মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের চলমান বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ সভা
Published: 2nd, July 2025 GMT
মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের চলমান বিভিন্ন ঘটনার বিষয়ে শিক্ষক, রাজনীতিবিদ ও সাংবাদিকদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা লক্ষ্য করেছি সম্মানিত শিক্ষক যারা আছেন, তাদের মধ্যে একটা দলাদলি এবং ভেদাভেদ রয়েছে। শিক্ষকরা আমাদের আগামী প্রজন্মকে দাঁড় করাবে, তাদের মধ্যে আমরা কোনো বিভাজন চাইনা। আমরা চাই সঠিক সমাধান করে মর্গ্যান স্কুলের ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে।
ডিসি আরও বলেন, আমরা আজ যে সিদ্ধান্ত নিচ্ছি তা যদি আপনারা না মেনে নেন, তাহলে আমরা বুঝবো যে আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করার পরই আপনি শিক্ষক পরিচয় পেয়েছেন সুতরাং আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন না। এ বিষয়ে আমাদের একটা মনিটরিং কমিটি গঠন করা হবে।
শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তারা ঠিকমতো উপস্থিত হয়না, তাই তাদের জন্য একটি ডিভাইস লাগিয়ে দেয়া হবে। এছাড়াও সকল মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিএক্টিভ করতে হবে বলে এসময় সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় বিশেষ এসভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাশফাকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ের রাস্তার প্রশস্তকরণ কাজের পরিদর্শনে ইউএনও
সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর-রতনমার্কেট রাস্তার প্রশস্ত করণ কাজের পরিদর্শন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। এসময় তিনি রাস্তার দুই পাশের জমির মালিকদের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।
পরে ইউএনও সাদিপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং বিভিন্ন কাজের তদারকি করেন এবং সেবার মান ভালো হওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী প্রধানকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী প্রধান, সোনারগাঁ উপজেলা প্রকৌশল আলমগীর চৌধুরী, সহকারী প্রকৌশলী জাহিদুল আলম তালুকদার, মেসার্স এহসান এন্টারপ্রাইজ এর পক্ষে গোলাম সারোয়ার বাদল, নুর উদ্দিন আহমেদ, সাদিপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, সাদিপুর ইউনিয়ন বিএনপি নেতা আমির হোসেন, রফিকুল ইসলাম সরকার, সাবেক ইউপি সদস্য শামসুল হক, সাদিপুর ইউনিয়ন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ভূঁইয়া প্রমূখ।
মেসার্স এহসান এন্টারপ্রাইজ এর পক্ষে গোলাম সারোয়ার বাদল বলেন, রাস্তার দুই পাশে স্থাপনা থাকায় প্রশস্ত করন কাজে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। ইউএনও স্যার সরেজমিনে পরিদর্শন করেছেন এবং দুই পাশের স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। বুধবার থেকেই দুই পাশের স্থাপনা উচ্ছেদ করা হবে।
চেয়ারম্যান রমজান আলী প্রধান জানান, ইউএনও নির্দেশনায় রাস্তার প্রশস্ত করন কাজে যা যা সহযোগিতা করার দরকার পরিষদের পক্ষ থেকে সবই করা হবে। এই সড়কটি প্রশস্ত করনের জন্য দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয়দের।
ইউএনও ফারজানা রহমান বলেন, সড়কের দুই পাশে যেসব স্থাপনা রয়েছে দুই দিনের মধ্যে ঐ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। যদি কেউ উচ্ছেদ কাজে বাঁধা দেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।