৪১ শতাংশ ব্রাজিলিয়ান নেইমারকে বিশ্বকাপে দেখতে চান না
Published: 28th, June 2025 GMT
২০২৬ বিশ্বকাপের এখন আর এক বছরও বাকি নেই। এর মধ্যে ধীরে ধীরে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের পরিকল্পনা গোছাতে শুরু করেছে দলগুলো। নানা নাটকীয়তার পর যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য ব্রাজিল কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তিকে।
ইতালিয়ান এই কোচ আসার পর প্রাসঙ্গিকভাবে বারবার আলোচনায় এসেছে নেইমারের নাম। চোটজর্জর নেইমারকে নিয়ে আনচেলত্তির পরিকল্পনা কী হবে, সেদিকেই ছিল সবার চোখ। নিজের প্রথম দলে ফিটনেসের কারণে না রাখলেও সম্প্রতি নেইমারকে ভালোভাবে প্রস্তুত হওয়ার তাগিদ দিয়েছেন আনচেলত্তি।
তবে আনচেলত্তি চাইলেও ব্রাজিলের ৪১ শতাংশ মানুষ চান না নেইমার বিশ্বকাপে খেলুক। ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ জনমত জরিপকারী প্রতিষ্ঠান ‘ডাটাফোলা’র এক জরিপে উঠে এসেছে এ তথ্য।
আরও পড়ুন‘হৃদয়ের ডাক শুনে’ ১০ কোটি টাকা বেতনে ৬ মাসের জন্য ভবিষ্যৎ ঠিক করলেন নেইমার২৫ জুন ২০২৫৪১ শতাংশের না চাওয়ার বিপরীতে ৪৮ শতাংশ অবশ্য নেইমারকে বিশ্বকাপ দলে চান। জরিপ অনুযায়ী, ৭ শতাংশ বলেছেন, তাঁরা এ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না এবং ৩ শতাংশ বলেছেন, এ বিষয়ে কী মত দেওয়া উচিত, তাঁরা তা বুঝতে পারছেন না।
ব্রাজিল জাতীয় ফুটবল দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প
এছাড়াও পড়ুন:
নড়াইলে সাপের কামড়ে ইমামের মৃত্যু
নড়াইলের সদর উপজেলার চাকুলিয়া গ্রামে জমিতে কাজ করার সময় সাপের কামড়ে হাদিয়ার রহমান খাঁন (৬০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে মারা যান তিনি।
হাদিয়ার রহমান খাঁন চাকুলিয়া গ্রামের মৃত সমশের খাঁনের ছেলে। তিনি কৃষি জমি চাষাবাদের পাশাপাশি চাকুলিয়া জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
আরো পড়ুন:
সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে অ্যান্টিভেনম না থাকার অভিযোগ
কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে ৭ সাপ, আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা
স্থানীয় সূত্রে জানা গেছে, হাদিয়ার রহমান খাঁন সোমবার বিকেলে জমিতে মাষকলাই রোপণ করতে যান। মাঠে কাজ করার সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। সন্ধ্যায় বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। তারা তাকে নড়াইল আধুনিক আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক হাদিয়ার রহমান খাঁনকে মৃত ঘোষণা করেন।
নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাকচি বলেন, “হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান।”
ঢাকা/শরিফুল/মাসুদ