে গেলে আবারো বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখান বাবুল মিয়। আমার মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বাবুল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় রবিবার রাতেই বাবুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেছি।” 

ঝিনাইগাতী থানার ওসি মো.

আল-আমীন বলেন, “মেয়েটির মা বাদী হয়ে বাবুল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। বাবুল মিয়াকে গ্রেপ্তারের পর শেরপুর আদালতে পাঠানো হয়।”

তিনি বলেন, “মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।”

ঢাকা/তারিকুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গুগল মেসেজেসে সংবেদনশীল ছবি ব্লার করার সুবিধা সবার জন্য চালু

গুগল মেসেজেসে এখন সবার জন্য চালু হলো সংবেদনশীল আধেয় বা কনটেন্ট শনাক্ত ও সতর্কবার্তা প্রদানের সুবিধা। গত বছরের অক্টোবরে ফিচারটির ঘোষণা দিয়েছিল গুগল। চলতি বছরের এপ্রিলে মেসেজেসের পরীক্ষামূলক সংস্করণের কিছু ব্যবহারকারী প্রথম এ সুবিধা পান। অবশেষে ঘোষণার প্রায় ১০ মাস পর অ্যান্ড্রয়েডের সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত হলো।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯টু৫ গুগলের তথ্যমতে, ‘সেনসিটিভ কনটেন্ট ওয়ার্নিংস’ বা সংবেদনশীল কনটেন্ট সতর্কবার্তা চালু করলে নগ্নতা রয়েছে, এমন ছবি স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা হয়ে যাবে। চাইলে ছবিটি না খুলেই মুছে ফেলা যাবে। এ ধরনের ছবি পাঠানো প্রেরককে ব্লক করার অপশনও থাকবে। তবে ছবি দেখতে হলে ‘নেক্সট’ চাপ দিয়ে অনুমতি দিতে হবে।

গুগল জানিয়েছে, ফিচারটির সব প্রক্রিয়াই ব্যবহারকারীর যন্ত্রে সম্পন্ন হয়। ফলে কোনো সংবেদনশীল ছবি গুগলের সার্ভারে সংরক্ষিত বা আপলোড হবে না। কিশোর ব্যবহারকারীর অ্যাকাউন্টে ফিচারটি ডিফল্টভাবে চালু থাকবে। তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টে এটি বন্ধ করার সুযোগ থাকবে না। তবে অভিভাবকেরা ‘ফ্যামিলি লিংক’ অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রাপ্তবয়স্ক অ্যাকাউন্টে ফিচারটি ঐচ্ছিক ও ডিফল্টভাবে বন্ধ থাকবে।

সুবিধাটি ব্যবহার করতে চাইলে গুগল মেসেজেস অ্যাপে গিয়ে প্রোফাইল ছবিতে চাপ দিয়ে ‘মেসেজেস সেটিংস’ নির্বাচন করতে হবে। এরপর ‘প্রটেকশন অ্যান্ড সেফটি’তে গিয়ে ‘ম্যানেজ সেনসিটিভ কনটেন্ট ওয়ার্নিংস’ অপশনে গিয়ে ফিচারটি চালু করা যাবে। পুরোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিচারটি ব্যবহার করতে গুগল প্লে স্টোর থেকে ‘সেফটিকোর’ অ্যাপ ডাউনলোড করতে হতে পারে।

ফিচারটি চালু থাকলে শুধু ছবি দেখার সময় নয়, কোনো সংবেদনশীল ছবি পাঠানো বা ফরোয়ার্ড করার আগেও সতর্কবার্তা দেখা যাবে। সতর্কবার্তায় ডান দিকে সোয়াইপ করে অনুমোদন দিতে হবে। এতে অনিচ্ছাকৃতভাবে সংবেদনশীল ছবি শেয়ার হয়ে যাওয়ার ঝুঁকি কমবে। এই সতর্কবার্তা কেবল স্থির ছবির ক্ষেত্রে কার্যকর। জিআইএফ বা ভিডিও ফাইলের ক্ষেত্রে সুবিধাটি প্রযোজ্য নয়।

সূত্র: অ্যান্ড্রয়েডপুলিশ

সম্পর্কিত নিবন্ধ